মঠবাড়িয়ায় ঢাবি শিক্ষার্থীসহ ৩ জন করোনা আক্রান্ত

প্রাণঘাতী কোভিড-১৯ করোনা দূর্যোগকালীন সময়ে দীর্ঘ দেড়মাস বেকার হয়ে পড়া বরিশাল নগরীর চড়কাউয়া খেয়াঘাটের মাঝি মাল্লা সমিতির ১শত ৫ জন সদস্যদের মাঝে চাল,ডাল,তেল আলু ও পেয়াজ খাদ্য সামগ্রী বিতরন করেন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর মানবাধিকার কমিশন ।

আজ রবিবার দুপরে নগরীর লঞ্চঘাটস্থ চড়কাউয়া খেয়াঘাট এলাকায় বসে এসকল খাদ্য সামগ্রী উপহার মাঝি মাল্লা সমিতির সদস্যদের হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান,বরিশাল বাংলাদেশ বরিশাল জেলা মানবাধিকার কমিশন সভাপতি মাহমুদুল হাসান খান মামুন, সাধারন সম্পাদক কাজী আল-মামুন, মহানগর সভাপতি আবু মাসুম ফয়সাল ও সাধারন সম্পাদক জাহাঙ্গির হাওলাদার মিন্টু,আঞ্চলিক কমিটির সভাপতি জে এইচ সুমন ও সমাপাদক মোঃ শামীম তালুকদার প্রমুখ।

এসময় জেলা সভাপতি মাহমুদুল হাসান খান মামুন বলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকেই আমরা এপর্যন্ত বেকার অসহায় ও কর্মহীন হয়ে পড়া প্রায় তেরশত মানুষের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিয়েছি।

আমাদের এই দূর্যোগ থাকাকালীন সময়ে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *