ভোলায় স্বাস্থ্যবিধি না মানায় বন্ধ করা হল সব মার্কেট

করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকিতে স্বাস্থ্যবিধি না মানায় ভোলার সব বিপনী কেন্দ্র বন্ধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক।

সোমবার সকালে জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে জেলা পর্যায়ে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ সার্বিক ব্যবস্থাপনা কমিটি ও সংশ্লিষ্ট সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- ঈদুল ফিতরকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের শর্তে সীমিত পরিসরে জেলার মার্কেট ও শপিংমল খোলার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্ত গত সাতদিনের পর্যবেক্ষণে দেখা গেছে মার্কেটগুলোতে উপচে পড়া ভিড় সৃষ্টি হয়েছে এবং অধিকাংশ ক্রেতা-বিক্রেতা সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানছেন না।

“তাই করোনাভাইরাস বিস্তার প্রতিরোধ ও জনস্বার্থ বিবেচনায় সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোলা জেলার সব মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে।”

তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান, কাঁচাবাজার, ওষুধের দোকান ও জরুরি পরিসেবা প্রতিষ্ঠান পূর্বের নির্দেশ অনুযায়ী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *