নলছিটিতে তুচ্ছ ঘটনায় গৃহে হামলা:আটক ১

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির নলছিটিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে কথাকাটাকাটির পর বসত গৃহে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে গৃহকর্তা দেলোয়ার হোসেনকে (৫০)। আহত দেলোয়ার হোসেন বর্তমানে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষন (আইসিইউ) ইউনিটে চিকিৎসাধীন আছেন। ২৫ মার্চ বুধবার দুপুরে নলছিটি উপজেলার নাচন মহল ইউনিয়নের ভবানীপুর গ্রামের চাদপুরা এলাকায় ঘটনাটির সুত্রপাত হয়েছে। এলাকাবাসী এবং আহত দেলোয়ারের পরিবার সুত্রে জানাগেছে, দেলোয়ারের স্ত্রী নাছিমা বেগম (৪০) গাছ থেকে পড়া শুকনো পাতা কুড়িয়ে বাড়ির পাশে রাখে। তা দেখে জমি নিয়ে বিরোধ থাকা পাশের বাড়ির শহিদ খান (৪৫) পাতা গুলো আগুনে পুড়িয়ে দেয়। আর তা জিজ্ঞেস করতে গেলে নাছিমাকে গালিগালাজ করে। পরবর্তীতে নাছিমার স্বামী দেলোয়ার বাড়ি এসে কুড়ানো পাতা পুড়িয়ে দেয়ার বিষটি জানতে চাইলে তাকে গালিগালাজ করে ঘর থেকে বের করে দেয় পাশের বাড়ীর মৃত কাছেমের পুত্র শহিদ। কিছুক্ষণ পরেই দুপুর ৩ টার দিকে শহিদ তার স্ত্রী শারমিন বেগম (৪০) এবং তাদের দু’ছেলে রিয়ান (২০) এবং রিমন (১৬) লাঠিসোটা নিয়ে দেলোয়ারের ঘরে এসে এলোপাথারী আঘাত করে। এতে দেলোয়ার এবং তার স্ত্রী নাছিমা আহত হয়। ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেললে দেলোয়ারকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রোগীর অবস্থা আশংকাজনক দেখে তাকে চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। গতকাল ২৬ মার্চ তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। আহত দেলোয়ার হোসেনের গত ৩ দিন যাবৎ জ্ঞান না ফেরায় সেখানকার চিকিৎসকরা তাকে নিবির পর্যবেক্ষন (আইসিইউ) ইউনিটে রেখে চিকিৎসা চালাচ্ছে। এদিকে এই ঘটনায় নলছিটি থানায় অভিযোগ দেয়া হলে ২৭ মার্চ শুক্রবার শহিদকে তার বাড়ি থেকে আটক করেছে পুলিশ। তবে শহিদের স্ত্রী ও দু’ছেলে পলাতক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *