তালতলীতে নতুন প্রযুক্তির কম্বাইন হার্ভেস্টার মেশিন হস্তান্তর

আবু হানিফ নয়ন বরগুনার তালতলীতে নতুন প্রযুক্তির একটি কম্বাইন হার্ভেস্টার মেশিন হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৪মে)দুপুর ১২টায় উপজেলা চেয়ারম্যান রেজবি- উল কবির একজন কৃষকের মাঝে এ মেশিন হস্তান্তর করেন। জানাগেছে, কৃষি কাজকে এড়িয়ে নেয়ার জন্য সরকার জাপানি প্রযুক্তির ইয়ানমার কম্বাইন হার্ভেস্টার মেশিনের উদ্ভাবন করেন।

এই মেশিনে একই সাথে ধান কাটা, মাড়াই ও বস্তাভর্তি করা যায়। সরকারী উন্নয়ন সহায়তার আওতায় কৃষি মন্ত্রনালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তালতলী উপজেলার একজন কৃষকের জন্য এ নতুন প্রযুক্তির কম্বাইন হার্ভেস্টার মেশিন সরবরাহ করেন।বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা চেয়ারম্যান রেজবি-উল কবির কৃষক মোঃ মহিউদ্দিনের কাছে এ মেশিন হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান,তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *