বেসরকারি কলেজের অনার্স মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির দাবী।

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ ২৮ বছরের বঞ্চনার অবসান চান এমপিওভুক্ত কলেজের অনার্স-মাস্টার্স পর্যায়ের শিক্ষকরা। তাঁরা চলতি অর্থবছরেই তাঁদের এমপিওভুক্তির দাবি জানিয়েছেন। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শেষে তাঁরা এই দাবি জানান। গত বুধবার থেকে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের ব্যানারে তাঁরা একই স্থানে মানববন্ধন পালন করছেন। শিক্ষকরা জানান, এমপিওভুক্ত কলেজগুলোর অনার্স ও মাস্টার্স কোর্সে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থীর জন্য সাড়ে পাঁচ হাজার শিক্ষক রয়েছেন। কিন্তু বৈধভাবে নিয়োগের পর এখনো তাঁদের জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত ও এমপিওভুক্ত করা হয়নি। ফলে প্রায় ২৮ বছর ধরে এসব শিক্ষক নামমাত্র বেতনে চাকরি করছেন। তবে করোনার কারণে সেটাও বন্ধ রয়েছে। সংগঠনের আহ্বায়ক হারুন-অর-রশিদ বলেন, ‘আমাদের সাড়ে পাঁচ হাজার শিক্ষকের এমপিওভুক্তির জন্য বার্ষিক ১৪৬ কোটি টাকা প্রয়োজন। শিক্ষকদের মানবিক দিক বিবেচনা করে দ্রুত এমপিওভুক্তির দাবি জানাচ্ছি। সংগঠনের আহবায়ক হারুন অর রশীদের সভাপতিত্বে তিনব্যাপী কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেস্টা অনার্স মাস্টার্স শিক্ষক পরিষদের সভাপতি মেহরাব আলী, ফেডারেশনের আহ্বায়ক হারুন অর রশীদ, সদস্য সচিব মোস্তফা কামাল, মোকলেসুর রাহমান মনি, মাসুম বিল্লাহ, তরিকুল ইসলাম, জিয়াউর রহমান মানিক, কামরুল হাসান লিপু, সুলতান মাহমুদ, সাইফুল ইসলাম জুয়েল, রফিকুল ইসলাম, গাজী নজরুল ইসলাম, মাসুদ করিম, মাহিবুর রহমান, আবু সাঈদ সুজন, মহাদেব শর্মা, সুকোমল সেন, যুগ্ন সচিব মোহাম্মদ ফারুক, মোহাম্মদ হারুন অর রশীদ, ইউনুছ শরীফ, ফজলুল করিম, আরাফাত হক, আশরাফুল ইসলাম, জামির হোসেন, সুলতানা সুমী, দেলোয়ার হোসেন, সাফায়েত হোসেন সহ সকল বিভাগায় সমন্বয়কারী, জেলা সভাপতি, সাধারণ সম্পাদকসহ শিক্ষক বৃন্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *