ভান্ডারিয়ায় বেড়ে চলছে করোনা ভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যা

ভান্ডারিয়া (পিরোজপুর)সংবাদ দাতা:
পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার করোনা ভাইরাসে অদ্য পর্যন্ত অাক্রান্তের সংখ্যা বেড়ে ১১ জন, যদিও ইতি মধ্যে দুইজন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করছেন! ইকরি ইউনিয়নে একঘরে তিন জন সংক্রমিত হওয়ায় খবর পাওয়া গেছে, গত দুইদিন আগে তেলিখালি ইউনিয়নে দুইজন সনাক্ত হয়েছে, ভান্ডারিয়া পৌর এলাকার জামির তলা থেকে প্রথম করোনার সুএপাত হলেও পরবর্তীতে গৌরিপুর, ইকরি, তেলিখালি সবর্এ ছড়িয় পরে, ,৬ টি ইউনিয়ন ও ১ পৌর সভা নিয়ে ভান্ডারিয়া উপজেলা গঠিত, তবে এখন পর্যন্ত, ভিটাবাড়ীয়া ও ধাওয়া ইউনিয়ন বাসী করোনা ভাইরাস সংক্রমণ থেকে মুক্ত, ধাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টি জেপি উপজেলা সদস্য সচিব জনাব সিদ্দিকুর রহমান টুলু ডাকুয়া, সরকারি নির্দেশনার পাশাপাশি নিজস্ব উদ্যোগে বিভিন্ন প্রতিরোধ মুলক ব্যবস্হা নেয়ার কারনে এ-ই ইউনিয়ন করোনা ভাইরাস মুক্ত রয়েছেন, নিজেই প্রতিনিয়ত অকারনে মানুষের যাতায়াত ও স্হানীয় গনপরিবহন কড়াকড়ি ভাবে নিয়ন্ত্রণ করেন, এমন কি, ঢাকা বা অনর্এ থেকে নিজের বাড়িতে অাসলেও নির্ধারিত সময় সীমা অতিক্রম না হওয়া পর্যন্ত বাড়ি থেকে বেড় হতে কড়াকড়ি আরোপ করেন, এমন কি লকডাউন করে দেন! পিরোজপুর সদর উপজেলা অাক্রান্তের সংখ্যা ১২ এরপরই ভান্ডারিয়া উপজেলা দ্বিতীয় অবস্হানে রয়েছে করোনা ভাইরাস সংক্রমণে অাক্রান্তের সংখ্যায়। তানভীর অাহমেদ, ভান্ডারিয়া ও কাউখালী, (পিরোজপুর) ০১৭১১২১৯২৪০.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *