ভাসানচরে পৌঁছেছে রোহিঙ্গাদের প্রথম দল

প্রথম ধাপে চট্টগ্রাম থেকে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে এসে পৌঁছেছে।

শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তারা ৭টি জাহাজে করে ভাসানচরে এসে পৌঁছায়। এর আগে, কক্সবাজারের উখিয়া থেকে নিয়ে আসা ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে নিয়ে চট্টগ্রাম থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয় ৭টি জাহাজ ।

নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, গত বৃহস্পতিবার দুটো জাহাজে করে আসা রোহিঙ্গাদের ১০১৯টি মালপত্রের লাগেজ ভাসানচরে পৌঁছে দেওয়া হয়েছে।

দেশে ২৪ ঘণ্টায় ২৪ মৃত্যু

মহামারী করোনায় সংক্রমিত হয়ে গেল ২৪ ঘণ্টায় সারাদেশে আরো ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৭৭২ জনে।

একই সময়ে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ২ হাজার ২৫২ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৭৩ হাজার ৯৯১ জনে।

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৫৭২ জন রোগী সুস্থ হয়েছেন। সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লাখ ৯০ হাজার ৯৫১ জনে।

গেল ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়। যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু। এদিকে, গেল ৯ মাসে করোনা শনাক্ত রোগী বেড়ে ৪ লাখ ৭৩ হাজার ৯৯১ জন হয়েছে।

পল্টনে ভাস্কর্য বিরোধী মিছিলে বাধা, সংঘর্ষ

রাজধানীর পুরানা পল্টনে ভাস্কর্য বিরোধী মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও মুসল্লিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখন পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশ চলার সময়ই কর্মীদের একটি অংশের সঙ্গে পল্টন মোড়ে পুলিশের সঙ্গে সংর্ঘষ শুরু হয়।সকাল ১১টায় শুরু হওয়া এই সংষর্ষ ছড়িয়ে পড়েছে বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে ও বিজয়নগরেও।পুলিশ হেফাজতের কর্মীদের হটাতে শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল ছুড়েছে বলে প্রত্যক্ষর্শীরা জানিয়েছেন।

জানা গেছে, জুমার নামাজের পর মুসল্লিদের একটি দল মিছিল বের করে। এক পর্যায়ে মিছিলটি বায়তুল মোকাররম থেকে পল্টনের দিকে এলে আগে থেকে অবস্থান নেয়া পুলিশ বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশের বাধা উপেক্ষা করে মুসল্লিরা মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। মুসল্লিরাও ইট পাটকেল ছোঁড়ে।

ভাস্কর্য নিয়ে বাড়াবাড়ি করলে প্রতিহত করা হবে : প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য বাঙ্গালী জাতির অবিনাসী চেতনার বিমূর্ত প্রতীক। তাকে নিয়ে একটি মহল বিতর্ক সৃষ্টি করতে চায়। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বাড়াবাড়ি করে তাদেরকে প্রতিহত করা হবে।

তিনি বলেন, ‘জিয়াউর রহমানের ভাস্কর্য আছে। এই মহলটি তখন কোথায় ছিল। শহীদ মিনার স্মৃতিসৌধ যেমন ভাস্কর্য, বঙ্গবন্ধুর ভাস্কর্য তেমনই আমাদের জাতির প্রতীক।’

শুক্রবার সকালে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরইএ) দুই দিনব্যাপী বার্ষিক রিসার্চ রিভিউ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান দেশের মানুষের আমিষের চাহিদা মেটাতে দিন-রাত কাজ করছে। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে। পুষ্টি চাহিদার সাথে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার ক্ষেত্রে ভূমিকা রাখছে।

মন্ত্রী আরো বলেন, দেশের যুবকরা এখন ফেসবুক, গুগলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন। কৃতিত্বের সাথে কাজ করছেন। সাহসী হয়ে এগিয়ে যেতে হবে। সীমাবদ্ধতা আছে, থাকতে পারে। প্রতিভার বিকাশ ঘটাতে হবে।

বিএলআরআইয়ের মহা-পরিচালক নাথু রাম সরকারের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ এমদাদ হক, প্রাণিসম্পদ অধিদফতরের মহা-পরিচালক আব্দুল জব্বার, বিএলআরআইয়ের অতিরিক্ত পরিচালক আজহারুল আমিন।

দুই দিনব্যাপী এ কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকসহ ১৮০ জন বিজ্ঞানী অংশগ্রহণ করেন।
সূত্র : ইউএনবি

মঠবাড়িয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় অজ্ঞাত যুবকের (৩০) জাম্বুরা গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিন মিঠাখালী ওয়াবদা সড়কের পাশে একটি জাম্বুরা গাছের সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসি পুলিশে খবর দেয়। খবর পেয়ে ওই রাতেই ঘটনা স্থল থেকে থানা পুলিশ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধর করে।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, লাশ উদ্ধার করে পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আর বাকি একটি স্প্যান, পদ্মা সেতু এখন ৬ কিলোমিটার

বিজয়ের মাসের প্রথম সপ্তাহে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের ১১ ও ১২ নম্বর পিলারের ওপর বসানো হলো পদ্মা সেতুর ৪০তম স্প্যান। এ স্প্যানটি বসানোর ফলে সেতুর ৬ কিলোমিটার দৃশ্যমান হলো। ৬ দশমিক ১৬ কিলোমিটারের পুরো সেতুর আর ১৫০ মিটার বাকি থাকলো দৃশ্যমান হতে।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে ২ ঘণ্টার চেষ্টায় সকাল ১০টা ৫৮ মিনিটে ৪০তম স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের।

এদিকে, ৪০তম স্প্যান বসার ফলে পদ্মা সেতুর আর মাত্র ১টি স্প্যান বসতে বাকি থাকলো। সর্বশেষ ৪১তম স্প্যানটি আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর বসানো হবে। এটি বসানো হলে ৬ দশমিক ১৬ কিলোমিটারের পুরো সেতু দৃশ্যমান হয়ে যাবে।

বিজয়ের মাসের প্রথম সপ্তাহে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের ১১ ও ১২ নম্বর পিলারের ওপর বসানো হলো পদ্মা সেতুর ৪০তম স্প্যান
এর আগে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ৪০তম স্প্যানটিকে ক্রেনে তুলে নির্ধারিত পিলারের কাছে নিয়ে এসেছিলো পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের মূল সেতুর কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ অব লিমিটেড।

এছাড়া, মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরার মধ্যে দ্বিতল এই পুরো সেতুতে ২ হাজার ৯৩১টি রোডওয়ে স্ল্যাব বসানো হবে। আর রেলওয়ে স্ল্যাব বসানো হবে ২ হাজার ৯৫৯টি।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

উল্লেখ্য, দীর্ঘ চার মাস পর গত মাসের ১১ অক্টোবর ৩২তম, ১৯ অক্টোবর ৩৩তম, ২৫ অক্টোবর ৩৪তম, ৩১ অক্টোবর ৩৫তম স্প্যান এবং ৬ নভেম্বর ৩৬তম, ১২ নভেম্বর ৩৭তম, ২১ নভেম্বর ৩৮তম স্প্যান, ২৭ নভেম্বর ৩৯তম বসানো হয়েছে।

পটুয়াখালীতে করোনা শনাক্তের অ্যান্টিজেন পরীক্ষা শুরু কাল

পটুয়াখালী জেনারেল হাসপাতালে করোনাভাইরাস শনাক্তের অ্যান্টিজেন পরীক্ষা শুরু হচ্ছে। আগামীকাল শনিবার থেকে এ পদ্ধতিতে একটি স্ট্রিপের মাধ্যমে রোগীর করোনা পরীক্ষা দ্রুততম সময়ে সম্পন্ন করা হবে। মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে করোনা পরীক্ষার ফলাফল হাতে পাবে উপকূলবাসী।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, অ্যান্টিজেন পরীক্ষা করার জন্য ইতিমধ্যে একজন ডাক্তার এ বিষয়ের উপর প্রশিক্ষন গ্রহণ করছেন। বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পরীক্ষার কীট পৌঁছেছে। অ্যান্টিজেন টেস্ট সম্পন্নের লক্ষ্যে একটি টিম গঠন করা হয়েছে তারা প্রশিক্ষিত ডাক্তারের নিকট থেকে দায়িত্ব বুঝে নিচ্ছেন। এই টেস্টের ফলে বরিশাল ও ঢাকার আরটিপিসিআর ল্যাবের উপর থেকে চাপ অনেক কমে আসবে বলে জানান সংশ্লিষ্টরা।

পটুয়াখালী জেনারেল হাসপাতালের তত্ববাবধায়ক ডা. মো. আব্দুর মতিন বলেন, শনিবার থেকে করোনাভাইরাস শনাক্তের অ্যান্টিজেন পরীক্ষা শুরু করতে আমরা প্রস্তুত। অ্যান্টিজেন পরীক্ষা করার জন্য ডাক্তার, নার্স, প্যাথলোজিস্ট প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

পটুয়াখালী সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বলেন, পটুয়াখালী জেনারেল হাসপাতালে প্রতিদিন ৩০০টি করোনাভাইরাস শনাক্তের অ্যান্টিজেন পরীক্ষা করা হবে।

ঝালকাঠি বিএমএসএফের সম্মেলন: সভাপতি আজমীর, সম্পাদক বাচ্চু ও সাংগঠনিক ইরান

নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ঝালকাঠি জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী মিরাজ মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কমিটি ঘোষণা করেন।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় কোর্ট রোডস্থ জেলা কার্যালয়ে জেলা সভাপতি মো: আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএমএসএফ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য কাজি মিরাজ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বিএমএসএফ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মো: সোহেল সরদার।

সম্মেলনে আজমীর হোসেন তালুকদারকে তৃতীয় বার সভাপতি, প্রভাষক রিয়াজুল ইসলামবাচ্চুকে সাধারণ সম্পাদক ও কাজি মারুফ ইরান কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বিএমএসএফ জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

আইন উপদেষ্টা হলেন এ্যাড. মো: বদরুল মিল্লাত খোকন, এ্যাড. মো: ফয়সাল খান ও এ্যাড. মোঃ বনি আমিন বাকলাই । কমিটিতে ডা: জহিরুল ইসলাম বাদলকে স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা রাখা হয়েছে।

জেলা কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মো: আমিনুল ইসলাম লিটন, অধ্যাপক আব্দুল হালিম, মো: রুহুল আমিন রুবেল, গোলাম মাওলা শান্ত, সাইদুল কবির রানা, যুগ্ম সম্পাদক মো: মিজানুর রহমান (প্রধান শিক্ষক) ও কেএম সিদ্দিক, সহ-সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম (নলছিটি), সহ-সাংগঠনিক সম্পাদক এইচএম গিয়াস উদ্দিন, মো: রিয়াজ মোর্শেদ, মো: শফিকুল ইসলাম রাসেল শিকদার (কাঠালিয়া), কোষাধ্যক্ষ মো: বাবুল মিনা, মানবাধিকার বিষয়ক সম্পাদক প্রভাষক অমরেশ রায় চৌধুরী, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মো: আতাউর রহমান, প্রচার সম্পাদক মো: ইমাম হোসেন বিমান, উপ-প্রচার সম্পাদক মো: কামরুল হাসান মুরাদ ও মোসাদ্দেক বিল্লাহ, সহ-প্রচার সম্পাদক মো: রফিকুল ইসলাম হাওলাদার, দপ্তর সম্পাদক মো: নুরুজ্জামান, সহ-দপ্তর সম্পাদক মো: তারেক উজ্জামান খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: রফিকুল ইসলাম স্বপন, আইটি সম্পাদক গাজী আরিফুর রহমান আরিফ, সহ-আইটি সম্পাদক এইচ এম নবীন, সমাজ কল্যাণ সম্পাদক মো: বশির আহাম্মেদ খলিফা, সহ সমাজ কল্যান সম্পাদক মো: সাইদুল ইসলাম (নলছিটি)।

নির্বাহী সদস্যবৃন্দরা হলেন, সত্যবান সেন গুপ্ত, আব্দুল্লাহ আল মামু, রিয়াজ খান অশ্রু, মাসুম বিল্লাহ (কাঠালিয়া), সৈয়দ রুবেল, জাহাঙ্গীর ফরাজি, মো: হাফিজুর রহমান, সৈয়দ মেহেদি হাসান , মো: খাইরুল ইসলাম পলাশ (রাজাপুর), এমরান হোসেন আদনান, মো: মিলন সরদার, মো: ্আরিফুর রহমান আরিফ, সদস্য সুকমল ওঝা দোলন, মো: রাজিব তালুকদার, এসআই টিপু, মোস্তাফিজুর রহমান, আ: মান্নান রাজু, মো: কামাল হোসেন, সাইদুর রহমান সজিব ও ইমরান খান প্রমুখ।

সম্মেলনে উপস্থিত সদস্যবৃন্দ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বরিশাল বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

শামীম আহমেদ ॥ স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম গতিশীল ফিরিয়ে আনা সহ নতুন নেতৃত্ব সৃষ্টি করার লক্ষে বরিশাল বিভাগীয় টিমের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সাথে দিন ব্যাপি ওয়ার্ড ভিত্তিক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৪) ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত হয়। বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল বিভাগীয় টিম লিডার মোঃ আজহারুল হক মুকুল, সহ-সভাপতি (বরিশাল বিভাগ) মোঃ ফরিদ উদ্দিন আহম্মেদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আরিফুর রহমান আরিফ,সহ-সাধারন সম্পাদক ফজলুল কবির জুয়েল,সহ-সাধারন সম্পাদক সরদার মোঃ নুরুজ্জামান,সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন আহমেদ, সহ-স্ংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম লিপন। এখানে আরো উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি জাহিদুল ইসলাম সমির সহ বিভিন্ন মহানগর স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ।

বরিশাল বিভাগীয় টিম লিডর ও প্রধান অতিথি মোঃ আজহারুল হক মুকুল কর্মী সভায় বলেন, বরিশাল স্বেচ্ছাসেবক দল হবে দেশের মধ্যে মডেল। এখানের দলীয় নেতা-কর্মীদের মাঝে জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি কেন্দ্রীয় (ভারপ্রাপ্ত) ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ নিয়ে এখানকার সু-শৃঙ্খল স্বেচ্ছাসেবক দলের কর্মীরা আগামী আন্দোল-সংগ্রামে অগ্রগামী ভূমিকা পালন করার জন্য আহবান জানান।

পরে কর্মী সভায় কমিটি গঠন করার লক্ষে ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্য শোনেন। এর পূর্বে কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া- মোনাজাত করা হয়।

অনুষ্ঠান সঞ্চলনা করে বরিশাল মহানগর সাধারন সম্পাদক মসিউর রহমান মঞ্জু।

বরগুনায় তিন ইয়াবা ব্যাবসায়ী গ্রেপ্তার

বরগুনা সদর উপজেলার ২নং গৌর চেন্না ইউনিয়নের সোনালী পাড়া এলাকা থেকে রাত ১১:৩০ মিনিট এর সময় গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা গোয়েন্দা শাখার একটি দল তাদের গ্রেফতার করে। সোনালী পাড়া আলহাজ্ব মনোয়ার হোসেনের বাসা ভাড়া করে দীর্ঘদিন যাবত এই মাদক কারবারিরা ব্যবসা করে আসছিল।

ইয়াবা ব্যবসায়ীরা হলেন মোছাম্মদ কনিকা আক্তার লিপি সমীর সাহা ও গোবিন্দ সরকার এই তিনজনকে ২৮ পিস ইয়াবা ও নগদ ১৭২০০হাজার দুইশত টাকা সহ গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব খন্দকার জাকির হোসেনের নেতৃত্বে আটক করে বরগুনা সদর থানায় হস্তান্তর করা হয়। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন এদের বিরুদ্ধে বরগুনা জেলায় বিভিন্ন থানায় একাধিক মাদক কারবারি মামলাও রয়েছে।