বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর মোঃ হানিফ আর নেই

দক্ষিন বাংলার শিক্ষা আন্দোলনের অগ্রপথিক।বরেন্য শিক্ষাবিদ,আধুনিক সরকারি ব্রজমোহন কলেজের রুপকার,ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতিয় বিশ্ববিদ্যলয়ের সাবেক সিনেট সদস্য,বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য,যশোর বোর্ডের সাবেক চেয়ারম্যান, বরিশাল শিক্ষা বোর্ডের বোর্ড সদস্য সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ও সরকারি ব্রজমোহন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হানিফ এন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহ ——–রাজেউন। তিনি গতকাল রাত ১০টা ১৫মিঃ ঢাকার ইবনে সিনা হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় এন্তাকাল করেন। বরিশালে এ খবর পৌছালে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।শোকে শোকে শোকাতুর ও শোকাবহ হয়ে উঠে সামাজিক যোগাযোগ মাধ্যম। আজ আসর বাদ সরকারি বিএম কলেজে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

পিরোজপুর জেলার জন্মদিন পালিত

পিরোজপুর ॥ নানা আয়োজনে পিরোজপুর জেলার জন্মদিন উপলক্ষে পিরোজপুর দিবস পালিত হয়েছে।

সোমবার সকালে দি গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের আয়োজনে জেলা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালীটি টাউন ক্লাব মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে একটি আলোচনা সভায় মিলিত হয়।

সভায় পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলীসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এসময় জেলার বিভিন্ন রাজনৈতিক, সামজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য পিরোজপুর জেলা ১৯৮৪ সালের ১মার্চ প্রতিষ্ঠা হয়। জেলার আয়তন ১২৭৭.৮০ বর্গ কিমি/৪৯৩.৩৬ বর্গ মাইল (বিবিএস জরিপ ২০১১)।

জেলার লোকসংখ্যা ১১.১০ লক্ষ (বিবিএস জরিপ ২০১১) পুরুষ ৫.৫ লক্ষ (বিবিএস জরিপ ২০১১), মহিলা ৫.৬ লক্ষ (বিবিএস জরিপ ২০১১), জনসংখ্যা বৃদ্ধির হার ০.০২% (বিবিএস জরিপ ২০১১), পরিবার সংখ্যা ২৫৬০০২ টি (বিবিএস জরিপ ২০১১), জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমি) ৮৭১ জন (বিবিএস জরিপ ২০১১), উপজেলার সংখ্যা ৭টি। থানার সংখ্যা ৭টি, ৩টি পৌরসভা।

ইউনিয়ন ৫২টি, গ্রাম ৬৪৮টি। মোট জমির পরিমান (একরে) ৩৬২৪২৮ একর কৃষি ২১২৬১০ একর, অকৃষি ১৪৯৮১৪ একর, মোট খাস জমির পরিমান (একরে) ৫৮৭২ একর। প্রধান শস্য/ফসল ধান, সুপারি, পান, নারিকেল, পেয়ারা। বনাঞ্চল সংরক্ষিত বনভূমির পরিমান ৮.৫৫ বর্গ কিমি (বিবিএস জরিপ ২০১১), স্ট্রিপ বনায়ন ১৩৭৮ কিমি।

 

প্রধান নদ নদী দামোদর, কচা, বলেশ্বর, সন্ধ্যা, কালিগংগা, পোনা, গাবখান। যার আয়তন ১০৫.৯৮ বর্গ কিমি (বিবিএস জরিপ ২০১১), যোগাযোগ ব্যাবস্থায় রয়েছে রাস্তার দৈর্ঘ্য ৪০৮৯.১৯ কিমি (বিবিএস জরিপ ২০১১)।

খুলনা থেকে পিরোজপুরের দূরত্ব ৫৫ কিমি, বরিশাল থেকে দূরত্ব ৫০ কিমি, ঢাকা থেকে দূরত্ব ১৮৪ কিমি, ঢাকা থেকে দূরত্ব (জলপথে) ২৫৯ কিমি, যা সড়ক ও জলপথ সম্ভব।

পিরোজপুর জেলায় মহাবিদ্যালয় ৪০ টি (বিবিএস জরিপ ২০১১), মাধ্যমিক বিদ্যালয় ২৬৯ টি (বিবিএস জরিপ ২০১১), প্রাথমিক বিদ্যালয় ৯৫৫ টি (বিবিএস জরিপ ২০১১), কারিগরি প্রতিষ্ঠান ১২ টি (বিবিএস জরিপ ২০১১), মাদ্রাসা ৩৮৮ টি (বিবিএস জরিপ ২০১১), জেলায় শিক্ষার হার ৬৪.৯% (বিবিএস জরিপ ২০১১), পুরুষ ৬৫.০০ % (বিবিএস জরিপ ২০১১), মহিলা ৬৪.৭% (বিবিএস জরিপ ২০১১)।

জেলায় মোট ব্যাংক (শাখা) ৬০ টি (বিবিএস জরিপ ২০১১), চিকিৎসালয় রয়েছে আধুনিক হাসপাতাল ১টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৬টি। খাদ্য গুদাম ৩০ টি যার ধারণ ক্ষমতা ১৬০০০ মেঃটন, স্টেডিয়াম ১ টি, সরকারি শিশু সদন ১ টি, উল্লেখযোগ্য নদী বন্দর ৮ টি।

 

জেলার দর্শনীয় স্থান গুলোর মধ্যে রয়েছে বলেশ্বর ব্রীজ, ইন্দুরকানি ব্রীজ, মঠবাড়ীয়ার মাঝের চর, সাপলেজা কুঠি বাড়ি ও মমিন মসজিদ, শামীম লজ, রায়েরকাঠী জমিদার বাড়ী ও শিব মন্দির, হুলারহাট লঞ্চঘাট, নাজিরপুরের ফ্লোটিং গার্ডেন ও প্রনব মঠ, নেছারাবাদের পেয়ারা বাগান, কাঠমহল,

শর্ষিণার প্রখ্যাত পীর হজরত নেছার উদ্দিন (রহঃ) এর মাজার, পাড়েরহাট মৎস্য বন্দর, কবি আহসান হাবিবের বাড়ি, পাড়েরহাট আবাসন প্রকল্প, শের-ই-বাংলার জন্ম স্থান (নানা বাড়ি)। জেলার ডাকঘর সংখ্যা ১০৩ টি (বিবিএস জরিপ ২০১১)।

এন,জি,ও ১১০ টি (বিবিএস জরিপ ২০১১)। জেলায় ধর্মীয় প্রতিষ্ঠান ৪১৩৮ টি, মসজিদ ৩০৮৭ টি (বিবিএস জরিপ ২০১১) ও মন্দির ১০৫১ টি (বিবিএস জরিপ ২০১১)।

পিরোজপুরের গৌরবময় কুটির শিল্প শহরের পাল সম্প্রদায়ের গড়া মূর্তি, কাউখালী উপজেলার শীতল পাটি, স্বরূপকাঠী উপজেলার নারিকেলের ছোবড়া থেকে তৈরী পাপোস।

আশ্রায়ণ প্রকল্প/আবাসন প্রকল্প ১৪ টি ও আদর্শ গ্রাম ১৯ টি, জেলায় ১ টি বিসিক শিল্প নগরী, যেহেতু বৃহৎ শিল্প নাই (বিবিএস জরিপ ২০১১)।

মাঝারি শিল্প ১০ টি, ক্ষুদ্র ও কুটির শিল্প ৩০৬২ টি (বিবিএস জরিপ ২০১১), কর্মসংস্থান ১ লক্ষ প্রায়। জেলায় অবতরন কেন্দ্র ১ টি, জেলেদের সংখ্যা ৩৭,০০, প্রায় দৈনিক মৎস্য আহরণ ৭-১০ টন চাহিদা, ঘাটতি ২০%ঘেরের সংখ্যা ৫,৫০০ টি প্রায়।

 

 

জেলায় পশু সম্পদের মধ্যে কৃত্রিম প্রজনন কেন্দ্র ১৩টি, গবাদি পশুর সংখ্যা ৩,১৯,৭৫৬ টি প্রায়, খামারের সংখ্যা ৩০৪ টি, হাঁস-মুরগির সংখ্যা ৩০,৭৪,৬৭৫টি প্রায়, হাঁস মুরগির খামার ৫২৩ টি, বাৎসরিক ডিম উৎপাদন ১১,৯৩,০০,০০০ টি, বাৎসরিক মাংস উৎপাদন ২৩২০ মেট্রিক টন, চাহিদা ঘাটতি ২০%।

পর্যটন শিল্পের মধ্যে রয়েছে মঠবাড়ীয়ার মাঝের চর, সাপলেজা কুঠি বাড়ি ও মমিন মসজিদ, শামীম লজ, রায়েরকাঠী জমিদার বাড়ী ও শিব মন্দির, নাজিরপুরের ফ্লোটিং গার্ডেন ও প্রনব মঠ, নেছারাবাদের পেয়ারা বাগান, কাঠমহল, শর্ষিণার প্রখ্যাত পীর হজরত নেছার উদ্দিন (রহঃ) এর মাজার, পাড়েরটাহ মৎস্য বন্দর, কবি আহসান হাবিবের বাড়ি, শের-এ বাংলার জন্ম স্থান (নানা বাড়ি)।

 

 

জেলার সাংস্কৃতির তালিকায় রয়েছে থিয়েটার, যাত্রা, কবিগান, জারিগান, নৌকাবাইচ, গ্রামীণ মেলা, লাঠিখেলা, বহুরূপির খেলা, নাটক, সংগীত, নৃত্য, বিয়ের সয়লা উল্লেযোগ্য।

জেলার শিল্পকলা একাডেমী ০২ টি ও বিশিষ্ট অভিনেতা নুরুল ইসলাম, সওকত, আসাদুজ্জামান, শংকর শাওজাল, সর্বানী সাহা, রুমা, অমর সাহা, খান দেলোয়ার প্রমুখ। সংগীত শিল্পী খালিদ হাসান মিলু, ক্ষমাদাস গুপ্তা, আঃ করিম প্রমুখ।

বিশিষ্ট কবি ও সাহিত্যিক আঃ গনি, আহসান হাবিব, খান মোসলেহ্ উদ্দিন, সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, এম.এ বারী, কাজী নুরুল হক, কথাসাহিত্যিক মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।

বিশিষ্ট সাংবাদিক তোফাজ্জেল হোসেন মানিক মিয়া, আমীর খসরু প্রমুখ। প্রচলিত খেলা এ্যাথলেটিকস্, হাডুডু, ফুটবল, ক্রিকেট, ভলিবল ইত্যাদি।

বিশিষ্ট খেলোয়াড় কবির, নান্না, আব্দুস ছালাম মধু, আঃ মান্নান, আনসার সিকদার, নিলুফা, তানিয়া, এমিলি, এমেকা, রতন, জাকির হোসেন চুন্নু প্রমুখ।

 

মহান মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টর আওতায় ছিল পিরোজপুর জেলা। সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মেজর এম.এ জলিল, সাব-সেক্টর কমান্ডার মেজর (অব:) জিয়াউদ্দিন আহম্মেদ।

জেলায় স্মৃতিস্তম্ভের সংখ্যা ৯ টি, মুক্তিযোদ্ধার সংখ্যা ২৬৬০ জন প্রায়, আর শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা ৬১ জন (জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার)।

 

উল্লেখযোগ্য শহীদ মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক (এস.ডি.ও), ফয়জুর রহমান আহমেদ (এস.ডি.পি.ও), হীরেন্দ্র মহাজন, ফজলুল হক খোকন, সাইফ মিজানুর রহমান (ম্যাজিস্ট্রেট), ওমর ফারুক (সভাপতি মহকুমা ছাত্রলীগ),

ভাগিরথী সাহা, সামছুল হক, ড. আবুল খায়ের, গণপতি হালদার, শ্রী ললীত কুমার বল, ড. জোতির্ময় গুহঠাকুরতা, জহিরুদ্দিন বাহাদুর প্রমুখ। বিশিষ্ট মুক্তিযোদ্ধা (জীবিত) এ. কে. এম. এ. আউয়াল, মেজর (অব:) জিয়াউদ্দিন আহম্মেদ (মৃত),

এ্যাড: এম,এ মান্নান (মৃত), গৌতম রায় চৌধুরী (জীবিত), এম,এ রববানী ফিরোজ (জীবিত) প্রমুখ।

জেলায় মুক্তিফৌজ গঠন কার হয় ২৭ মার্চ ১৯৭১ বিকাল ৪ টায়, পিরোজপুর সরকারি হাইস্কুল মাঠে (বর্তমান নাম সরকারী বালক উচ্চ বিদ্যালয়)। পিরোজপুর অস্ত্রাগার লুণ্ঠন হয় ১৯৭১ সালের ১৯ মে।

আর সর্বশেষ পিরোজপুর জেলা শত্রুমুক্ত হয় ৮ ডিসেম্বর ১৯৭১। তাই প্রতি বছর ৮ ডিসেম্বরকে পিরোজপুর হানাদার মুক্ত দিবস হিসেবে পালন করা হয়।

বরিশালে গাঁজাসহ ২ জন আটক

বরিশাল মেট্টোপলিটন পুলিশের বন্দরথানায় গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে। বন্দর থানার এস আই সামসুল ইসলাম ও এএসআই সুমন হাওলাদারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের দিনার পোল পেট্টোল পাম্পে পিছন থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ নাম বাপ্পি ও শহিদুল নামের ২ জনকে আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

এবিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার জানান, মাদকের সাথে পুলিশের কোন আপোষ নাই।

আমরা প্রতিনিয়তই অভিযান পরিচালনা করে থাকি। এখন সমাজ থেকে মাদক নির্মূল করাই আমাদের লক্ষ্য।

বরিশালে নতুন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নির্দেশে নগরীর ২৩নং ওয়ার্ডে নতুন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচীর শুভ উদ্ধোধন করেন ওয়ার্ড আ’লীগের সভাপতি মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এমরান চৌধুরী জামাল।

সোমবার (১ মার্চ) সকাল ১০টা সময় সাগরদী দরগাহ বাড়ী স্কুলে স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সে-সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ইউনুস হাওলাদার,আকবার হোসেন পলাশ, মিঠু,রাসেল খান তুহিন, সেলিম চৌধুরী সহ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা ৷

আমতলীতে আ’লীগের দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ ॥ আহত ১১

আমতলী প্রতিনিধি ॥ সোমবার দুপুরে আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পৌর মেয়র ও বরগুনা জেলা আওয়ামীলীগের সদস্য ও আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যানের কর্মী ও সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

এতে ৭টি মোটর সাইকেল ভাংচুর ও প্রতিপক্ষের হামলায় ১১ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২ জনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আইন শৃংখলা রক্ষায় শহর জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জানাগেছে, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সদস্য গোলাম ছরোয়ার ফোরকানকে ঋণ খেলাপীর অভিযোগে গত ১৭ ফেব্রুয়ারী বরগুনা জেলা যুগ্ম জজ প্রথম আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনালে বিচারক আল মামুন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে প্রতিদ্বন্ধি প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজুকে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিজয়ী ঘোষনা করে নির্বাচন কমিশনকে ১৫ কার্যদিবসের মধ্যে গেজেটভুক্ত করার আদেশ দেন।

এ আদেশের বিরুদ্ধে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ছরোয়ার ফোরকান রবিবার বরগুনা জেলা ও দায়রা জজ আদালত এবং নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে আপিল করেন।

আদালতের বিচারক মো. হাসানুল ইসলাম মামলাটি আমলে নিয়ে তাকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে ও প্রতিদ্বন্ধি প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজুকে চেয়ারম্যান ঘোষনা করে গেজেটভুক্তির যে রায় দিয়েছিলেন তা স্থগিত করে দেন।

রায়ে স্থগিত হওয়ায় উপজেলা চেয়ারম্যানেরন কর্মী সমর্থকরা উচ্ছাসিত হয়। সোমবার সকাল ১১ টার দিকে তার সমর্থকরা মোটর সাইকেল শোভাযাত্রা করে ফোরকানকে আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিয়ে আসে এবং সংবর্ধনার আয়োজন করে।

ওই সংবর্ধনায় কয়েক হাজার নেতা-কর্মী ও কর্মী সমর্থকরা অংশ নেয়। এ দিকে উপজেলা চেয়ারম্যানের এ সংবর্ধনাকে প্রতিহত করতে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানের নেতৃত্বে অন্তত পাঁচ শতাধিক নেতা-কর্মী ও সমর্থকরা এসে উপজেলা কম্পাউন্ডের মধ্যে সকাল ১০ টার দিকে অবস্থান নেয়।

উপজেলা চেয়ারম্যান ও তার সমর্থকরা ইউএনও অফিসের সম্মুখে এবং চেয়ারম্যানের অফিস ও ইউএনও অফিসের দোতালায় অবস্থান নেয় এবং সাধারণ সম্পাদক পৌর মেয়রের সমর্থকরা স্মৃতিস্তস্তের পাদদেশে অবস্থান নেয়।

এ সময় দু’পক্ষের কর্মী-সমর্থকরা বিভিন্ন ধরনের উস্কানী মূলক শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

পুলিশ উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে তাৎক্ষনিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এক পর্যায়ে পুলিশ উভয় পক্ষকে উপজেলা পরিষদ কম্পাউন্ডের মধ্যে থেকে সরিয়ে পরিস্থিতি শান্ত করে।

আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. মতিয়ার রহমান ফোরকান মিয়ার সংবর্ধনা সভা পন্ড করার কথা অস্বীকার করে বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফোরকান মিয়া পটুয়াখালী থেকে তার ভাই যুবদলের সভাপতির মনিরুজ্জামান লিটনের নেতৃত্বে আমতলীতে কয়েকশ সন্ত্রাসী বাহিনী নিয়ে আমতলী এসে আওয়ামীলীগের কর্মী সমর্থকদের উপর হামলা ও আমতলীতে নৈরাজ্য সৃষ্টি করে।

আমি এটা প্রতিরোধ করেছি। এছাড়া ফোরকানের কর্মী সমর্থকরা আমার কর্মী সমর্থকদের উপর হামলা করে।

হামলা ৬ জন কর্মী আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আমি উভয় পক্ষকে শান্ত রাখার জন্য উপজেলা পরিষদের সামনে গিয়েছিলাম।

আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেজন্য পুলিশকে সহযোগিতা করেছি।

আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান অভিযোগ করে বলেন, আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমানের সন্ত্রাসী কর্মী সমর্থকরা পৌরসভার সামনে দিয়ে আমার কর্মী সমর্থকরা বাড়ী ফিরে যাওয়ার সময় তাদের উপর হামলা করে।

হামলায় ৫ জন আহত হয়েছে এর মধ্যে জাহাঙ্গীর (২৫) ও সিরাজ (৫০) আহত হয়েছে। তাদেরকে প্রথমে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থা গুরুতর হওয়ায় দুপুর ২টায় তাদেরকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এছাড়া তারা আমাদের ৭টি মোটর সাইকেল ভাংচুর করেছে। তিনি আরো বলেন, আমার সংবর্ধনা অনুষ্ঠানকে পন্ড করার জন্য মতিয়ার রহমান সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে গন্ডগোল করেছে।

তারতো এখানে কোন কাজ ছিল না। তিনি মতিয়ার রহমানের অভিযোগ অস্বীকার করে বলেন, আমার সাথে বিএনপি এবং সন্ত্রাসী কোন বাহিনী ছিল না।

যারা ছিল সবাই আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের কর্ম সমর্থক ছিল। আওয়ামীলীগের লোক কখনো সন্ত্রসী হয় না। তিনি হামলার বিচার দাবী করেন।

আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, পুলিশের কঠোর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা সম্ভব হয়েছে।

বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হামলায় আহত হওয়ার বিষয়টি আমার জানা নেই। কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার এসএম তারেক রহমান বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সজাগ রয়েছে।

আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে ছিল। তিনি আরো বলেন, পরিস্থিতি রক্ষায় শহর জুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আমি শিক্ষক রাজনীতির চরম শিকার: সামিয়া রহমান

নিজেকে প্রতিহিংসা আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতির নোংরামির শিকার বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সামিয়া রহমান।

সোমবার (০১ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

সামিয়া রহমান বলেন, তদন্ত কমিটি শুরু থেকে প্রতিহিংসাপরায়ণ। দীর্ঘ চার বছর তারা তদন্ত ঝুলিয়ে রেখেছিলেন। প্রতিটি মিটিংয়ের পর যেচে পড়ে তদন্ত কমিটির দুই-তিনজন সদস্য সাংবাদিকদের ডেকে আমার বিরুদ্ধে বিষাদগার করেছেন তদন্ত শেষ হওয়ার আগেই। তদন্ত শেষ হওয়ার আগেই আমার বিরুদ্ধে রায় তারা তৈরি করে রাখেন।

তিনি বলেন, ঘটনাটি প্রথম জানতে পারি ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. ফরিদউদ্দীনের ফোন কলের মাধ্যমে। এই বিতর্কিত নিবন্ধনটি আমার লেখা নয়। নিবন্ধনটি প্রকাশনার জন্য আমি জমা দেইনি। রিভিউয়ারের রিপোর্টে সম্পাদনা পরিষদ থেকে আমার কাছে কখনই পাঠানো হয়নি এবং কোনো অ্যাকসেপটেন্স লেটারও আমার বরাবরে পাঠানো হয়নি।  ‘বিতর্কিত নিবন্ধটি যেহেতু আমি জমা দেইনি, সেহেতু জমা দেওয়া থেকে ছাপানো পর্যন্ত আমার কোনো দালিলিক সম্পৃক্ততা তদন্ত কমিটি এবং ট্রাইব্যুনালও খুঁজে পায়নি। আমি মারজানকে একটি আইডিয়া পাঠিয়েছিলাম মাত্র। ’

ঘটনার বিবরণ উল্লেখ করে তিনি বলেন, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে ঢাবি থেকে আমার নামে অভিযোগ আসে যে, ২০১৬ সালের ডিসেম্বরে সোশ্যাল সাইন্স জার্নালে আমার আর সৈয়দ মাহফুজুল হক মারজানের নামে প্রকাশিত ‘A New Dimension in Colonialism and Pop Culture: A Case Study of the Cultural Imperialism’ প্রবন্ধটি শিকাগো জার্নালে প্রকাশিত মিশেল ফুকোর ‘The Subject and Power’ রচিত কিছু অংশ প্লেজারিজম করার। সেই জার্নালের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিসটেন্ট অ্যালেক্স মার্টিন আমার বিরুদ্ধে অভিযোগ করার পরিপ্রেক্ষিতে ঢাবি সিন্ডিকেট ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর একটি তদন্ত কমিটি গঠন করে। শিকাগো জার্নালের যে চিঠির ভিত্তিতে আমার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে, দীর্ঘ ৪ বছর ধরে মিডিয়া ট্রায়াল করে ঢাবি আমাকে শাস্তির সুপারিশ করেছে, ডিমোশন দিয়েছে, সেই চিঠিটিই আদতে সম্পূর্ণ মিথ্যা, ভুয়া, বানোয়াট। শিকাগো জার্নাল থেকে আমার বিরুদ্ধে অভিযোগ করে এই ধরনের কোনো চিঠি ঢাবিকে আজ পর্যন্ত পাঠানো হয়নি। অ্যালেক্স মার্টিন বলেও শিকাগো জার্নালে কেউ কখনো কাজ করেনি। এমন কি শিকাগো ইউনিভার্সিটি এবং শিকাগো প্রেসেও অ্যালেক্স মার্টিন বলে কেউ নেই।   শিকাগো জার্নালের এডিটর ক্রেইগ ওয়াকার নিজে জানিয়েছেন অ্যালেক্স মার্টিন বলে কেউ কখনো শিকাগো জার্নালে কেউ ছিল না, কেউ নেই।

চার বছর ধরে তার নিশ্চুপ থাকার কারণ ব্যাখা করে তিনি বলেন, গত চার বছর ধরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের চাপে ও তদন্তাধীন বিষয় বলে মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম। তার সুযোগে ষড়যন্ত্রকারীরা দিনের পর দিন প্রপাগাণ্ডা চালিয়েছে আমার বিরুদ্ধে। অবশ্যই বাংলাদেশের আদালতের ওপর সম্পূর্ণ আস্থা রেখে আদালতেই যাচ্ছি। যে লেখাটি আমি লিখিনি, জমা দেইনি, (আইডিয়া দেওয়া আর গবেষণা এক বিষয় নয়) ডিন অফিসে আমার কাছ থেকে লেখার কোনো হার্ড বা সফট কপি জমা দেওয়ার কোনো প্রমাণ তদন্ত কমিটি, ট্রাইব্যুনাল পর্যন্ত পায়নি, রিভিউয়ারের কপিও আমার কাছে আসেনি।

মারজান তদন্ত কমিটির কাছে লিখিতভাবে স্বীকার করেছেন যে, তিনি জমা দিয়েছেন, রিভিউয়ারের কপিও তিনি নিয়েছিলেন এবং এটি তার অনভিজ্ঞতাবশত ও অনিচ্ছাকৃত ভুল, অথচ তদন্ত কমিটি বলছে দালিলিক প্রমাণ নাকি অস্পষ্ট কে জমা দিয়েছেন! মারজান নিজে তদন্ত কমিটির কাছে জমা দেওয়া ও রিভিউ করার কথা লিখিতভাবে বলার পরও কেন দালিলিক প্রমাণ অস্পষ্ট বলে তদন্ত কমিটি? এ সংক্রান্ত প্রমাণস্বরূপ মারজানকে দেওয়া আমার মেইল পর্যন্ত তদন্ত কমিটির কাছে জমা দেওয়া হয়েছিল। তদন্ত কমিটি সেক্ষেত্রেও নিশ্চুপ থেকেছে। কারণ উদ্দেশ্য আমাকে শাস্তি দেওয়া।

নিজের পরবর্তী পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অভিভাবক চ্যান্সেলর ও রাষ্ট্রপতির কাছে আমাদের আবেদন, তিনি যেন প্রকৃত সত্য উৎঘাটনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেন। আমার বিশ্বাস তিনি নির্দেশ দিলে সত্যি ঘটনা, ষড়যন্ত্র সব প্রকাশিত হবে। একইসঙ্গে আমি একটি আইনি পদক্ষেপের মধ্যেও রয়েছি।

সংবাদ সম্মেলনে সামিয়া রহমানের সঙ্গে আরও উপস্থিতি ছিলেন ব্যারিস্টার ড. তুরিন আফরোজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ প্রমুখ।

বরিশালে পতাকা মিছিল অনুষ্ঠিত

সম্প্রীতির স্বদেশ আকাঙ্খা নিয়ে অর্ধ-শতাব্দী পূর্বে স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হলেও আজ অর্জিত স্বাধীনতার চেতনাকে হারাতে বসেছে। বাড়ছে ধনী-দারিদ্রের বৈষম্য, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, দুর্নীতি লুটেরা শ্রেণির প্রভাবে স্বাধীনতার চেতনা, মূল্যবোধ ও স্থিতিশীলতা তলানিতে গিয়ে ঠেকেছে।

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সোমবার (১ মার্চ) দেশব্যাপী জাতীয় পতাকা মিছিলসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা।

সোমবার (০১ মার্চ) সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলা কমিটি আয়োজিত নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন অধ্যাপক টুনু রানি কর্মকার।

বক্তারা আরও বলেন, কালো টাকার প্রভাবে গণতন্ত্র নীতিহীন হয়ে পড়েছে। আদর্শচ্যুত হয়ে যাচ্ছে সমাজ ব্যবস্থা। তাই গণতন্ত্রমনা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শ্রমিক, কৃষকসহ সকল শ্রেণির মানুষকে সোচ্চার হতে হবে। অন্যথায় মাহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনা ভূলুন্ঠিত হয়ে যাবে।

বরিশাল নদী-খাল বাঁচাও আন্দোলনের সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিবলুর সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন, অধ্যক্ষ মোতালেব হাওলাদার, অধ্যাপক নজরুল হক নিলু, অধ্যক্ষ মিজানুর রহমার, অধ্যক্ষ বিরেন রায়, শিবানী চৌধুরী, সামসুল আলম সবুজ প্রমুখ।

মানববন্ধন থেকে মানবতাবিরোধী অপরাধের দায়ে পাকিস্তানকে ক্ষমা চাওয়া, গণমাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা অটুট রাখা, স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখা, সংখ্যালঘু নিপিড়ন বন্ধ করা, সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত করা, ঘুষ, দুর্নীতি, লুটপাট, অর্থপাচাররে বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানানো হয়।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: বিএনপির উদ্বোধনী অনুষ্ঠান চলছে

বছরব্যাপী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

সোমবার (১ মার্চ) বিকেল ৩টায় রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উদযাপন কমিটির সদস্য সচিব আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, মেজর (অব.) হাফিজ উদ্দিন, অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, ডা. জেড জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আবদীন ফারুক, ডা. সিরাজউদ্দীন আহমেদ, আহমেদ আযম খান, ভিপি জয়নাল আবেদীন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন,  মজিবর রহমান সরোয়ার, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ২০ দলীয় জোটের নেতা মোস্তফা জামাল হায়দার, খন্দকার লুৎফর রহমান, মোস্তাফিজুর রহমান ইরান, সৈয়দ এহসানুল হুদা, শাহাদাত হোসেন সেলিম, আহমেদ আবদুল কাইউম, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।  স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপনে আগামী ৩০ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে ‘সুবর্ণজয়ন্তী’ মহাসমাবেশ করবে বিএনপি। এ ছাড়াও বছরব্যাপী নানা ধরনের কর্মসূচিতে বাংলাদেশের ৫০ বছর পূর্তি উদযাপন করবে দলটি।

গত ২৪ ফেব্রুয়ারি ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এক মাসের কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করবে বছর জুড়েই। প্রতি মাস শেষ হওয়ার আগেই পরের মাসের কর্মসূচি ঘোষণা করা হবে।

ঘোষিত এক মাসের কর্মসূচির মধ্যে রয়েছে- ২ মার্চ ছাত্র সমাজ কর্তৃক স্বাধীনতার পতাকা উত্তোলন শীর্ষক আলোচনা সভা, ৩ মার্চ  ছাত্র সমাজ কর্তৃক স্বাধীনতার ইশতেহার পাঠ শীর্ষক আলোচনা সভা। ৭ মার্চ আলোচনা সভা, ৮ মার্চ বিশ্ব নারী দিবস পালন, ৯ মার্চ সেমিনার, ১০ মার্চ রচনা প্রতিযোগিতা, ১৩ মার্চ বছরব্যাপী রক্তদান কর্মসূচির উদ্বোধন। ১৫ মার্চ চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ২০ মার্চ আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ক সেমিনার, ২২ মার্চ হবে স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধ, জেড ফোর্স এবং বীর উত্তম জিয়াউর রহমান শীর্ষক সেমিনার।

২৩ মার্চ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য মেলা, ২৪ মার্চ নির্বাচিত বিএনপি সরকারকে ক্ষমতাচ্যুত করে স্বৈরাচারি এরশাদের জোরপূর্বক ক্ষমতা দখল শীর্ষক সেমিনার, ২৫ মার্চ কাল রাত্রি শীর্ষক আলোচনা সভা করা হবে।

২৬ মার্চ স্বাধীনতা দিবসে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাভারে জাতীয় স্মৃতি সৌধ ও শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা অর্জন, রক্তদান কর্মসূচি, সারাদেশে শোভাযাত্রা করা হবে।

২৭ মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র ও বগুড়ায় বাগবাড়ি গমন এবং দুই স্থানে আলোচনা সভা, ২৮ মার্চ মুক্তিযোদ্ধা সংবর্ধনা, ৩০ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ ও ৩১ মার্চ মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্রাঙ্কন প্রদর্শনীর উদ্বোধন।

বিমা সেবায় গ্রাহকের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী

ঢাকা: গ্রাহকের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিমা সেবাকে মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, বিমা মূলত একটি সেবামূলক পেশা, বিমা সেবাকে জনপ্রিয় করে মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে সরকারি ও বেসরকারি বিমা প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে।

গ্রাহকের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিমা কোম্পানিগুলোকে বিমার সেবা দিতে হবে।

সোমবার (১ মার্চ) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় বিমা দিবস-২০২১ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি আরও বলেন, এ বিষয়ে একটা কথা আমি বলতে চাই, যারা বিমার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, তাদের একটি বিষয়ে একটু সতর্ক থাকা উচিত। ব্যবসা করতে যেয়ে তারা বিমা করছেন কিন্তু অনেক সময় কোনো ক্ষতি না হলেও নিজেরা, আমি বলবো যে আর্টিফিসিয়ালি কিছু ক্ষতি করে- যেমন কোথাও আগুন লাগালো বা কোথাও একটা ঘটনা ঘটালো, করে একটা মোটা অংকের বিমার প্রিমিয়াম থেকে টাকা চায়। আসলে যদি খোঁজ করে দেখা যায়, যে পরিমাণ অর্থ দাবি করছে, সেই পরিমাণ খরচ হয়নি। কিন্তু যারা পরীক্ষা করতে যাবে, তাদেরও আপনাদের ভালোভাবে শিক্ষা দিতে হবে। তারা যেনো আবার অন্য কোনোভাবে অল্প ক্ষতিকে বড় ক্ষতি হিসেবে না দেখায়। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। কয়েকটি বিষয় আমি হাতেনাতে ধরতে পেরেছি বলে আপনাদের সামনে বললাম। কাজেই এখানেও যে দুর্নীতিটা হয়, সেটাও কিন্তু দেখতে হবে। এখন অনেক কমে গেছে, বন্ধ হয়ে গেছে। কিন্তু এ ব্যাপারে আরও সতর্ক থাকতে হবে সবাইকে। সেই বিষয়টাও আপনারা লক্ষ্য রাখবেন বলে আশা করি।

অর্থনীতি যত বেশি শক্তিশালী হবে, বিস্তৃত হবে, মানুষ সচেতন হবে, বিমার গুরুত্বটাও কিন্তু ততটা বাড়বে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ বিমা থেকে যে সুফলটা পেতে পারে মানুষ এই সম্পর্কে আমাদের সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। আমি আশা করি যে আপনারা যারা বিমার সঙ্গে জড়িত, তারা উদ্যোগ নেবেন মানুষের মধ্যে সচেতনতাটা বাড়াতে।

বিমা শিল্পে বঙ্গবন্ধুর পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমি ধন্যবাদ জানাই ১ মার্চকে বিমা দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্তের জন্য। ১৯৫৯ সালের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি নিয়েছিলেন। স্বাধীনতার পর তিনি বিমা শিল্পের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতেই গঠিত হয় ইন্স্যুরেন্স একাডেমি। বিমা শিল্পের প্রসারে প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্যই তিনি এ একাডেমি গঠন করেন, যা আমাদের দেশে বিমা শিল্পের প্রসার ঘটানোর জন্য এখনও কার্যকর রয়েছে। একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলতে তিনি মাত্র সাড়ে তিন বছর সময় পান। একটা শূন্য থেকে তিনি শুরু করেন। একটি রাষ্ট্র গঠনে যা যা প্রয়োজনীয়, তিনি করে গিয়েছেন। প্রতিটি প্রতিষ্ঠানের ভিত্তি তিনি তৈরি করে দিয়ে যান এবং অর্থনৈতিক অগ্রগতিও বাংলাদেশ শুরু করে। দেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরে আসে, মানুষ যখন যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে ওঠে, ঠিক সেই সময়ে আসে চরম আঘাত- ১৯৭৫ এর ১৫ আগস্ট।

বিমা শিল্পের উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমরা পুরনো বিমা আইন যেটা ১৯৩৮ সালের ছিল আমরা সেটা রহিত করে দিয়ে ২০১০ সালে নতুন আইন প্রণয়ন করি। আমরা সময় উপযোগী বিমা আইন প্রণয়ন করি। তৎকালীন বিমা অধিদপ্তর করে বিলুপ্ত করে দিয়ে বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করা হয়, যাতে এটা আরও শক্তিশালী হয়। জাতীয় বিমা নীতি ২০১৪ আমরা প্রণয়ন করি এবং তা বাস্তবায়নে আমরা বিভিন্ন পদক্ষেপ নিই। বিদেশগামী কর্মী যারা বিদেশে কাজ করতে যায়, তাদের জন্য বিদেশি কর্মী বিমা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি মোকাবিলায় হাওর এলাকা, উপকূলভিত্তিক এলাকায় আমরা আবহাওয়াভিত্তিক শস্য বিমা চালু করেছি। তবে আমাদের স্বাস্থ্য বিমাটা আরও ব্যাপকভাবে চালু করাটা প্রয়োজন বলে আমি মনে করি। আমাদের দেশের মানুষ ততটা সচেতন না। তবে এ করোনা ভাইরাসের পর আমি মনে করি, মানুষের মধ্যে সেই সচেতনতাটা সৃষ্টি হবে। আমরা চাই, বিমা সম্পর্কে মানুষ আরও আস্থাশীল হোক, এ জন্য বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে, তা আরও কার্যকর করা দরকার, যাতে বিমার পরিধি বৃদ্ধি পায় এবং মানুষের এটা একটা সহায়ক শক্তি হিসেবে কাজ করে। আমাদের যেটা অভাব আমাদের কোনো অ্যাকচুয়ারি নেই। এটাকে আমরা শক্তিশালী করার জন্য লন্ডন থেকে অ্যাকচুয়ারি নিয়ে এসেছিলাম। আসলে আমাদের যারা এ ব্যাপারে লেখাপড়া করে, তারা লেখাপড়া শেষে বিদেশে চাকরি পেয়ে যায়, আর দেশের কথা ভুলে যায়। এটাই হচ্ছে বাস্তবতা। বিমাকে আরও শক্তিশালী করতে হলে অ্যাকচুয়ারি প্রয়োজন। সে জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। সিদ্ধান্ত নিয়েছি, এ অ্যাকচুয়ারি সম্পর্কে যারা শিক্ষা নেবে, প্রশিক্ষণ নেবে, সরকারের পক্ষ থেকে আমরা সে ব্যবস্থা নেবো। উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে পাঠানো হবে। আমি জানি, ওখানে যদি তারা শিক্ষা নেয়, বড় চাকরি পেয়ে যাবে। কিন্তু এখানে তাদের অঙ্গীকার বন্ধ থাকতে হবে যে দেশে ফিরে এসে দেশের জন্য কাজ করবে, তাদের শিক্ষার টাকাটা আমরাই দেবো। এ সিদ্ধান্তটা আমরা নিয়েছি, এরই মধ্যে পাঁচজন শিক্ষার্থী আমরা সুনির্দিষ্ট করেছি। তারা শিক্ষা নিয়ে দেশে ফিরে এসে বিমার জন্য কাজ করবে।

এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে বক্তব্য দেন।

মাদক মামলায়ও ইরফান সেলিমকে অব্যাহতি

সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ড (বরখাস্ত) কাউন্সিলর ইরফান সেলিমকে মাদক মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

আজ সোমবার (১লা মার্চ) ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাকে এ মামলা থেকে অব্যাহতি দেন।

এর আগে রাজধানীর চকবাজার থানায় র‌্যাবের করা অস্ত্র মামলা থেকে সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে গত ১৮ ফেব্রুয়ারি খালাস দিয়েছেন আদালত। এদিন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ অস্ত্র মামলার চুড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাকে মামলা থেকে অব্যাহতি দেন।

গত ৫ জানুয়ারি অস্ত্র ও মাদক মামলায় ইরফান সেলিমকে অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। তবে তার দেহরক্ষী জাহিদুল মোল্লাকে অভিযুক্ত করে পুলিশ এই দুই মামলায় অভিযোগপত্র দিয়েছে।

গত বছর ২৮ অক্টোবর র‌্যাব-৩ এর ডিএডি কাইয়ুম ইসলাম চকবাজার থানায় ইরফান সেলিম ও দেহরক্ষী জাহিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকের পৃথক চারটি মামলা করেন।

এদিকে গত বছরের ২৫ অক্টোবর সন্ধ্যার পর ধানমণ্ডির কলাবাগান ক্রসিংয়ের কাছে হাজি সেলিমের গাড়ি থেকে বের হয়ে নৌবাহিনীর কর্মকতা লেফটেন্যান্ট ওয়াসিফ আহম্মেদ খানকে মারধর করেন ইরফান সেলিম।

এ ঘটনার পর পুরান ঢাকার বড় কাটরায় হাজী সেলিমের বাড়িতে দিনভর অভিযান চালায় র‍্যাব। এ সময় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত মাদক রাখার দায়ে ইরফান সেলিমকে এক বছরের কারাদণ্ড এবং ইরফানের দেহরক্ষী মো. জাহিদকে ওয়াকিটকি বহন করার দায়ে দেন ছয় মাসের কারাদণ্ড।