বিএম একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে অস্বচ্ছল পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন

বাকেরগঞ্জ প্রতিনিধি:
বাকেরগঞ্জ  উপজেলার  কলসকাঠী বি এম একাডেমী প্রাঙ্গণে  করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধকল্পে লকডাউনে কর্মহীন ১৩০ ‌টি অসচ্ছল পরিবারের পা‌শে দাড়া‌লো কলসকাঠী বিএম একা‌ডেমীর প্রাক্তন ছাত্ররা। এসময়  প্র‌তি‌টি প‌রিবা‌রের হা‌তে চাল, পিয়াজ, ডাল, তৈল, আলু এবং সাবান তুলে দেয়া হ‌য়।

এ ছাড়াও ১০০ স্বচ্ছল প‌রিবা‌রে মা‌টির পাত্র দেয়া হয়, তা‌তে প্র‌তি‌দিন এক মু‌ঠোচাল সংগ্রহ করার জন্য। এভা‌বে সংগৃহিত চাল লকডাউনে কর্মহীন‌দের মা‌ঝে পরব‌র্তি‌তে বিতরণ করা হ‌বে।সকলে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং ব্যাক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে কর্মহীন এ মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার, বাকেরগঞ্জ এর প্রতিনিধি ও সহকারী কমিশনার (ভূমি)   মোঃ তরিকুল ইসলাম।

এ সময়  আরো উপস্থিত ছিলেন বি এম একাডেমির সভাপতি মো রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম তালুকদার ও বি.এম একাডেমির প্রধান শিক্ষক স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *