আমতলীতে ৩৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর দ্বিতীয় রাউন্ডে আমতলী ও তালতলী উপজেলায় ৩৬০০০ হাজার ২০০ শ’ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে।

এ বিষয়ক এক অবহিত করেণ সভা রবিবার সকাল ১০টায় আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিত করণ সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাশিক মেডিকেল অফিসার ডা. শাহাদৎ হোসেন,

আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জাকির হোসেন, ডা. সুমন খন্দকার, নার্সিং সুপার ভাইজার আকলিমা বেগম, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক গোলাম মো. নুরুল আমিন, সুশীলন এর মো. শাহ আলম প্রমুখ। সভায় সকল ইউনিয়নের স্বস্থ্য পরিদর্শকগন উপস্থিত ছিলেন।

আমতলী উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী জানান, ২৬ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় রাউন্ডে আমতলী ও তালতলী উপজেলায় ৬ মাস বয়সী ৪২০০ এবং ১২ মাস বয়সী ৩২০০০ হাজার ২০০শ’ শিশুকে ‘এ’ প্লাস ভিটামিন খাওয়ানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *