ভালবাসা দিবসে পুলিশের অভিযান, ২ ডজন যুগল গ্রেফতার

অনলাইন ডেস্ক:

বিশ্ব ভালবাসা দিবসকে কেন্দ্র করে বিশেষ অভিযান চালিয়েছে ইন্দোনেশিয়ার পুলিশ। দিবসটি উদযাপনের সময় দেশটির পুলিশ অন্তত ২ ডজন যুগলকে গ্রেফতার করেছে। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ইন্দোনেশিয়ার বিভিন্ন শহরে ভালবাসা দিবস পালন নিষিদ্ধ। মাকাসর, দেপক ও আচেহ অঞ্চলে এই দিবস পালন না করতে কড়া নির্দেশ দেয়া হয়।

খবরে বলা হয়েছে, মাকাসরে এদিন হোটেলে অভিযান চালায় পুলিশ, এসময় আপত্তিকর অবস্থায় অন্তত ২ ডজন যুগলকে গ্রেফতার করে।

ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, গ্রেফতারকৃত যুগলদের মধ্যে এক জার্মান তরুণী ছিলেন। তবে তাকে ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া খবরে বলা হয়েছে, আটককৃতদের মধ্যে ৫ জন যৌন কর্মীও ছিলেন।

লোকাল পাবলিক অর্ডার অফিসের প্রধান ইমান বার্তা সংস্থা এএফপি’কে বলেন, আমরা জার্মান তরুণীকে এক মোটেলে তার ইন্দোনেশিয়ার পার্টনারের সঙ্গে গ্রেফতার করি। তারা স্বামী স্ত্রী নয় তাই তাদের আমরা গ্রেফতার করেছি।

এছাড়া তিনি বলেছেন, এসব অসামাজিক কার্যকলাপ অবশ্যই রুখে দিতে হবে।

জানা যায় মাকাসরে খোলামেলা ভাবে কনডম বিক্রি করাও নিষিদ্ধ। অঞ্চলটিতে ১৪ বছরের নিচে কেউ কনডম কিনতে পারে না।

মাকাসরের মেয়র মুহাম্মদ ইকবাল সামাদ বলেন, ভালবাসা দিবস যুবক যুবতীদের আকর্ষণ করে। তাই এমন দিবস আমাদের রুখতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *