কলাপাড়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

কামাল হাসান রনি:
পটুয়াখালী জেলার কলাপাড়ায় উপকূলীয় জেলেদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ ডেভেলপমেন্ট প্রোজেক্ট এবং কলাপাড়া গ্রাজুয়েট ক্লাব নামে দুইটি স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার কলাপাড়া উপজেলা ও কুয়াকাটা এলাকার প্রায় ৪’শ অসহায় জেলে পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। বাংলাদেশের পিছিয়ে পড়া ও  অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে নিউইয়র্কের হান্টার কলেজের তিনজন ছাত্র আসহাবুল ইয়ামীন খান, তাহমিদ জাওয়াদ এবং নাফিউল বারি বাংলাদেশ ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রতিষ্ঠা করেন। বাংলাদেশে শিক্ষার সমৃদ্ধি ও স্বাস্থ্য-সেবায় উন্নয়নের উদ্দেশ্যেই সংগঠনটির উত্থান। পাশাপাশি দুর্যোগের সময়ে ত্রাণ পাঠানো এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রেও কাজ করে বাংলাদেশ ডেভেলপমেন্ট প্রোজেক্ট-বি.ডি.পি। এর আগে বাংলাদেশের ২৫ টি জেলাতে সাহায্য পাঠায় বি.ডি.পি তরুণ এই তিন প্রবাসী। এছাড়া কোভিড-১৯ মহামারিতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, রমজানে নিরীহ এবং অসহায় লোকদের মাঝে খাবার বিতরণ, ঘুর্ণিঝড় আম্ফান এবং বন্যায় ত্রাণ বিতরণ, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়াতে কর্মহীন নারীদের মাঝে সেলাইয়ের মেশিন বিতরণ ও  নাটোরে নলকূপ স্থাপনের মতো নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বিডিপি। এদিকে কলাপাড়ার প্রায় ১০ টি ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন কলাপাড়া গ্রাজুয়েট ক্লাব। এসময় কলাপাড়া গ্রাজুয়েট  ক্লাবের এডমিন-মডারেটর ছাড়াও স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *