কাউখালী মসজিদে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ

কাউখালী(পিরোজপুর) সংবাদদাতা:
নোভেল করোনা ভাইরাস (কোভিট ১৯)সংক্রমন সমস্যা জনিত কারণে মুসুল্লিদের উপস্থিতি সন্তোষ জনক না থাকা এবং লকডাউনের কারনে সাধারণ মানুষের মসজিদের সাথে যোগাযোগ কম থাকায় মসজিদ গুলো তীব্র অার্থিক সংকটে ভুগছিল, বিশেষ করে গ্রামীন জনপদের প্রতিষ্ঠিত মসজিদ গুলোও সাধারণ ব্যায় মিটাতে হিমসিম খাচ্চিল! এমনি সময় সারাদেশে ন্যায় পিরোজপুর জেলার কাউখালী উপজেলার ২৫০টি মসজিদে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেছে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুরে কাউখালী উপজেলা কনফারেন্স রুমে প্রত্যেক মসজিদ কর্তৃপক্ষে কাছে পাঁচ হাজার টাকা করে প্রদান করেন,কাউখালী দক্ষিণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম, মো. ওমর ফারুক বলেন, প্রধান মন্ত্রীর অনুদানে আমরা কৃতজ্ঞ! কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ (মুন) মিঞা, উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, সহকারী কমিশার (ভূমি) মোঃ রফিকুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *