শেবাচিমের চিকিৎসক ও নার্সদের সুবিধার্থে বাস সার্ভিস করল জেলা প্রশাসন

মোঃ শাহাজাদা হীরা:
করোনা ভাইরাস মোকাবিলায় এরিমধ্য জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা কর্মসূচি তারি ধারাবাহিকতায় আজ ২৮ মার্চ শনিবার থেকে বরিশাল জেলায় করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় জেলা প্রশাসন এক অন্যান্য ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করলো জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

 

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শের-ই-বাংলা মেডিকেল কলেজের চিকিৎসা কার্যক্রম নির্বিঘ্ন করার লক্ষ্যে সেবাচিমের চিকিৎসক, নার্স ও চিকিৎসা কর্মীদের যাতায়াতের সুবিধার্থে বাস সার্ভিস চালু করলেন জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর শাহাদাৎ হোসেনের তৎপরতায় তাৎক্ষণিকভাবে বাস সার্ভিস চালু করার ব্যবস্থা করেন।

 

তিনি জানান জেলা প্রশাসক এস এম রহমান এর নির্দেশক্রমে শেবাচিমের চিকিৎসক- নার্স যাতে সার্বক্ষণিক সেবা প্রদান করতে পারে সেই জন্য বাস সার্ভিস চালু করা হয়েছে করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলার করার জন্য জেলা প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় যা যা করণীয় তার সব কিছুই করবে জেলা প্রশাসন জনস্বার্থে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *