সন্ধ্যা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম

উজিরপুর-বানারীপাড়া সন্ধ্যা নদীর ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। ৪ ডিসেম্বর শুক্রবার বেলা সাড়ে ১১টায় সন্ধ্যা নদীর সাতলা-রাজাপুর নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেন, বানারীপাড়া, উজিরপুর, সাতলা-বাগধা বেড়ীবাধ উন্নয়ন প্রকল্পের আওতায় রাজাপুর ভাঙ্গন কবলিত এলাকাসহ সন্ধ্যা নদীর ৫ কিলোমিটার এলাকা ভাঙ্গন রোধকল্পে অতি দ্রুত প্রতিরোধ ব্যবস্থা গ্রহন করা হবে।

এ সময় তিনি আরো বলেন, বেড়িবাধসহ পাকা সড়ক বিধ্বস্ত হওয়ায় অতি দ্রুত পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে তাৎক্ষণিক ২০ লক্ষ টাকার বরাদ্দ ঘোষনা করেন তিনি।

ইতিমধ্যে ভাঙ্গন কবলিত স্থানে বালিভর্তি জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করা হয়েছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ হাবিুবর রহমান, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শফি উদ্দিন, নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস, মডেল থানা অফিসার ইনচার্জ জিয়াউল আহসান, বানারীপাড়া অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন, সাতলা ইউপি চেয়ারম্যান খায়রুল বাশার লিটন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান, আওয়ামীলীগ নেতা শাহিন হাওলাদারসহ বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় সন্ধ্যা নদীর উজিরপুর চথলবাড়ি এলাকাসহ ২টি স্থানের বালির চর কেটে পানির ¯্রােতধারা পরিবর্তন করে ভাঙ্গন রোধের প্রকল্প প্রনয়নের উদ্যোগ গ্রহন করেন।

উজিরপুর-সাতলা সড়কের সোলার প্যানেলের উদ্বোধন

উজিরপুর-সাতলা সড়কের রাস্তার দুই পার্শ্বে ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে ২৩৪টি সোলার প্যানেল সম্বলিত স্ট্রীট লাইট স্থাপনের উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। ৪ ডিসেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার ডাকবাংলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সামনে সোলার প্যানেল সম্বলিত স্ট্রীট লাইটের উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন প্রমূখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল হক আজাহারী। পরে সংসদ সদস্য উপজেলার আরো ৩টি পয়েন্টে স্ট্রীট লাইটের উদ্বোধন করেন।

পৌরসভা নির্বাচন: বরিশালে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই

প্রথম ধাপে অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে বরিশালের বাকেরগঞ্জ ও উজিরপুর পৌরসভায় মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে প্রথমে বাকেরগঞ্জ এবং পরে উজিরপুর পৌরসভায় প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম বলেন, বাকেরগঞ্জে আওয়ামী লীগ, বিএনপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩ জন প্রার্থী মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।

অপরদিকে উজিরপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩ জন প্রার্থী মেয়র পদে এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৯ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। উজিরপুরে সংরক্ষিত কাউন্সিলর পদে আঁখি খানম নামে এক জনের মনোনয়ন পত্রে ত্রুটি থাকায় তার মনোনয়ন স্থগিত করা হয়েছে।
মনোনয়ন বাছাইতে উত্তীর্ণ প্রার্থীরা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে আগামী ১১ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম।

স্বল্পমূল্যে ইন্টারনেট পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

করোনা সংকটে অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য স্বল্পমূল্যের ইন্টারনেট সুযোগসহ সিম কার্ড পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের সভাকক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং গ্রামীণ ফোনের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় গ্রামীণ ফোন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে স্বল্পমূল্যের ইন্টারনেট সুযোগসহ সিম প্রদান করবে। যার মাধ্যমে শিক্ষার্থীরা ২১০ টাকায় ৩০দিন মেয়াদে ৩০জিবি ইন্টারনেট এবং ৯৯ টাকায় ৩০দিন মেয়াদে ১০জিবি ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবে।

চুক্তি স্বাক্ষরের সময় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, রেজিস্ট্রার (অ.দা.) বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর, প্রভোস্ট, পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা এবং গ্রামীণ ফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।