অসহায় মানুষদের হাতে ঈদ উপহার তুলে দিলেন সততা সমবায় সমিতি।

রংপুর প্রতিনিধি:

কালীগঞ্জ উপজেলার ঝন্টুরমোর এলাকায় আজ শনিবার(২৩ মে) বিকাল থেকে প্রানঘাতি করোনা প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের হাতে ঈদ উপহার তুলে দিয়েছে সততা সমবায় সমিতি।

কালীগঞ্জ থানার দঃঘনেশ্যাম এলাকায় এ উপহার সামগ্রী বিতরন করা হয়। বন্যা, ফসলহানী, নদীভাঙ্গন, শীতার্তসহ সকল প্রাকৃতিক দুর্যোগের ন্যায় করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন মানুষদের পাশে দাঁড়িয়েছেন সততা সমবায় সমিতির সভাপতি মো:মাসুদ রানা আপেল ও সাধারন সম্পাদক মো:সোহেল রানা।

এছাড়াও এই সংগঠন বিভিন্ন সময় কর্মহীন মানুষদের বিভিন্ন সময় খাদ্যসামগ্রী পৌছে দিয়েছেন। এরই অংশ হিসেবে আসন্ন ঈদ উল ফিতরের ঈদ উপহার হিসেবে ১০০ জন অসহায় মানুষের জন্য সেমাই,চিনি,মুড়ি ও বাদামকিচমিচ খাদ্যদ্রব্য বিতরন করেন।

এ সময় সভাপতি বিডি মুক্ত বাজার এর সাংবাদিক দের জানায়,অসহায় মানুষের মাঝে সব সময় কাজ করবে সততা সমবায় সমিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *