নির্বাচন, নারী জনপ্রতিনিধি ও আমাদের মানসিকতা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বা কিছুদিন আগে হয়ে যাওয়া সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা শুনতে পাচ্ছি না না বিচিত্র প্রচারণা….নানারকম শ্লোগান…

তেমন একটি পরিচিত শ্লোগান হলো,
“সকাল বিকাল রাত্রিবেলা,
অমুক ভাই/আপার দরজা খোলা”

খুব সহজভাবে এবং মার্জিতভাবে এর মানে হলো, অমুক ভাই বা বোন যদি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে পারে সকাল, দুপুর বা রাত যেকোনো সময় তিনি সাধারন মানুষের জন্য তার সহযোগীতার দরজা খোলা রাখবেন!! ২৪ ঘন্টায়ই যেকোনো সময় তাকে পাওয়া যাবে জনগনের পাশে!!

খুব সুন্দর এবং প্রত্যাশিত প্রতিশ্রুতি, এবং আমরা কিন্তু একজন প্রতিনিধির কাছে এটাই চাই।

কিন্তু পার্থক্যটা এখানেই যে, যখন বলা হচ্ছে অমুক ভাইয়ের দরজা খোলা, তখন আমাদের কোন সমস্যা হচ্ছে না কিন্তু যখন বলা হচ্ছে অমুক আপার দরজা খোলা… তখন আমাদের সমাজের কিছু
বিকৃত মস্তিষ্ক অত্যন্ত অশালীনভাবে একে উপস্থাপন করে বিনোদন এর খোরাক করে ফেলছেন।
মহিলা জনপ্রতিনিধি যে ২৪ ঘন্টাই জনগনের সেবায় নিয়োজিত থাকতে পারে,সেটা আমরা মানতেই।পারছি না। বরং তাকে বিশ্লেষন করছি অন্যভাবে(!)।
এমনই হচ্ছে আমাদের সমাজে, রাজনীতি সহ সব অংগনে সুযোগ পেলেই নারীকে নিয়ে করা হচ্ছে অযাচিত কিছু ট্রল!!
সেটা ক্লাসের হাইয়েস্ট নাম্বার পাওয়া হোক বা চাকরি ক্ষেত্রে উন্নতি হোক, আশেপাশের পুরুষ বন্ধু বা সহকর্মীটি সাফল্যের অন্য কোনো কারন দেখাতে ছাড়ে না।
এমন অদৃশ্য বাঁধা আছে নারীদের মাথার উপরে যা তার উঠে দাঁড়ানোটা কৌশলে আটকে দেয়।

যতই নারী জাগরণ এর কথা বলি, সংরক্ষিত আসন দেই, এই গ্লাস সিলিং ভাংতে না পারলে রাজনীতি তে জীবনেও নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে না। রেশিও ৫০:৫০ এ আনতে হলে এই মানসিকতা পাল্টাতে হবে নয়তো অই কয়টা সংরক্ষিত আসনই সই…

আজিম ভাই দিনরাত জনগনের সেবা করে উন্নতির শিখতে পৌছাতে পারলেও রেশমা আপা সেই কাজ করার সুযোগটুকুও পাবে না…

 

 

 

ফারজানা ফেরদৌস
সামাজবিজ্ঞান বিভাগ
বরিশাল বিশ্ববিদ্যালয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *