বরিশালে ‘বৈশ্বিক ক্লাইমেট অ্যাকশন দিবস’ পালিত

২২টি সংগঠনের সমন্বয়ে গঠিত অ্যালায়েন্স ফর ইয়ুথ অ্যান্ড ডেভেলপমেন্টের আয়োজনে সারা বিশ্বের মতো বরিশালেও ‘বৈশ্বিক ক্লাইমেট অ্যাকশন দিবস’ পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন- বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী, অ্যালায়েন্স ফর ইয়ুথ অ্যান্ড ডেভেলপমেন্ট বরিশালের কো-অর্ডিনেটর মো. মনিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিশু-কিশোর, তরুণ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

এসময় সবাই হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রতিবাদ জানায়। মানববন্ধন শেষে সবাই প্ল্যাকার্ড হাতে সারিবদ্ধভাবে শোভাযাত্রা করে।

এর আগে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় উপস্থিত অতিথি ও তরুণরা তাদের বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বে প্রতিনিয়ত অক্সিজেন কমছে। হুমকির মুখে পড়ছে পুরো বিশ্ব। বাড়ছে সাইক্লোন, বজ্রপাত, ভূমিকম্পসহ নানা রকম প্রাকৃতিক দুর্যোগ। নদী ভাঙনের ফলে অসহায় হয়ে পড়েছে চর অঞ্চলের জনজীবন। গাছ কেটে উজাড় করা হচ্ছে বন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রেহাই পাচ্ছে না গর্ভের ভ্রূণসহ ক্ষুদ্র কোনো প্রাণ। যেখানে-সেখানে প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে ধ্বংস হচ্ছে পরিবেশের ভারসাম্য।

বক্তারা আরও বলেন, উন্নত রাষ্ট্রগুলোকে কার্বন নিঃসরণের পরিমাণ শূন্যের কোটায় আনতে হবে। ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অভিযোজন প্রক্রিয়ার আওতায় ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *