মঠবাড়িয়ায় হাজার ফুটের জাতীয় পতাকা হাতে নিয়ে শপথ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২ মার্চ পতাকা দিবস উপলক্ষে এক হাজার ফুট দৈর্ঘের জাতীয় পতাকা প্রদর্শন করা হয়েছে।

মঙ্গলবার মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বিদ্যালয় মাঠে ৯০০ শিক্ষার্থী এ পতাকা প্রদর্শন করে।

পতাকা প্রদর্শনকালে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে শিক্ষার্থীদের জাতীয় পতাকার সম্মান সুরক্ষায় অধ্যক্ষ আলমগীর হোসেন খান শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে সুন্দরবন অঞ্চলের নবম সেক্টরের সাবসেক্টের কমান্ড শরণখোলা অঞ্চল (আসাদ নগর)-এর কমান্ডিং অফিসার মজিবুল হক মজনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন খান, শিক্ষক রোকনুজ্জামান শরীফ, পারভেজ তালুকদার ও নাসরিন আক্তার প্রমুখ।

সরকারি বেতনভুক্ত হওয়ার জন্য বরিশালে ইমামদের মানববন্ধন

সারাদেশের মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি বেতনভুক্ত করণের দাবিতে বরিশাল বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেছেন ইমামরা।

০২ মার্চ মঙ্গলবার দুপুরে স্মারকলিপি পেশ করার পর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে মানববন্ধন করেন জাতীয় ইমাম সমিতি বরিশাল জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

এতে বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতি বরিশাল জেলা শাখার আহবায়ক মাওলানা আবদুল হান্নান খান, যুগ্ম আহবায়ক ডা. হাফেজ আবদুল্লাহ আল মামুন, বরিশাল মহানগর সভাপতি মাওলানা আবদুস সালাম, সেক্রেটারি মাওলানা মো. জাকির হোসেন, সাংগনিক সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা সৈয়দ শফিকুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে জাতীয় ইমাম সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

তারা বলেন, আমরা শুধু মসজিদের ইমাম নই, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নে আমরা সবসময় ভূমিকা রাখছি।

যৌতুক, মাদক ও ইভটিজিংয়ের মত নানা অপরাধমূলক কাজ প্রতিরোধের জন্য আমরা আমাদের খুতবায় জনসচেতনতা বাড়ানোর কাজ করে যাচ্ছি।

কুরআন ও হাদিসের আলোকে মানুষকে সঠিক পথে চলার নির্দেশনা প্রদান করছি। সমাজে আমাদের মূল্যায়ন থাকলেও সরকারিভাবে আমাদের মূল্যায়ন করা হয় না।

এজন্য ইমামরা সরকারিভাবে সম্মানী ভাতা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।

টিকা ছাড়া হজ নয় : সৌদি সরকার

যারা হজ করতে সৌদি আরব যেতে চান, তাদের জন্য করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়া বলেছেন, মহামারি করোনার সময়ে সামনের হজ পালনে ইচ্ছুকদের অবশ্যই করোনার টিকা নিতে হবে। গতকাল সোমবার সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। খবর আরব নিউজের।

আল-রাবিয়া আরও জানান, পবিত্র হজ আয়োজনে এই মহামারির সময়ে সৌদি সরকার সব প্রস্তুতি নিয়েছে। হজ ব্যবস্থাপনার যাতে কোনও ত্রুটি না হয় সেজন্য মদিনার স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় জনবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসের কারণে গত বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ওমরাহ বন্ধ করে দেয় সৌদি আরব সরকার। দীর্ঘ প্রায় ৮ মাস বন্ধ থাকার পর গত বছরের ৪ অক্টোবর থেকে কঠোর নজরদারি ও স্বাস্থ্যবিধি মেনে ফের শুরু হয় ওমরাহ।

বরিশালে সড়কের জমি অধিগ্রহণের দাবিতে মানববন্ধন

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের বরিশাল সদর উপজেলার দিনার থেকে লাহারহাট ফেরীঘাট পর্যন্ত সড়কের জমি অধিগ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার দুর্গাপুর এলাকায় স্থানীয় এলাকাবাসী এবং ক্ষতিগ্রস্ত জমি মালিকদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা কামাল অরুন হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন গোলাম মোস্তফা, কবির হোসেন, আফজাল হোসেন এবং জাকির হোসেনসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, ১৯৯৪-৯৫ সালে জমি অধিগ্রহন না করে বরিশাল-ভোলা মহাসড়কের মাটির কাজ শুরু হলে ক্ষতিগ্রস্ত জমি মালিক রায়পুরা এলাকার বাসিন্দা জনৈক সেকান্দার আলী হাওলাদার জমি অধিগ্রহনের দাবিতে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। জমি অধিগ্রহণের আশ্বাস দিয়ে কর্তৃপক্ষ মামলা তুলে নেওয়ার কথা বললেও জমি অধিগ্রহণ করেনি সড়ক ও জনপথ বিভাগ। এ অবস্থায় ২০২০ সালে মহাসড়কটি সম্প্রসারণের জন্য টেন্ডার আহবান করে সড়ক বিভাগ।

এর প্রেক্ষিতে সড়ক বিভাগের সাথে সংশ্লিষ্ট ১১জনকে বিবাদী করে হাইকোর্টে আবারও রিট করেন ক্ষতিগ্রস্ত জমি মালিকরা। হাইকোর্ট বিবাদীদের জমি অধিগ্রহণ না করার কারণ ব্যাখ্যা চান। কিন্তু বিবাদীরা আদালতে কোন ব্যাখ্যা না দিয়ে নতুন করে মহাসড়কের সম্প্রসারণ কাজ শুরু করে। মানববন্ধনকারীরা দ্রুত সময়ের মধ্যে মহাসড়কের অন্তর্ভুক্ত জমি অধিগ্রহণ করে ক্ষতিগ্রস্ত মালিকদের অর্থ দেয়ার দাবি জানান।

শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ মার্চ পালনের নির্দেশ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ঐতিহাসিক ৭ই মার্চ দিবস’ পালনের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের কেন্দ্রীয় কর্মসূচিতে দেশের বিশ্ববিদ্যালয়সহ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি পালন করতে হবে। তবে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে তা পালন করতে হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ মঙ্গলবার বিভাগীয় উপপরিচালক, সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা/থানা শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এই নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। কেন্দ্রীয় কর্মসূচির আলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
অপরদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও এই নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের তথ্য চেয়েছে সরকার

দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় এবং ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের তথ্য চেয়েছে সরকার। শিক্ষার্থীদের ইউনিক আইডি দিতে এই তথ্য চাওয়া হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের ‘প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্প’ থেকে এ তথ্য চেয়ে আদেশ জারি করা হয়েছে। আদেশে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জরুরি ভিত্তিতে এ তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, ‘প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতায় বাস্তবায়নাধীন প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্পের মাধ্যমে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ডাটা তৈরি, ইউনিক আইডি কার্ড দেওয়া হবে। ইউনিক আইডি কার্ড প্রস্তুত করতে প্রাথমিক পর্যায়ের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় এবং ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের তথ্য প্রয়োজন। এমতাবস্থায় উপজেলাভিত্তিক নির্ধারিত ছক অনুযায়ী জরুরিভিত্তিতে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হলো।’

সারাদেশে মোট ভোটার ১১ কোটি ১৭ লাখ

সারাদেশে মোট ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার ৫ জন। আর নারী ভোটার রয়েছেন ৫ কোটি ৫১ লাখ ২২ হাজার ২২৩ জন।

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় মঙ্গলবার (২ মার্চ) ভোটার তালিকা হালনাগাদের এই তথ্য প্রকাশ করে।

হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে নতুন ভোটারের সংখ্যা বেড়েছে ১৯ লাখ ১৮ হাজার ৫৬ জন। আর তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটারের সংখ্যা ৪৪১ জন। তবে মৃত্যুজনিত কারণে বাদ দেওয়া হয়েছে ১৬ হাজার ৪৯৯ জনের নাম।

কুয়াকাটা সমুদ্র সৈকতের বালু ক্ষয় বন্ধ করতে কাজ শুরু

কুয়াকাটা সৈকতের বালু ক্ষয় রোধসহ প্রতিরক্ষার কাজ শুরু হয়েছে। সৈকতের জিরো পয়েন্ট থেকে দুই দিকে দেড় কিলোমিটার এলাকায় জিও টিউব এবং জিও ব্যাগ দিয়ে এই প্রতিরক্ষার কাজ চলছে।

ইতোমধ্যে প্রায় ৭০০ মিটার এলাকার কাজ সম্পন্ন হয়েছে। কাজটি সম্পন্ন হলে কুয়াকাটা সমুদ্র সৈকতের বালু ক্ষয় বন্ধ হওয়াসহ ঝুঁকিমুক্ত হবে পর্যটনকেন্দ্র কুয়াকাটা।

পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সৈয়দ তারিকুর রহমান তুহিন জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান বিজে জিও টেক্সটাইল লিমিটেড অ্যান্ড আবুল কালাম আযাদ যৌথভাবে এ কাজটি করছে। এ কাজের জন্য প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে তিন কোটি ৬৪ লাখ টাকা।

কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম দিকে ৩০০ মিটার এবং পূর্ব দিকে ১২ শ মিটার দীর্ঘ এই প্রতিরোধ দেয়া হবে। দেড় কিমি সৈকত প্রতিরক্ষায় ৩৫ হাজার ২৫০ কেজি জিও ব্যাগ দরকার হবে। ফলে সাগরের উত্তাল ঢেউ থেকে রক্ষা পাবে সৈকতের বেলাভূমি।

পরীক্ষামূলক এই প্রকল্প বাস্তবে টেকসই হলে গোটা সৈকতে পর্যায়ক্রমে এভাবে প্রতিরক্ষা দেয়া হবে। তবে এই টিউব ও জিও ব্যাগের ওপর দিয়ে জেলেরা প্রতিনিয়ত মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকা ওঠা-নামানোর কাজ করায় বালু বোঝাই জিও টিউব ও ব্যাগ ছিড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

কুয়াকাটা পৌর মেয়র জানান, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে কুয়াকাটার জিরো পয়েন্টসহ আশপাশের এলাকা ঝুঁকিমুক্ত হবে।

কুয়াকাটা বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি সংরক্ষণের জন্য সকল ব্যবস্থা নিব। এটি রক্ষায় সকলের যত্নবান হতে হবে।

গৌরনদীতে জাতীয় ভোটার দিবস উদ্বোধন

জাতীয় ভোটার দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে আলোচনা সভা ও বিভিন্ন সেবা মূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা প্র্রাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাচন অফিসের সম্মুখে নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলাম, উপজেলা খাদ্য পরিদর্শক অশোক কুমার নন্দীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। শেষে জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ড বিতরণ ও নতুন ভোটারদের ভোটার করাসহ বিভিন্ন সেবা মূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ইসিকে অপদস্ত করতে সবই করছেন মাহবুব তালুকদার: সিইসি

নির্বাচন কমিশনকে (ইসি) হেয়, অপদস্ত ও নিচে নামাতে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার যা যা করা দরকার সবই করে চলেছেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

মাহবুব তালুকদার ব্যক্তিগত স্বার্থে ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বর্তমান কমিশনকে হেয় করছেন বলেও মনে করেন সিইসি।

মঙ্গলবার (২ মার্চ) ‘জাতীয় ভোটার দিবস’ উপলক্ষে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কে এম নূরুল হুদা বলেন, মাহবুব তালুকদার সাহেব অভ্যাসগতভাবে সারাজীবন আমাদের এ নির্বাচনে যোগ দেওয়ার পরদিন থেকে যা কিছু ইসির নেগেটিভ দিক, তা পকেট থেকে একটা কাগজ বের করে পাঠ করতেন। আজকে এর ব্যতিক্রম হয়নি।

ভোটার দিবস উপলক্ষ্যেও মাহবুব তালুকদার ‘একটি রাজনৈতিক বক্তব্য’ দিয়েছেন বলে মন্তব্য করেন সিইসি।

তিনি বলেন, দেশের নির্বাচন কমিশনের স্বার্থে তিনি (মাহবুব তালুকদার) কাজ করেন না; ব্যক্তি স্বার্থে ও একটা উদ্দেশ্য সাধন করার জন্য এ কমিশনকে অপদস্ত করার জন্য যতটুকু যা করা দরকার, যখন যতটুকু করা দরকার, ততটুকু করেছেন উনি।

ক্ষোভের সঙ্গে সিইসি বলেন, এ নির্বাচন কমিশনে যোগ দেওয়ার পর যতগুলো সভা হয়েছে, সব সময় মাহবুব তালুকদার ‘একই আচরণ’ করে আসছেন। ভেবেছিলাম ভোটার দিবস হিসেবে তিনি কিছু বলবেন; কিন্তু তিনি রাজনৈতিক বক্তব্য রাখলেন। ইসিকে কতখানি হেয় করা যায়, কতখানি নিচে নামানো যায়, অপদস্ত করা যায় তা তিনি করে চলেছেন।

সিইসি যখন বক্তব্য দিচ্ছিলেন, মাহবুব তালুকদারসহ চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিব, এনআইডি উইংয়ের মহাপরিচালক ও প্রকল্প পরিচালক তখন মঞ্চে বসা। আর নির্বাচন কমিশনের হাজার খানেক কর্মীর সঙ্গ সাংবাদিকরাও মিলনায়তনে উপস্থিত। সবার শেষে বক্তব্য দিতে উঠে সিইসি যখন মাহবুব তালুকদারকে নিয়ে কথা বলছিলেন, তখন এই নির্বাচন কমিশনারও পড়েন অস্বস্তিতে। তবে তিনি মঞ্চ ছেড়ে যাননি।

সিইসির ঠিক আগেই অনুষ্ঠানে নিজের লিখিত বক্তব্য পড়ে শোনান মাহবুব তালুকদার। সেখানে তিনি বরাবরের মতই দেশের নির্বাচন পরিস্থিতি এবং কমিশনের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেন।

‘আমার বক্তব্য’ শিরোনামে ওই লিখিত বক্তব্যে মাহবুব তালুকদার বলেন, এক কেন্দ্রিক স্থানীয় নির্বাচনের তেমন গুরুত্ব নেই। নির্বাচনে মনোনয়ন লাভই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় নির্বাচনেও হানাহানি, মারামারি, কেন্দ্র দখল, ইভিএম ভাঙচুর ইত্যাদি মিলে এখন অনিয়মের মডেল তৈরি হয়েছে। নির্বাচন প্রক্রিয়ার সংস্কার না হলে এখন যে ধরনের নির্বাচন হচ্ছে, তার মান আরও নিম্নগামী হওয়ার আশঙ্কা রয়েছে।

সিইসির অভিযোগ ও বিস্ফোরক মন্তব্যের বিষয়ে অনুষ্ঠানের পর নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।