ঝালকাঠিতে চলছে ইলিশ ধরার প্রস্তুতি

আরিফুর রহমান আরিফ:

মা ইলিশ রক্ষায় আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা বন্ধ থাকবে। বন্ধ থাকবে ইলিশের বিপণন, পরিবহন, বেচাকেনা ও মজুদ । তবে ঝালকাঠি ও নলছিটির জেলেরা এ সময়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন। তাদের সাথে সাধারণ মানুষও প্রস্তুতি নিচ্ছেন মাছ ধরার।

গত বছর নিষেধাজ্ঞার সময়েও ঝালকাঠির সুগন্ধা ও বিশ খালী নদীতে ইলিশ ধরা ‘মহোৎসব’ রূপ পায়। অর্থের বিনিময়ে জেলেরা অভিযানের খবর আগেই জেনে যেত বলে অভিযোগ আছে। এবারও জেলেরা একই পন্থা অনুসরণের চেষ্টা করছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

সুগন্ধার ও বিশ খালী নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় খোঁজখবর নিয়ে জানা গেছে, এবার নিষেধাজ্ঞার সময় ইলিশ ধরতে জেলেদের চলছে ব্যাপক প্রস্তুতি। তাদের মধ্যে একটি উৎসবের আমেজ বিরাজ করছে। তৈরি হচ্ছে নতুন নতুন নৌকা ও জাল, মেরামত করা হচ্ছে পুরনো নৌকা আর জাল ও আনুষঙ্গিক যন্ত্রপাতি। নতুন করে তৈরি হয়েছে কয়েক শ নৌকা বা ট্রলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *