ভ্যাকসিন তৈরিতে অক্সফোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হলো অ্যাস্ট্রাজেনেকা

অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিতে হাত মিলিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। যুক্তরাজ্যের বৃহৎ এ ফার্মাসিউটিক্যাল কোম্পানি ব্যাপক হারে ভ্যাকসিন তৈরির জন্য চুক্তিবদ্ধ হয়েছে।

শুক্রবার (১ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, কোনো মুনাফা ছাড়াই অ্যাস্ট্রাজেনেকা ব্যাপকহারে ভ্যাকসিন উৎপাদন করবে। লক্ষ্য একটাই— বিশ্বের সবর্ত্র ভ্যাকসিন পৌঁছে দেওয়া।

অক্সফোর্ডের তৈরি এ ভ্যাকসিনটির নাম দেওয়া হয়েছে ChAdOx1 nCoV-19। গত সপ্তাহে মানব শরীরে ভ্যাকসিনের পরীক্ষামূলক ট্রায়াল শুরু হয়েছে। ভ্যাকসিন কার্যকার কি না, তা জুন মাসেই জানা যাবে। কার্যকর প্রমাণিত হলেই যত দ্রুত সম্ভব এর অনুমোদন দেবে যুক্তরাজ্যে সরকার।

এ দুই প্রতিষ্ঠানের চুক্তির বিষয়ে স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক বলেন, আগামী সপ্তাহেই এই চুক্তি চূড়ান্ত হবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, এই উদ্যোগে তারা কোনো লাভ করবে না। শুধুমাত্র উৎপাদন ও বন্টনের খরচ নেবে।

এদিকে ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা আসছে জুনেই মানব শরীরে অন্য আরেকটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *