ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডবে টুঙ্গিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় বিধ্বস্ত

মনজু সরদার, রাঙ্গাবালী(পটুয়াখালী)প্রতিনিধি:
সুপার সাইক্লোন আম্পানে রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া বাজার সংলগ্ন অত্র অঞ্চলের খ্যাতি সম্পন্ন টুঙ্গিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের একাংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করায় তিনি জানান সাইক্লোন আম্পানে আমাদের নবম-দশম শ্রেণির ক্লাস রুমের একাংশ উড়িয়ে নিয়ে গেছে ও শিক্ষকদের লাইব্রেরি ক্ষতিগ্রস্থ হয়েছে আমরা দ্রুত গুরুত্বপূর্ণ জিনিসপত্র সরাতে পেরেছি।

১৯৯২ সালে টুঙ্গিবাড়ীয়া বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ সালে স্বীকৃতি লাভ করে। এখন ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির পর্যন্ত ৪৫০ জন ছাত্র ছাত্রী অধ্যায়নরত। দীর্ঘ ২৮ বছরে আমরা ভবন পাইনি। প্রতিবছর ঘূনিঝর আসলেই আমরা চিন্তায় থাকি কখন উড়িয়ে নিয়ে যাবে। উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদ হাসান পিয়েল এর সাথে যোগাযোগ করায় তিনি বলেন বিষয়টি সরেজমিনে আমি সকালে গিয়ে দেখেছি। বিদ্যালয়ে ক্লাস রুম গুলো টিনের ও অবকাঠামো দুর্বল হওয়ায় ০২টি ক্লাসরুমের ব্যাপক ক্ষতি হয়েছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *