আমায় বোঝনি বলে…

আমায় বোঝনি বলে
আমি বড়ই নিস্তেজ –
তোমার বুকে মাথা রেখেছি বলে।
আমি বড়ই বোকা –
তোমায় বিশ্বাস করেছি বলে।

আমি বড়ই বিষন্ন-
তোমার মুখটি ছিল মলিন বলে।
বড়ই লোভী-
তোমায় খুব চেয়েছি বলে।
বড়ই মূর্খ –

তোমার ওই ছলে ভুলেছি বলে।
বড়ই অশালীন –

তোমায় প্রার্থনায় ডেকেছি বলে।
বড়ই বেহিসাবী-
তোমার হিসাবের অংক বাড়াইনি বলে।
বড়ই নির্গুণী-
তোমায় বাঁধতে পারিনি বলে।

বড়ই নিলাজ-
তোমার পথো চেয়েছি বলে।

বড়ই অপরাধী গো-
তোমায় ভালবেসেছি বলে।

 

 লেখকঃ অভিমানী ছদ্দবেশী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *