শিরোপা জয়ের স্বপ্ন ফরচুন বরিশালের

ফরচুন বরিশালের এই থিম সংয়েই বোঝা গেল কতোটা আত্মপ্রত্যয়ী দক্ষিণবঙ্গের দলটা।

কথায় আছে, ধান-নদী-খাল এই তিনে বরিশাল। এর বাইরেও বরিশালকে চেনা যাবে এবার ক্রিকেটের মাঠে। বিপিএলের শুরুর আসরে থাকলেও গেল তিন আসরে ছিলো না তাদের উপস্থিতি। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে আবারো ফিরেছে বরিশাল। এবার সমর্থকরা তাদের চিনবে ‘ফরচুন বরিশাল’ নামে।

দল গোছানো হয়েছে আগেই। এবার উন্মোচন করা হল লোগো আর থিম সং। আড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে করা হলো দলটির পরিচিতি পর্ব।

জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালের নেতৃতে অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে দল গড়েছে বরিশাল। দলে আছেন গতিতারকা তাসকিন আর অলরাউন্ডার মেহেদি মিরাজের মত নির্ভরযোগ্য ক্রিকেটার। তাদের কণ্ঠেও আত্মবিশ্বাসের সুর।

ফরচুন বরিশালের পেসার তাসকিন বলেন, আমাদের দলটা ভারসাম্যপূর্ণ হয়েছে। মাঠে ভালো খেলার প্রত্যাশা করছি। ফাইনালে খেলতে চাই আমরা।’

অলরাউন্ডার মেহেদি মিরাজ জানান, ‘খুব ভালো কম্বিনেশন আছে আমাদের দলে। অনেক তরুণ খেলোয়াড়কে নিয়ে গড়া।’

বিপিএলের মতো আসরে বেশ ক’বছর অনুপস্থিত দক্ষিণের বিভাগ বরিশাল। এবারের আসরে তাই নিজেদের নতুন করে চেনানোর প্রত্যাশা দলটির কর্ণধারের।

ফরচুন বরিশাল চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘গেল কয়েক আসরে বরিশালবাসী খেলা দেখতে পারেনি। এ কারণে এবার দল নিয়েছি আমরা। দলের ওপর আস্থা আছে। শিরোপা জয় করতে চাই আমরা।’

আসরের উদ্বোধনী দিনে ২৪ নভেম্বর সন্ধ্যায় জেমকন খুলনার বিপক্ষে মাঠে নামবে তামিমের ফরচুন বরিশাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *