মহিপুর থানার ছিন্নমূল,অসহায় মানুষের পাশে পিপল ফর দ্যা পিপল টিম

কামাল হাসান রনি:
বিশ্বব্যাপি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশে আক্রান্ত হয়েছে ৫১ জন,সুস্থ ২৫,মৃত্যু ০৫,নতুন আক্রান্ত ০২ জন।গত ২৫তারিখ সরকারী,আধা-সরকারী,শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষনা করা হয়।গুরুত্বপূর্ণ শহরগুলো লকডাউন করে দেয়া হয়।সবাই হোম কোয়ান্টাইনে থাকা এবং WHO স্বাস্থ্যবার্তা অনুযায়ী সতর্কতা অবলম্বন করার স্বাস্থ্যমন্ত্রণালয়ের নির্দেশ দেয়া হয়।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার মহিপুর,আলিপুর,কুয়াকাটা,চাপলীসহ গুরুত্বপূর্ণ,মৎসবন্দর,বাজার,পর্যটন এলাকা বন্ধ হয়ে যায়।পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো,কোচিং সেন্টারগুলো বন্ধ হয়ে যায়।
এতে করে ছিন্নমূল মানুষ,বুদ্ধিপ্রতিবন্ধী,খেটে খাওয়া মানুষগুলো অসহায় হয়ে পড়ে।এসব অসহায় মানুষগুলোর কথা ভেবে এগিয়ে আসে পিপল ফর দ্যা পিপল(people for the people)।গত ২৭ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে এদের কর্ম পরিকল্পনা তুলে ধরলে সাড়া দেন সমাজের সব শ্রেনীর পেশাজীবি মানুষ।ছিন্নমূ, বুদ্ধিপ্রতিবন্ধীদের খাবারের ব্যবস্থা করা হলে তা দৃষ্টিগোচর হয় কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত শহিদুল হক এর।তিনি পরবর্তী দিনগুলোতে খাবার নিশ্চিত করেন এবং মহিপুর প্রেসক্লাবের সভাপতিকে দ্বায়িত্ব দেন।people for the people  ছিন্নমূল, বুদ্ধিপ্রতিবন্ধীদের খাবার দেয়ার পাশাপাশি অসহায় দুস্থ ৩৭ পরিবারের হাতে তুলে দেয় চাল,ডাল,তেল,আলু,পেয়াজ,সাবান এবং  অসুস্থ মানুষের বাড়িতে ঔষধ পৌছে দেবার মত উদ্যোগ গ্রহন করে।পরবর্তীতে সরকারি ত্রান-সাহায্য এবং বিভিন্ন সংগঠন এগিয়ে আসে।people for the people মানুষের কল্যানে কাজ করার যে দৃষ্টান্ত রেখে তা শিক্ষনীয় বলে মন্তব্য করেন কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন বিপ্লব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *