আমি চিৎকার দিয়ে কাঁদতে চেয়েও করিতে পারিনি চিৎকার

আমি এটা ভাবি, লেখতে খারাপ লাগে।এই দেশটারে এই অবস্থায় দেখতে খারাপ লাগে।এই দেশটারে কাতরাতে দেখতে দেখতেই অনেকে দেশ ছাড়ে।অনেকে বলে, দেশ না ছেড়ে আসেন দেশের হাল ধরেন।ফেসবুকেই খালি * দাইতে পারেন।হাল ধরতে গেলে তো হাত পা ছেঁটে দেয়। একটা সুস্থ দেশের হাল মানুষ সুস্থভাবে ধরতে কেউ যদি না পারে তবে কি হলো?
.
নির্বাচনের আগেই প্রতিদিন প্রতিজন ২০০-১০০০ টাকা কামায় মিছিল মিটিং এ গিয়ে। সারা শহরে ১০০০০ লোক এই কাজ করে। এতো টাকা কই পায়? আমরা স্বচ্ছতার কথা ভাবি।বিরোধী হোক সরকারী হোক কেউ ই স্বচ্ছ না।আমরা নিজেদের জায়গাতেই স্বচ্ছ না।১০০০০ টাকা দিলে এক পোটলা আগুন ঝলসানো তেল মেরে বসি ১২ জন লোকের উপর…
.
লাইফে একবার ই গেছিলাম বার্ণ ইউনিটে।এরপরে প্রায়ই বন্ধুদের বলি, মানুষকে আল্লাহ আর যাই ই করুক না পোড়াক দো্যখের আগে।
.
আমরা নিজদের ভালো মন্দই বুঝিনা।
.
গণতন্ত্র এর ব্যপারটাই এমন। নিজে খেতে পারি আর না পারি আমার নেতা খাক।আমি দেখি। তাতেই শান্তি আমার 🙂

 

জাওয়াদুর রহমান সৃজন।
বরিশাল বিশ্ববিদ্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *