বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের স্মৃতি এ্যালবাম “স্পন্দন’র” মোড়ক উম্মোচন

আকিব মাহমুদঃ সরকারি বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান চতুর্থ বর্ষের (২০১৩-১৪শিক্ষাবর্ষ) স্মৃতি এ্যালবাম “স্পন্দন’র” মোড়ক উম্মোচন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় সরকারি ব্রজমোহন কলেজের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে স্মৃতি এ্যালবাম “স্পন্দন’র” মোড়ক উম্মোচন করা হয়।

সকাল ১১টায় জাকজমকপূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান অতিথী, বিশেষ অতিথীরা মোড়ক উম্মোচন করেন। মোড়ক উম্মোচন অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান খান মোঃ গাউস মোসাদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথী প্রফেসর শফিকুর রহমান শিকদার, অধ্যক্ষ, সরকারি বিএম কলেজ, বিশেষ অতিথী স্বপন কুমার পাল,উপাধ্যাক্ষ,  সরকারি বিএম কলেজ, বিশেষ অতিথী এ এস কাইয়ুম উদ্দিন আহমেদ, সম্পাদক, শিক্ষক পরিষদ, প্রফেসর ড.মেথিউ সরোজ বিশ্বাস, সাবেক বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,সরকারি বিএম কলেজ। আকতার উদ্দিন চৌধুরী, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, এম.এম তারিকুজ্জামান, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।

এছাড়াও বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, মোকলেসুর রাহমান মনি, বিএম কলেজ ছাত্রলীগ নেতা খাইরুল হাসান সৈকত।

বক্তব্য পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীসহ , সংস্কৃতি পরিষদ ও স্বদেশ ব্যান্ডের সদস্যরা নাচেগানে মাতিয়ে তোলেন মঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *