পিরোজপুরে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

পিরোজপুর উপসর্গ নিয়ে জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছরের এক বৃদ্ধ মারা গেছেন।

বুধবার সাকলে জেলা হাসপাতালের আইসোলেশনে ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায় বলে পিরোজপুরের সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকী জানান।

মৃত ব্যক্তির বাড়ি পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামে।
সিভিল সার্জন বলেন, “মঙ্গলবার জ্বর ও শারীরিক নানা সমস্যা নিয়ে ওই ব্যক্তি চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। তার শরীরে জ্বর থাকায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে আইসোলেশন ইউনিটে ভর্তি করে। পরে সেখানেই তার মৃত্যু হয়।”

মারা যাওয়া ওই ব্যক্তির কোভিড-১৯ উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান হাসনত।

পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল বলেন, কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের স্বাস্থ্যবিধি মেনে দাফনের ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *