বাউফলে ‘করোনায় করনীয়’ নিয়ে মতবিনিময়

এম.এ হান্নান, বাউফল:
পটুয়াখালীর বাউফলে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ আগামী দুই সপ্তাহ ব্যাপক হারে বিস্তারের ঝুঁকি থাকায় প্রতিরোধে করনীয় বিষয় নিয়ে মতবিনিময় সভা করেছেন উপজেলা প্রশাসন।
সোমবার (৩০মার্চ) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির আহবায়ক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশ নেয় বাউফল থানা প্রধান, স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ।

সভায় সাংবাদিকরা বলেন- ,‘ আগামী ১০দিন অত্যন্ত ঝুঁকিপূর্ন। আমাদের সকলকে করোনা সংক্রমণ বিস্তার প্রতিরোধে সচেতন হতে হবে। হাট-বাজারে জনসমাগম বন্ধ এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কার্যকর ভুমিকা নিতে হবে।’
আরো বলেন- ,‘ যাদের খাদ্য সহায়তা প্রয়োজন তাদের বাড়িতে খাদ্য পৌঁছে দিতে হবে।’

সভায় বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন- ‘পুলিশ করোনা প্রতিরোধে কাজ করছে। একা পুলিশের পক্ষে করোনা প্রতিরোধ সম্ভব না। সমাজের সকলের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। ’

বাউফল উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসনে বলেন, ‘ আগামী ১০/১২ করোনা সংক্রমণ বাড়বে বলে অনেক বিশেষজ্ঞরা মনে করেন। তাই আগামী কয়েকটা দিন আমাদের সকলকে এক হয়ে মোকাবেলা করতে হবে। এর জন্য যা যা করনীয় তা বাউফল উপজেলা প্রশাসন করবে।’

সভায় উপস্থিত ছিলেন- বাউফল প্রেস কøাবের সভাপতি হারুন অর রশিদ খাঁন বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব রাজিব বিশ্বাস, সাংবাদিক এবিএম মিজানুর রহমান, ওহিদুজ্জামান ডিউক, আরেফিন সহিদ, শিবলী সাদেক, কৃষ্ণ কর্মকার ও এম.এ হান্নান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *