বাসের ভাড়া বাড়ছে ৮০ শতাংশ

স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে গণপরিবহণ চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন পরিস্থিতিতে পরিবহন মালিকদের ভাড়া বাড়নোর দাবির মুখে বাসের ভাড়া ৮০ শতাংশ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

শনিবার (৩০ মে) বাস মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বিআরটিএ’র চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. ইউছুব আলী মোল্লা।

বাসের বাড়তি ভাড়া প্রসঙ্গে বিআরটিএ চেয়ারম্যান বলেন, ৮০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। বর্তমান যে ভাড়া তার সঙ্গে এ বাড়তি ভাড়া রি-শিডিউল করা হবে। যেহেতু দুই জনের জায়গায় আপনি একজন যাচ্ছেন, ৫০ জনের জায়গায় ২৫ জন যাচ্ছেন তাহলে এই ভাড়াটা তো তাকে দিতেই হবে।’

সাধারণ জনগণ এই ভাড়া মানবে এমন এক প্রশ্নের জবানে তিনি বলেন, এই ভাড়া মানার জন্য সবাইকেই দায়িত্ব নিতে হবে (মালিকপক্ষ, শ্রমিকপক্ষ, প্রশাসন, যাত্রী) যারা আছে আমি মনে করি সকলকেই সমান দায়িত্ব নিতে হবে।

তিনি আরও বলেন, সরকারি গণপরিবহন বিআরটিসি বাসও চলবে। তবে সেগুলো সীমিত আকারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *