পিরোজপুরে শিক্ষক সমীরন হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ

পিরোজপুরে চাঞ্চল্যকর শিক্ষক সমীরন হত্যা মামলায় তিন জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মহিদুজ্জামান মঙ্গলবার এ আদেশ দেন। এ ছাড়া মামলার অপর ৪ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। ফাঁসির আদেশপ্রাপ্ত আসামিরা হলো দিপঙ্কর রায়, খোকন সেখ ও নুরুল ইসলাম সেখ। উল্লেখিত ৩ আসামিকে ভিকটিমের স্ত্রীকে আহত করার দায়ে আদালত প্রত্যেককে দশ বছর জেল ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৩ মার্চ রাত ২টায় জেলার নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নের পশ্চিম বানিয়ারি গ্রামে স্কুল শিক্ষক সমীরণ মজুমদার (৫০) এর ঘরে সিঁদ কেটে ঢুকে ২ জন আসামি ঘরের দরজা খুলে সমীরনকে টেনে-হিঁচড়ে বের করে দিপঙ্কর রায়, খোকন সেখ ও নুরুল ইসলাম সেখ তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সমীরনের ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় পাশের রুমে ঘুমানো তার স্ত্রী স্বপনা বসু ধস্তাধস্তির শব্দ পেয়ে তাকে রক্ষা করার চেষ্টা করে বাইরে বের হয়ে বাধা দিতে গেলে আসামিরা তাকেও কুপিয়ে আহত করে। তাদের ডাক চিৎকারে লোকজন এসে আহতদের প্রথমে নাজিরপুর হেলথ কমপ্লেক্স ও পরে খুলনা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই সমীরন মারা যায়। পরবর্তীতে সমীরনের স্ত্রী স্বপনা নাজিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

সরকারপক্ষের আইনজীবী পিপি খান মো. আলাউদ্দিন জানান, মামলায় মোট ৭ জন আসামি ছিল। মোট ২৩ জন স্বাক্ষী এ মামলায় স্বাক্ষ্য প্রদান করে। ফাঁসির দন্ডপ্রাপ্ত ১ নং আসামি জামিনে বের হয়ে পলাতক থাকায় তার অনুপস্থিতিতে বিচারক আদেশ দেন। বাকি ৬ আসামি রায়ের সময় উপস্থিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *