বরিশালে ৫ গুণ মুনাফা লুটছে খুচরা সবজি ব্যবসায়ীরা

বরিশাল নগরীর সবচেয়ে বড় পাইকারি কাঁচামালের বাজার বহুমুখী সিটি মার্কেট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক-ট্রলার বোঝাই করে শীতকালীন সবজি আসছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে প্রচুর পরিমাণে সবজি আসছে পাইকারি এ মোকামে। বিক্রিও হচ্ছে সে রকম। সরবরাহ বেড়ে যাওয়ায় সবজির দামও নেমে এসেছে।

পাইকারি এ মোকামে শনিবার (৫ ডিসেম্বর) সকালে প্রতি মণ ফুলকপি বিক্রি হচ্ছে ২৮০ টাকা দরে। সে হিসেবে প্রতি কেজির দাম পড়ে ৭ টাকা। ধনেপাতা প্রতি মণ বিক্রি হচ্ছে ১২০০ টাকা দরে। সে হিসেবে প্রতি কেজির দাম পড়ে ৩০ টাকা। অথচ আড়াই কিলোমিটার দূরে সিঅ্যান্ডবি রোড চৌমাথা বাজারে খুচরা বিক্রেতারা একই ফুলকপির দাম হাঁকাচ্ছিলেন কেজিপ্রতি ৩০ টাকা। আর ধনেপাতা বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে।

আড়াই কিলোমিটার ব্যবধানে প্রতি কেজি সবজি পরিবহন, খুচরা বিক্রেতাদের অন্যান্য খরচ ও লাভের হিসাব যোগ করলেও প্রতি কেজিতে দামের পার্থক্য ৫ থেকে ৬ টাকার বেশি হওয়ার কথা নয়। তবে সেখানকার খুচরা ব্যবসায়ীরা সিন্ডিকেট করে প্রতি কেজিতে ৪ থেকে ৫ গুণ মুনাফা লুটছেন। সরকারিভাবে সবজির বাজার তদারকি না থাকায় দামের এই বিশাল ফারাক বলে মনে করছেন সাধারণ ক্রেতারা।

একইভাবে পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে টমেটো, বেগুন, ঝিঙে, ঢ্যাঁড়স, মুলা, বাঁধাকপি, শসা, শালগম, কাকরোল, করলা, বরবটি ইত্যাদি সবজির দাম কেজিতে ১৫ থেকে ২৫ টাকা বেশি নেয়া হচ্ছে। যা এসব সবজির পাইকারি মূল্যের দ্বিগুণেরও বেশি।

নগরীর পোর্ট রোড ও বাজাররোডের বিভিন্ন আড়তে সবজির মতো নিত্যপণ্যের দামেও বড় পার্থক্যের চিত্রই মিলেছে। নগরীর পোর্ট রোড ও বাজার রোডের পাইকারি মোকামে আলু ৩৭, পেঁয়াজ (দেশি) ৪৫, রসুন ৭৫, আদা (ওয়াশ) ৪৫ টাকা বিক্রি হচ্ছে। এসব পণ্য এক হাত বদল হয়ে নগরীর চৌমাথা বাজার, নতুন বাজার, বটতলা বাজার, বাংলা বাজার, রূপতলী বাজার, নথুল্লাবাদ বাজারসহ নগরীর বিভিন্ন বাজারে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা বেশি নেয়া হচ্ছে।

কাঁচামালের পাইকারি বাজার বহুমুখী সিটি মার্কেট ও নগরীর পোর্ট রোড ও বাজাররোডের নিত্যপণ্যের পাইকারি আড়তগুলো ঘুরে দেখা যায়, পেঁয়াজ (দেশি) ৪৫-৫০ টাকা, রসুন (দশি) ৭০-৭৫ টাকা, আলু ৩৭-৪২ টাকা ,আদা ৪৫-৪৮ টাকা, ফুলকপি ৭-১০ টাকা, ধনেপাতা ৩০ টাকা, শিম ৩০ টাকা, কাঁচামরিচ ৭০-৭৮ টাকা, মুলা ৫ টাকা, শালগম ১০ টাকা, গাজর ৪০ টাকা, টমেটো ৯০-১০০ টাকা, বাঁধাকপি ১২ টাকা, বেগুন ২০-২৫ টাকা, বরবটি ২২-২৬ টাকা, শসা ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অথচ নগরীর চৌমাথা বাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেল, ফুলকপি ৩০, শিম ৩০, কাঁচামরিচ ১২০, বাঁধাকপি ৩০, শালগম ৩০, বরবটি ৫৫, গাজর ৬০, মুলা ২০, ধনেপাতা ১০০, শসা ৩০, পেঁয়াজ ৬০, আলু ৪৫, আদা ৯০ ও রসুন ৯০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তাছাড়া এক সপ্তাহের ব্যবধানে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১০৫ টাকা থেকে বেড়ে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। চিনি ৭০, মসুর ডাল ৭০, ব্রয়লার মুরগির কেজি ১২০, কক মুরগি ১৮০,সোনালি মুরগি ১৯০ লেয়ার মুরগি ১৮০, ফার্মের মুরগির ডিম হালি ২৮, গরুর মাংস ৫৫০-৬০০ টাকা কেজি করে খুচরা বাজারে বিক্রি হচ্ছে।

এদিকে নগরীর পোর্ট রোড মোকামে এক কেজি ওজনের ইলিশের মণ বিক্রি হচ্ছে ৪০ হাজার টাকা দরে। সে হিসেবে ইলিশের প্রতি কেজি ইলিশের পাইকারি দাম পড়ে ১ হাজার টাকা। ওই ইলিশ নগরীর বিভিন্ন বাজারে ১২৫০ থেকে ১৩৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। তাছাড়া খাল, বিল ও নদীনালায় পানি কমতে শুরু করায় দেশি বিভিন্ন মাছ ধরা পড়ছে, যা বাজারে আসছে।

সিঅ্যান্ডবি রোড চৌমাথা বাজারে কেনাকাটা করতে আসা নাসির উদ্দিন সোহাগ নামের এক ক্রেতা বলেন, ‘বাজারে শীতের যতগুলো সবজি উঠেছে, সবকটির এখনো দাম বেশি। সবজির ঊর্ধ্বগতির কারণে আমাদের মতো নিম্নআয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারের সদস্যরা বিপাকে পড়েছেন। আমাদের মতো সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। এমন পরিস্থিতিতে পরিবার-পরিজন নিয়ে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।’

তিনি বলেন, ‘গত বছর এই সময় যে সবজির কেজি ছিল ৪০ টাকা, এ বছর তার দাম ৮০-১০০ টাকা। বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ও সরকারের নজরদারি না থাকায় এভাবে সাধারণ ক্রেতারা প্রতিনিয়ত ঠকছেন।

বহুমুখী সিটি মার্কেটের পাইকারি মোকাম শাহরিয়ার বাণিজ্যণালয়ের স্বত্বাধিকারী মো. আলী হোসেন জানান, এ বছর অতিবৃষ্টি ও বন্যার কারণে দেশের বিভিন্ন এলাকায় সবজি নষ্ট হয়েছে। পানি নেমে যাওয়ার পর কৃষকেরা দ্বিতীয়বার সবজি চাষ করেছেন। প্রচুর ফলনও হয়েছে। ওই সব সবজি বাজারে আসছে। তবে শীত যত বাড়বে, শীতের সবজির সরবরাহ তত বাড়তে থাকবে। দামও আরও কমতে থাকবে।

তিনি বলেন, গত এক সপ্তাহের ব্যবধানে মণপ্রতি ফুলকপির দাম কমেছে ৭২০ টাকা। আজ ফুলকপির মণ বিক্রি হচ্ছে ২৮০ টাকা। সে হিসেবে প্রতি কেজি ৭ টাকা করে বিক্রি হচ্ছে। সব সবজির দাম কমতির দিকে।

মো. আলী হোসেন বলেন, ‘আড়ত থেকে নগরীর বাজারগুলোর দূরত্ব খুব বেশি নয়। পাইকারি মোকাম থেকে নগরীর বেশিরভাগ বাজারের দূরত্ব পাঁচ কিলোমিটারের বেশি হবে না। ধরা যাক, প্রতি কেজি সবজি পরিবহনে সর্বোচ্চ ২ টাকা খরচ হয়। এর সঙ্গে খুচরা বিক্রেতাদের অন্যান্য খরচ ও লাভের হিসাব যোগ করলেও প্রতি কেজিতে দামের পার্থক্য ৭-৮ টাকার বেশি হওয়ার কথা নয়। তবে খুচরা বাজারে কী অবস্থা, আমার জানা নেই।’

পাইকারি ও নগরীর খুচরা বাজারে সবজির দামের বিশাল পার্থক্যের কারণ জানতে চাইলে সিঅ্যান্ডবি রোড চৌমাথা বাজারের সবজি বিক্রেতা মো. আনোয়ার হোসেন জানান, বহুমুখী সিটি মার্কেটের পাইকারি মোকাম থেকে সবজি কেনার পর পরিবহন ব্যয় ও শ্রমিক মজুরি বাবদ খরচ হয়। তাছাড়া বাজারে যেখানে সবজি নিয়ে বসেন, তার ভাড়া গুনতে হয়। বৈদ্যুতিক আলোর (লাইট) জন্য আলাদা টাকা দিতে হয়। বেচাকেনা করতে গেলে অদৃশ্য কিছু খরচও করতে হয়। কিছু সবজি আবার নষ্ট হয়। তাই কাঁচামালে একটু বেশি ব্যবসা না থাকলে আমরা টিকতে পারি না।

তিনি বলেন, অনেক সময় সবজি নষ্ট হয়ে আমাদের লোকসান গুনতে হয়। তাই খুচরা বাজারের সঙ্গে পাইকারি দরের তুলনা করে লাভ নেই।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে বাজারগুলো প্রায়ই পরিদর্শন করা হচ্ছে। তবে অস্বাভাবিক দাম নেয়া হচ্ছে বলে সম্প্রতি কোনো ক্রেতাও অভিযোগ করেননি। শিগগিরই বাজারগুলো আবার পরিদর্শন করা হবে বলে জানান তিনি।

গণতন্ত্র এখনও শৃঙ্খলমুক্ত নয়: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একতরফা নির্বাচন করে আবারও সারা জাতিকে একদলীয় নিষ্ঠুর শাসনের শৃঙ্খলে বন্দী করে মানুষের নাগরিক স্বাধীনতাকে করা হয়েছে বিপন্ন। আমাদের গণতন্ত্র আজও নামে-বেনামে একদলীয় ফ্যাসিবাদের আক্রমণে আক্রান্ত। ক্ষমতাকে চিরস্থায়ী ও নিরংকুশ করার জন্য আজ শনিবার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলার আয়োজন চলছে। অতীত থেকে শিক্ষা নিয়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তাদের সে আয়োজন নস্যাৎ করে দিতে হবে। স্বৈরাচার পতন দিবসে এটাই হোক আমাদের দৃপ্ত শপথ।’

আজ শনিবার (৫ ডিসেম্বর) স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচার পতনের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল আবারও বহুদলীয় গণতন্ত্রের পথচলা। শুরু হয় সাংবিধানিক ধারাবাহিকতা। এই দিনে গণতন্ত্রের দুশমনেরা পরাজিত হলেও আজও তারা চুপ করে বসে নেই। তাই সেই নিরবচ্ছিন্ন আন্দোলনের অটল ও আপোষহীন নেত্রী খালেদা জিয়াকে পরাজিত শত্রুরা চক্রান্তমূলকভাবে অন্তরীণ করে রেখেছে।’

তিনি বলেন, ‘বার বার অপশক্তিগুলো গণতন্ত্রকে বিপর্যস্ত করে আমাদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চেয়েছে। কিন্তু এদেশের দেশপ্রেমিক জনগণ সে অপচেষ্টাকে শক্ত হাতে প্রতিহত করেছে সব সময়। আমাদের গণতন্ত্র বার বার হোঁচট খেয়েছে তার অগ্রযাত্রায়। কিন্তু এদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ সকল বাধাকে অতিক্রম করে গণতন্ত্রের পথচলাকে নির্বিঘ্ন করেছে। শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র এখনও শৃঙ্খলমুক্ত নয়। নিষ্ঠুর কর্তৃত্ববাদী একদলীয় শাসনের চরিত্রগুলো ক্রমশ ফুটে উঠছে বর্তমান শাসক গোষ্ঠীর আচরণে।

কৃষকদের মাঝে প্রণোদনার ঋণ বিতরণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সোনালী ব্যাংক বরিশালের জিএম

“শেখ হাসিনার বাংলাদেশ,কৃষক বাচাঁলে বাচাঁবে দেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে কোভিড-১৯ প্রাদুর্ভাবে দেশের আর্থিক খাতের ক্ষয়-ক্ষতি মোকাবেলায় সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন অগ্রগতির লক্ষ্যে কৃষকদের দুঃখ কষ্ট লাঘব ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর ৪% রেয়াতি হারে প্রণোদনার ঋণ বিতরণে কৃষকদের দ্বারে দ্বারে ঘুড়ে বেড়াচ্ছেন সোনালী ব্যাংক লিমিটেড, বরিশাল অঞ্চলের জিএম ( ইনচার্জ ) এ. কে. এম সেলিম আহমেদ ।

শনিবার ( ৫ ডিসেম্বর) ঝালকাঠি নলছিটি উপজেলার কুলকাঠী, নাচনমহল, রানাপাশা ও সুবিদপুর ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় কৃষকদের সাথে ৪% রেয়াতি হারে প্রণোদনার ঋণের সুবিধা তুলে ধরেন এছাড়াও করোনাকালীন সময়ে কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে কৃষকদের উৎসাহিত করেন তিনি । এসময় ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, নলছিটি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, নাচন মহল হাট শাখার ম্যানেজার (প্রিন্সিপাল অফিসার) মুঃ আসাদুজ্জামান মোল্লা সহ বিভিন্ন ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা, ইউপি সদস্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

সোনালী ব্যাংক লি: বরিশাল অঞ্চলের জিএম ( ইনচার্জ ) এ.কে.এম সেলিম আহমেদের নেতৃত্বে অঞ্চলের ৭৬ টি শাখার মাধ্যমে সভা – সেমিনার করে প্রণোদনার ঋণ বিতরণ করা হচ্ছে বলে জানা যায় । কৃষকদের উদ্বুদ্ধকরণ সেমিনারে উপজেলা চেয়ারম্যান বলেন – কৃষকদের দ্বারে দ্বারে ঘুরে মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনার ঋণ বিতরণ করে সোনালী ব্যাংক বরিশালের জিএম অনন্য ও নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করছেন ।

প্রণোদনার ঋণ বিতরণে কৃষকদের মাঝে জিএমকে পেয়ে কৃষকরা অত্যন্ত খুশি এবং শাখার ম্যানেজারের আন্তরিকতার ভূয়সী প্রসংসা করেন এবং ঋণ গ্রহনের মাধ্যমে অনাবাদী জমিকে আবাদি জমিতে রূপান্তরিত করবেন বলে জানান ।

নাচনমহল হাট শাখার ম্যানেজার আসাদুজ্জামান মোল্লা জানান জিএম মহোদয়ের নির্দেশনায় প্রণোদনার ঋণ বিতরনে অন্য একটি টিমে কাজ করছেন বরিশাল প্রিন্সিপাল অফিসের ডিজিএম বাসুদেব দাস স্যার, এজিএম মাহবুব আলম স্যার, এজিএম ফজলুল বাসার স্যার, এসপিও শামীম উল নিজাম স্যার, এসপিও দেবাশীষ কুন্ডু স্যার,এসপিও শাহীন আলম বাপ্পি স্যার সহ শাখার সকল কর্মকর্তা । ম্যানেজার আরও জানান জিএম মহোদয়ের প্রত্যক্ষ তত্বাবধানে আমরা সিএমএসএমই, কৃষিতে চলতি মূলধন ও প্রণোদনার কৃষিঋণ বিতরনের টার্গেট শতভাগ পূরণ করবো । জিএম স্যারের নেতৃত্বে বরিশাল অঞ্চলের একমাত্র লস শাখা এ বছর লাভে যাবে ইনশা আল্লাহ । নাচনমহল হাট শাখা লাভে গেলে মুজিব বর্ষের বিজয়ের মাসে হবে আরেক বিজয় ।

বরগুনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বরগুনায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের সক্ষমতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

শনিবার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলাম।

নারী ও শিশু নির্যাতন দমন আইন নিয়ে পুলিশ পরিদর্শক নুরুল আমিন, শিশু আইন নিয়ে উপ-পরিদর্শক শামসুন্নাহার, পিতামাতার ভরণপোষণ আইন নিয়ে উপ-পরিদর্শক জান্নাতুল ফেরদৌস, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন নিয়ে পুলিশ পরিদর্শক ফেরদৌস কর্মশালায় আলোচনা করেন।

এছাড়াও হেল্পলাইন নম্বর ও প্রচারণা বিষয়ে লোক বেতারের পরিচালক মনির হোসেন কামাল, ডেস্কের উদ্দেশ্য, কার্যক্রম, ডকুমেন্টেশন ও রিপোর্টিং বিষয়ে কর্মশালায় আলোচনা করে উপ-পরিদর্শক জান্নাতুল ফেরদৌস।

বরগুনার ৬টি থানার কর্মকর্তারা এ কর্মশালায় অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মারুফ হোসেন।

দশমিনায় অবস্থান কর্মসূচিতে স্বাস্থ্য সহকারীরা

নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে ১০ দিনের কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করছেন পটুয়াখালীর দশমিনা উপজেলা স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা।

আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অবস্থান কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন- উপজেলা দাবি বাস্তবায়ন কমিটির আহবায়ক মো. জাকির হোসেন,কামাল হোসেন,রফিকুল ইসলাম,কামরুল খাঁন,সদস্য সচিব মো. ইমাম হোসেন ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম প্রমুখ।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতে ভাস্কর্যটিতে ভাঙচুর চালালে এর বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয় বলে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত জানিয়েছেন।

তিনি বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যে ভাঙচুর চালিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

ক্ষমা চাইলেন কাবা শরিফকে ‘ভাস্কর্য’ বলা সেই মাওলানা

কাবা শরিফকে ভাস্কর্য বলে নিজের ভুল বুঝতে পেরে অবশেষে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের সভাপতি হাফেজ মাওলানা জিয়াউল হাসান। তিনি জানান, ‘মুখ ফসকে কথাটা আমার বের হয়ে গিয়েছিল। কিন্তু এটিকে বিভিন্নভাবে উপস্থাপন করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়।’ গত বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই ক্ষমা চান।

মাওলানা জিয়াউল হাসানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিটি তুলে ধরা হলো-

একজন প্রেমিক তার প্রেমাস্পদের বাড়ির চতুর্দিকে একঝলক দৃষ্টি পাওয়ার জন্য যেভাবে ঘোরে ঠিক তেমনি পবিত্র কাবা শরিফের চতুর্দিকে আল্লাহ তা’লার সুদৃষ্টিলাভের আশায় মুসলিমরা তাওয়াফ করে থাকেন। তওয়াফের আগে ও পরে সুযোগ পেলে তারা কালো পাথরকে চুম্বন করে থাকেন। কালো পাথর বাহ্যিকভাবে নিছক একটি পাথর। কিন্তু বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) এই কালো পাথরকে চুমু দিয়েছিলেন বলে আমরাও এই কালো পাথরকে চুমু দিতে উদগ্রীব থাকি। হজরত ওমর (রা.) বলেছিলেন, আমি জানি তুমি নিছক একটি পাথর, আমি কখনই তোমাকে চুম্বন করতাম না, যদি আমি রসুল (সা.)-কে না দেখতাম তোমাকে চুম্বন দিতে।

এই বিষয়টাকে তুলে ধরতে গিয়ে আমি চার বছর আগে একটি টেলিভিশনের টকশোতে মুখ ফসকে কাবা শরিফকে ভাস্কর্য বলে ফেলে ছিলাম। বলার উদ্দেশ্য ছিল ইট-পাথরের তৈরি হলেও এগুলো আল্লাহ এবং রসুল (সা.) কর্তৃক স্বীকৃত বিধায় আমাদের নিকট পবিত্র ও সম্মানিত। আল্লাহ এবং তার রসুল (সা.) কর্তৃক স্বীকৃত না হলে সোনায় মোড়ানো বা হাজার কোটি টাকার হীরা মুসলমানদের দৃষ্টিতে সম্মানিতও নয়, পবিত্রও নয়।

চার বছর আগে আমার মুখ ফসকে বেরিয়ে যাওয়া কথাকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের সমস্ত অপচেষ্টাকে তীব্র নিন্দা জানাই এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানাই। চার বছর পর আমার মুখ ফসকে বেরিয়ে যাওয়া শব্দ বা বাক্যকে নিয়ে একটি কুচক্রী মহল এখন কেন বিষোদগার করার চেষ্টা করছে তা এ দেশের সুশীল সমাজ বা নাগরিকরা ভালোই বোঝেন। ইসলাম ধর্মে মূর্তি পূজার যেমন স্থান নেই, তেমনি পাথর পূজারও কোনো স্থান নেই। এটি আমরা সকল মুসলমান মাত্রই জানি।

এরপরও হাজরে আসওয়াদ পাথর হওয়া সত্ত্বেও আমাদের কাছে এটি বিশেষ সম্মানের স্থান দখল করে আছে। এর কারণ কী? কারণ হলো আমাদের প্রিয় নবী (সা.) এটাকে চুমু খেয়েছেন ও সম্মান করেছেন। তথাপি মুখ ফসকে বেরিয়ে যাওয়ার কারণে আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন সেজন্য আন্তরিকভাবে আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।

এর আগে বুধবার ইসলাম ধর্ম নিয়ে অপব্যাখ্যার অভিযোগে সম্মিলিত ইসলামী জোটের সভাপতি হাফেজ মাওলানা জিয়াউল হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন এক সাংবাদিক। বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে আরিফুর রহমান নামের এক সাংবাদিক মামলাটি দায়ের করা হয়।

আদালতের বেঞ্চ সহকারী মো. শামীম জানান, বৃহস্পতিবার বাদী আদালতে জবানবন্দি দিলে বিচারক পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বিজয় দিবসের আগেই বসছে শেষ স্প্যান

স্বপ্নের পদ্মা সেতু হবে তো এমন প্রশ্ন করা বন্ধ হয় ২০১৭ সালেই। ওই বছরের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে অবয়ব পেতে শুরু করে পদ্মা সেতু। এখন প্রশ্ন, কবে শেষ হবে সেতুর কাজ। হ্যাঁ, সেতুর কাজও এগিয়ে চলছে। ছয় দিনের মাথায় শেষ স্প্যান বসানোর মধ্য দিয়ে পুরোপুরি দৃশ্যমান হবে পদ্মা সেতু। গতকাল বসানো হয় ৩৯তম স্প্যান। বিজয় দিবসের আগেই সবকটি তথা ৪১টি স্প্যান বসানো সম্পন্ন করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, `বিজয় দিবসের আগেই পদ্মা সেতুর সবকটি স্প্যান বসানো শেষ হবে। কাক্সিক্ষত সময়ের মধ্যেই যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে পদ্মা সেতু। গতকাল সকাল ১০টা ৫৮ মিনিট পদ্মা সেতু কর্তৃপক্ষের জন্য আনন্দদায়ক মুহূর্ত ছিল। এর আগে প্রতিকূল আবহাওয়া বা নানা কারণে নির্ধারিত সময়ে স্প্যান বসানো যায় না। এবার প্রকৃতি কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। বাংলাদেশের লাল সবুজের ভূখ- থেকে মানুষ যেন পদ্মার বুক চিড়ে এপার-ওপার যেতে পারে সেই প্রত্যাশা করছে খরস্রোতা নদীটিও। তাই সকাল ৯টা ২০ মিনিটের দিকে স্প্যান বসানোর কার্যক্রম শুরু হলে ১০টা ৫৮ মিনিটে স্প্যানটি সফলভাবে বসানো হয়।’

তিনি আরও বলেন, ‘পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ১১ ও ১২ নম্বর পিয়ারের (খুঁটি) ওপর ৪০তম স্প্যান (২-ই) বসানো হয়েছে। প্রতিটি স্প্যান ১৫০ মিটারের। ফলে দৃশ্যমান হলো সেতুর ছয় কিলোমিটার। ৩৯তম স্প্যানটি বসানোর সাত দিনের মাথায় এ স্প্যান বসানো হলো। গত ২৭ নভেম্বর মাওয়া প্রান্তের ১০ ও ১১ নম্বর খুঁটির ওপর ৩৯তম স্প্যানটি বসানো হয়েছিল। সম্পূর্ণ সেতু দৃশ্যমান হতে বাকি থাকল মাত্র আর একটি স্প্যান। সবশেষ ৪১তম স্প্যানটি ১২ ও ১৩ নম্বর খুঁটিতে বসানো হবে। সেটি মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে প্রস্তুত আছে।’

দিন-রাত পদ্মা সেতুর কাজ এগিয়ে চলা দেখে খুশি স্থানীয় জেলে, দোকানি। দক্ষিণাঞ্চলের মানুষের তো আনন্দের সীমা নেই। করোনা ভাইরাসের কারণে সেতুর কাজে অসুবিধা হচ্ছে কি? সেখানে কর্মরত আরিফ নামের এক কর্মী বলেন, কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। সেতুর ওপরের অংশ এবং নিচে রেল সেতুর কাজও চলছে। করোনা ভাইরাসের কারণে কাজের আপাতত সমস্যা হচ্ছে না। প্রকল্প এলাকায় কর্মরতরা কোভিডের সতর্কতার অংশ হিসেবে বাইরে যান না। নিজের দেশে এত্ত বড় একটা সেতু হবে এমন আনন্দে তাদের চোখে-মুখে আনন্দের ঝিলিক।

মাওয়া প্রান্ত থেকে স্পিডবোটে করে জাজিরা প্রান্তে যাওয়ার পথে দেখা গেল- নদী পাড়ি দেওয়া বিভিন্ন যাত্রী খুশিমনে তাকিয়ে আছে পদ্মা সেতুর কর্মযজ্ঞের দিকে। তৃপ্তির ঢেঁকুর দিচ্ছেন ট্রলারে চড়া মানুষগুলো। কেউ কেউ পদ্মা সেতুর দিকে ইশারা করছেন। হয়তো বলছেন, আর কদিন পরই এ সেতু দিয়ে পার হবেন তারা।

পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম আমাদের সময়কে বলেন, সেতুর কাজ এগিয়ে চলছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮২ শতাংশ। নদীশাসন কাজের গতি কম। করোনার কারণে কিছুটা পিছিয়ে গেছে।

জানা গেছে, মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে পদ্মা সেতুর কাঠামো। সেতুর ওপরের অংশে যানবাহন ও নিচ দিয়ে চলবে ট্রেন। পদ্মা সেতু নির্মাণে প্রয়োজন হবে ২ হাজার ৯৫৯টি রোডওয়ে স্ল্যাব। এর মধ্যে ৩০ নভেম্বরের হিসাব অনুযায়ী ১ হাজার ২৩৯টি রোড স্ল্যাব বসানো হয়েছে। এ ছাড়া ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাব বসানো হবে। এর মধ্যে এখন পর্যন্ত বসানো হয়েছে ১ হাজার ৮৬০টি। পদ্মা সেতুর ওপরে উঠে দেখা যায় সেখানে স্ল্যাব বসানোর কাজ চলছে। একেকটি স্ল্যাবের সঙ্গে আরেকটি স্ল্যাব বিশেষ আঠা দিয়ে জোড়া লাগানো হচ্ছে। রাস্তার মাঝখানে বসানো হচ্ছে ডিভাইডার। যদিও এগুলো প্রাথমিক ধাপ, তদুপরি ওপরের দিকে তাকালে মনে হয় সেতুর ওপরে আরেকটি মহাসড়ক। পদ্মা সেতুর পিলার থাকবে ৪২টি। এ পিলারগুলোর ওপর বসানো হচ্ছে ৪১টি স্প্যান। এর প্রকল্প ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি ৩৮ লাখ টাকা।

পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৮ সালে। কয়েক দফা পেছানোর পর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী তথা ২০২১ সালের ১৬ ডিসেম্বর উদ্বোধনের কথা বলা হচ্ছে। তবে সেদিন উদ্বোধন নিয়েও খানিকটা অনিশ্চয়তা আছে। কারণ ২০২২ সালের ২৩ এপ্রিল পদ্মা সেতুর কাজ শেষ হবে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং করপোরেশন। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানকে এখনো সময় বৃদ্ধির ব্যাপারে অনুমোদন বা আপত্তি জানায়নি সেতু কর্তৃপক্ষ। এ পর্যন্ত তিন দফা বাড়তি সময় দেওয়া হয়েছে ঠিকাদারকে। পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ২০১৪ সালের নভেম্বরে। চার বছরের মধ্যে তা শেষ করার কথা ছিল। সর্বশেষ হিসাবে ২০২১ সালের জুনে নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যদিও বাস্তবে ২০২২ সাল পর্যন্ত বাজেট প্রাক্কলন করেছে সেতু কর্তৃপক্ষ। করোনা ও বন্যার কারণে কাজের ক্ষতি হয়েছে বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের।

এদিকে একই দিনে ট্রেন চালু করতে হলে পদ্মা রেল সংযোগ প্রকল্পের অগ্রগতি দরকার। রেলওয়ের অধীনে পরিচালিত এ প্রকল্পের বর্তমান বাধা ডিজাইন। পদ্মা সেতু প্রকল্পের জাজিরা সংযোগ সড়কের টোল প্লাজাসংলগ্ন সাউথবাউন্ড পাকা সড়কটি কেটে সেখানে পিয়ার স্থাপনের চেষ্টা করে সিআরইসি নামের ঠিকাদার। রেল সংযোগ প্রকল্পের নিযুক্ত ঠিকাদারের এ কর্মকা-ে সড়কের এলাইনমেন্ট এবং স্ট্যান্ডার্ড বিচ্ছিন্ন হয়েছে বলে দাবি পদ্মা সেতু কর্তৃপক্ষের। তাই এ স্থানে ভার্টিক্যাল ও হরাইজনটাল ক্লিয়ারেন্সসহ মাওয়া প্রান্তের ক্রসিং পয়েন্টের ডিজাইন নতুনভাবে করতে চিঠি দেয় তারা। সেতুর দুই প্রান্তে রেল প্রকল্পের জাজিরা অংশে ভায়াডাক্ট-২-এর পিয়ার নং পিএন-১৪ ও ১৫ এবং মাওয়া প্রান্তের ভায়াডাক্ট-৩-এর পিএস ২৫-১ ও ২৫-২ এলাকায় উঁচু এবং প্রস্থ ‘সঠিক’ না হওয়ায় রেলের ওই অংশের চলমান কাজ বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ। তাদের মতে, সেতুর দুই প্রান্ত থেকে ভার্টিক্যাল ৫.৭ মিটার এবং হরিজেন্টাল ক্লিয়ারেন্স ১৫.৫ মিটার নিশ্চিত করতে হবে। কাজ বন্ধ হওয়ার আগে ভার্টিক্যাল ৫.৫ এবং হরিজেন্টাল ১১ মিটারের কিছু বেশি নিয়ে কাজ করছিল রেল। এ নিয়ে দফায় দফায় চিঠি ও নকশা বদলের পর রেল সিদ্ধান্ত নেয়, সেতু কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তারা কাজ করবে। এ নিয়ে গত ২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হয়। সেখানেই ডিজাইনজট সমাধানের কাছাকাছি পৌঁছানো গেছে। এ সিদ্ধান্ত মানতে হলে মাত্র একটি অসম্পূর্ণ পিয়ার ভাঙতে হবে। অন্যগুলো এখনো তৈরি হয়নি। তবে এটি করতে গেলে ঠিকাদারের আপত্তি আছে কিনা, নতুন ডিজাইনে তাদের পক্ষ থেকে ক্ষতিপূরণ এবং সময় বৃদ্ধির অজুহাত দাঁড়ায় কিনা সে জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

এ বিষয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, সেতু কর্তৃপক্ষের সঙ্গে রেলসংযোগ প্রকল্পের র‌্যাম্পের সমস্যা মিটে গেছে। একই দিনে পদ্মা সেতুতে ট্রেন চলবে মাওয়া থেকে ভাঙা পর্যন্ত। সে অনুপাতে কাজ চলছে।

রেল সূত্রমতে, পদ্মা সেতুতে একই দিনে ট্রেন চালানো কঠিন। কারণ সেতু কর্তৃপক্ষ রেলকে সেতুর অংশে কাজের সুযোগ দেবে ২০২১ সালের ডিসেম্বরে। তা ছাড়া পদ্মা সেতুর কাজ শুরু হয় ২০১৪ সালে আর পদ্মা রেলসংযোগ প্রকল্পের কাজ শুরু হয় ২০১৮ সালের ৩ জুলাই থেকে। তার আগে ঋণচুক্তি হয় ওই বছরের ২৭ এপ্রিল। প্রকল্পের ভৌত অগ্রগতি ৩১ শতাংশ। বহুল কাক্সিক্ষত পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার ব্রডগেজ রেলপথ নির্মাণ করা হবে। মাওয়া থেকে ভাঙা পর্যন্ত নির্মাণ হলে পদ্মা সেতুর সড়কপথ চালুর দিনেই ভাঙা থেকে পাচুড়িয়া রাজবাড়ী সেকশনের মাধ্যমে রেল নেটওয়ার্ক চালুর টার্গেট আছে। পদ্মা রেলসংযোগ প্রকল্পের সংশোধিত ব্যয় ধরা হয় ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা। পরে আরও ১১৯৪ কোটি টাকা পরিকল্পনা কমিশনের মাধ্যমে অনুমোদন নেওয়া হয়েছে।

প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নাদিম হোসাইন, মুন্সীগঞ্জ ও রুবেল ইসলাম, লৌহজং

বরিশালে নিউ লাইফের সফলতায় মাদকাসক্তি চিকিৎসায় মাদক ছেড়ে আলোর পথে বরিশালের ৭০ যুবক

শামীম আহমেদ ॥ মাদকাসক্তি চিকিৎসায় সফলতা অর্জন করেছে বরিশালের দি নিউ লাইফ নামের একটি প্রতিষ্ঠান । বরিশাল নগরীর সিএনবি পুল এলাকায় অবস্থিত অত্যাধুনিক এ চিকিৎসা কেন্দ্র থেকে গত নয় মাসে মাদকাসক্তি ছেড়ে সুস্থ জীবনে ফিরে গেছে ৭০ জন ব্যক্তি। বর্তমানে কেন্দ্রটিতে এখনো যে ২৩ জন ব্যক্তি চিকিৎসাধীন রঢেছে তারাও একরকম যাবার পথে আছে।

আজ শনিবার (৫) ডিসেম্বর ১১ টায় দি নিউ লাইফ কেন্দ্রের হলরমে মাদকাসক্তি প্রতিরোধে চিকিৎসার ভূমিকা ও গণমাধ্যমের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ সকল তথ্য জানান কেন্দ্র কতৃপক্ষ।

মতবিনিময় সভায় বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু জানান দি নিউ লাইফ সরকার অনুমোদিত একটি আধুনিক ও মানসম্মত মাদক ও মানুষিক চিকিৎসা কেন্দ্র। দেশের যে কোনো স্থানের তুলনায় বরিশালের এ চিকিৎসা কেন্দ্র টি ব্যবস্থাপনা আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা নির্ভর।

একজন মাদকাসক্ত ব্যক্তিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সকল ধরনের চিকিৎসা পদ্ধতি এখানে রয়েছে বলেও জানান তিনি।

দি নিউ লাইফ মাদকাসক্তি ও মানসিক চিকিৎসা কেন্দ্রটির ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা জানান অভিজ্ঞ সাইক্রিয়াটিস্ট ও মেডিসিন বিশেষজ্ঞ এবং প্রশিক্ষিত ওয়ার্ডে স্টাফদের তত্ত্বাবধানে রোগীদের নিবিড় পরিচর্যার মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ফলে কেন্দ্রটিতে চিকিৎসা নিতে আসা প্রতিটি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। সম্ভাবনাময় তরুণ ও যুব সমাজকে মাদকের বিষাক্ত ছোবল থেকে রক্ষা করার জন্য সামাজিক দায়বদ্ধতা থেকে তারা এ কেন্দ্রটি প্রতিষ্ঠা করেছেন বলেও জানান । ৩০ শয্যা বিশিষ্ট কেন্দ্রটিতে রোগীদের জন্য পৃথক বিছানা, মানসম্মত খাবার ,বিনোদন ,চিকিৎসা সরঞ্জাম, সার্বক্ষণিক সকল রোগীদের প্রশিক্ষিত ষ্টাফ এবং সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং, বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ প্রয়োগ করা হয়।

কেন্দ্রের পরিচালক প্রশাসন ইয়াসির আরাফাত জানান কোন কোন মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসার নামে অপচিকিৎসা করা হচ্ছে।

এর ফলে রোগীরা প্রকৃত চিকিৎসা সেবা বঞ্চিত হয়ে সুস্থ হতে পারছে না । কিন্তু দি নিউ লাইফ কেন্দ্রটিতে অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক আধুনিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। এখানে ওষুধ প্রয়োগের পাশাপাশি রোগীদের কাউন্সেলিং, পারিবারিক কাউন্সেলিং, সাইকোথেরাপি, শিক্ষামূলক ক্লাস সেশন এর মাধ্যমে স্বাভাবিক জীবন-যাপনে অভ্যস্থ করে তোলা হয়।

সেবামূলক মনোভাব নিয়ে এ প্রতিষ্ঠান আমরা পরিচালনা করছি। ফলে স্বল্প খরচে আমরা যে কোন ব্যক্তিকে চিকিৎসা সেবা প্রদান করছি। এ সময় সভাকক্ষে কেন্দ্র থেকে সুস্থ হওয়া ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে নগরীর বাসিন্দা জাহিদুল আকন জানান, আমি মাদক গ্রহণের ফলে শারীরিক ও মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছিলাম ।

এর আগে অপর একটি কেন্দ্রে দুইবার চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারি নাই। কিন্তু নিউলাইফ কেন্দ্রে চিকিৎসা নিয়ে প্রায় ৭ মাস সুস্থ রয়েছি। কেন্দ্র থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া আরিফুল নামের এক যুবক জানান মাদকাসক্তির কারণে আমার মধ্যে বিভিন্ন ধরনের মানসিক সমস্যা তৈরি হয়েছিল ফলে লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল ।কিন্তু এখন সুস্থ হয়ে পুনরায় লেখাপড়া শুরু করছি।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি কাজি আল মামুন, দৈনিক পরিবর্তন ও কীর্তনখোলা পত্রিকা পত্রিকার প্রকাশক কাজী মিরাজ মাহমুদ, উদীচীর বরিশাল জেলা কমিটির সভাপতি ও ভোরের আলো পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরন, বরিশাল ইলেকট্রনিক মিডিয়া এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস সোহাগ ,বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি হুমাউন কবির,নিউজ টুয়েন্টিফোর টিভি ও বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান রাহাত খান, সিনিয়র সাংবাদিক গোপাল সরকার ।নিই লাইফের আবআসিক চিকিৎসক ডাঃ মাসুদ রেজা।অতিথিরা তাদের বক্তৃতায় বলেন মাদকাসক্তি নির্মূলে নিউ লাইফ প্রতিষ্ঠানটি একটি যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করেছে। এ প্রতিষ্ঠানটির যেকোনো ভালো কাজে আমরা সহযোগিতা করব ।সমাজের বিভিন্ন সামাজিক অপরাধ কমিয়ে আনতে মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসার বিকল্প নেই বলে তারা উল্লেখ করেন । এজন্য আসক্ত ব্যক্তিদের অভিভাবক, স্বজন এবং সমাজের সচেতন ব্যক্তিদের আসক্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমকালের ব্যুরো অফিসের রিপোর্টার সুমন চৌধুরী, সাংবাদিক খান রফিক, ডিবিসি নিউজ এর ব্যুরো প্রধান অপূর্ব অপু, একুশে টিভির বিভাগীয় প্রতিনিধি সুখেন্দু একবার, সিনিয়র সাংবাদিক শামীম আহমেদ, বাংলানিউজ টুয়েন্টিফোর ডট কমের স্টাফ রিপোর্টার মুশফিক সৌরভ, যুগান্তরের বুর্ োঅফিসের রিপোর্টার সাঈদ পান্থ ও তন্ময় তপু, এশিয়ান টিভির বরিশাল প্রতিনিধি ফিরোজ মোস্তফা ,সাংবাদিক মাসুদ রানা।নিউ লাইফ কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপনা পরিচালক ইনজামুল হক শুভ, শাহরিয়ার রিপন, শাহনেওয়াজ খান শাওন, সিনিয়র স্টাফ সুজয় দাসসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

মঠবাড়িয়ায় স্কাউটস এর ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ স্কাউটস এর উপজেলা শাখার ৬ষ্ঠ ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলন প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডু’র সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় উপ-পরিচালক তুষার কান্তি চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভূঁইয়া, প্রথামিক শিক্ষা কর্মকর্তা ইউনুচ আলী, শিক্ষক আলমগীর হোসেন খান, মো. রুহুল আমীন, আঃ লতীফ শিকদার, সুকদের ঢালী, আঃ রাশেদ হাওলাদার প্রমূখ।

এ কাউন্সিলে উপজেলার ৪৭ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ২০৮ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউট লিডার অংশ গ্রহণ করেন।