ঝালকাঠিতে ত্রান বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি ॥ কভিড ১৯ নভেল করোনা ভাইরাস মোকামেলায় কর্মহীন হয়ে পরেছে দৈনিক খেটে খাওয়া মানুষগুলো। যাদের কর্ম না থাকলে খাওয়ার কোন উপায় নেই এমন লোকদের মধ্যে ত্রান বিতরণ করা হয়েছে ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নে। শনিবার বিকেলে এসব কর্মহীন, দিনমজুর ও হতদরিদ্র লোকদের মাঝে চাল ডাল আলু তুলেদেন ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সিকদার। ত্রান বিতরনকালে উপস্থিত ছিলেন কুশঙ্গল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান সরদার, আলী আশ্রাব হাওলাদার, ইউপি সচিব গবিন্দ চন্দ্র সরকার, হিসাব সহকারী আবুল হাসান মৃধা, সাংবাদিক মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইফুুুল ইসলাম বাচ্চু, ছাত্রলীগ যুগ্ম আহবায়ক ইয়াছিন আকন নাজিম, ইউনিয়ন পরিষদের সকল সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন সিকদার দেশ প্রতিনিধিকে বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমনে সরকার সকলকে বাড়িতে থাকতে নির্দেশ দিয়েছে। এতে কাজে বের হতে না পেরে মানবেতর জীবনযাপন শুরু করেছে নিম্ন আয়ের মানুষজন। জেলা প্রশাসন থেকে বরাদ্দ পাওয়া দের হাজার কেজি চাল ও নগদ ১৫ হাজার টাকা বরাদ্ধ পেয়েছি এর সাথে আমার ব্যক্তিগত তহবিল থেকে কিছু টাকা যোগ করে গরীবদের মাঝে আজ ত্রান বিতরণ কাজ শুরু করেছি, যা চলমান থাকবে’। তিনি আরো বলেন, এই ইউনিয়নে ইতিমধ্যে করোনা ভাইরাস মুক্ত থাকতে জন সচেতনতামুলক প্রচার অভিযান, লিফলেট বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান, দুর্যোগকালীণ সময়ের জন্য ইউনিয়ন কমিটি গঠন, স্থানীয় যুবকদের নিয়ে সেচ্ছাসেবী গ্রুপ গঠনসহ নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *