পোনাবালিয়ায় শেষ হলো শিব চতুর্দ্দশীর মেলা

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির পোনাবালীয়ার ঐতিয্যবাহী শিবমন্দিরে গতকাল শনিবার পূন্যার্থীদের শিব দর্শন, মানত অনুযায়ী শিশুদের মাথার চুল ফেলা, ভক্তদের পূণ্যস্নান এবং ভৈরব ত্র্যম্বকেশ্বরের পূজার মধ্যদিয়ে শেষ হলো শিব চতুর্দশীর আনুষ্ঠানিকতা। শুক্রবার থেকেই হাজারো ভক্তদের পদচারনায় মুখরিত ছিলো মন্দির প্রাঙ্গন ও তার আশপাশের এলাকা। শনিবার মেলা পরিদর্শন করেছেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী এবং অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান। শিব চতুর্দ্দশী উপলক্ষে ২১ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যা ৬:১০ মিনিট থেকে শনিবার সন্ধ্যাা ৭:০৮ মিনিট পর্যন্ত দেশ বিদেশের হাজার হাজার পূন্যার্থীরা শিব দর্শন করেছেন। এই মন্দিরটির ইতিহাস খুজে যা পাওয়া যায় তা হলো, তৎকালীণ রাজা দক্ষ মহাশয় যজ্ঞ করার সময় কন্যা সতীকে নিমন্ত্রণ না করায় অপমানিত সতী যজ্ঞস্থলে দেহ ত্যাগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে শিবের স্ত্রী সতীর দেহ মাথায় নিয়ে প্রলয় নাচন শুরু করলে জগৎকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে দেবতা বিষ্ণু চক্রদিয়ে সতীর দেহ ৫১ খন্ড করেদেয়। আর খন্ডিত অংশগুলো যেসব স্থানে পড়েছে তার মধ্যে সুগন্ধা নদীর তীরবর্তী পোনাবালীয়া গ্রাম একটি স্থান। এখানে দেবী সতীর নাসিকা খন্ড পড়েছিল। ফলে অন্যান্য স্থানের মত এ স্থানটিও তীর্থ স্থানে পরিণত হয়। এদিকে মেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক পুুলিশ মোতায়েন ছিলো লক্ষ্যনীয়।এছাড়াও মন্দির ও মেলা প্রাঙ্গন সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষনিক মনিটরিং করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *