বরিশালে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ শেষে হত্যা মামলায় আসামীর ফাঁসি

শামীম আহমেদ ॥বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধীন কাশিপুর ইউনিয়নের মাহমুদা বেগমের তৃতিয় শ্রেনীর শিক্ষার্থী সিমা (৮)কে ধর্ষণ, আপহরন ও লাশ গুম করার অপরাধে পৃথক তিনটি ধারায় আসামী আবুল কালাম আজাদ (ওরফে) কালুকে মুত্যুদন্ড,যাবতজীবন ও সাত বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা আরো দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করে ভিকটিমের পরিবারকে দেয়ার আদেশ দিয়েছে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আবু শামীম আজাদ।

আজ বৃহস্পতিবার (৩) ডিসেম্বর বেলা ১২ টায় আসামী ও বাদী পরিবারের উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।

বরিশাল উন্নয়ন সংগঠন আভাষের পক্ষ থেকে সিমার পরিবারকে আইন ও শালিশ কেন্দ্রের মামলা পরিচালিত আইনজীবী মোকলেচুর রহমান খান জানান, ২০১৮ সালের ১১ই মার্চ আনুমানিক দুপুর ২টারদিকে শিক্ষার্থী সিমা (৮) স্কুলের পাশ^বর্তী আবুল কালাম আজাদ কালুর বাড়ির বাথরুমে গেলে সেসময় কালুর বাড়িতে কেহ না থাকার সুযোগে সিমাকে ধর্ষণ করার পর হত্যা করে বস্তায় ভরে হালিম মাস্টারের পারিবারিক কবরস্থানে ফেলে দিয়ে আসে।

পরবর্তীতে ১৩ই মার্চ এয়ারপোর্ট থানা পুুিলশ কবরস্থান থেকে বস্তাবন্ধি অবস্থায় সিমার লাশ উদ্ধার করে হয়।

এঘটনায় শিশু সিমার মা মাহমুদা বেগম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে একই বচরের ২০ই সেপ্টেম্বর তদন্তকারী কর্মকর্তা ইন্সেপ্রেক্টর আঃ রহমান মুকুল আদালতে কালুর বিরুদ্ধে আদালতে চার্জসিট প্রতিবেদন দাখিল করে।

পরবর্তী সময়ে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারকার্য শেষ করার জন্য প্রেরন করা হয়। ট্রাইব্যুনাল দীর্ঘ দেড় বছর মামলাটি পরিচালনাকালে তদন্তকারী কর্মকর্তা সহ ১০জনের স্বাক্ষ গ্রহন শেষে নারী ও ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক আসামী আবুল কালাম আজাদ কালুকে ধর্ষণের অপরাধে মৃত্যুদন্ড প্রদান করা হয়। রায়ে একই সময় সিমাকে অপহরন করার অপরাধে যাবতজীবন ও লাশ ঘুম করার অপরাধে ৭ বছরের সশ্রম কারাদন্ডের পাশাপাশি আসামীর স্থাবর অস্থাবর বিক্রি করে বিকটিম পরিবারকে দেড় লক্ষ টাকা দেয়ার আদেশ প্রদান করেন।

বানারীপাড়ায় মডেল মসজিদ দ্রুত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

বরিশালের বানারীপাড়া উপজেলা ইমাম সমিতি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ অতি দ্রুত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার ৩ ডিসেম্বর সকাল ১০টায় সডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের স্থানে (কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন) মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল কবির বক্তৃতায় বলেন,দেশের প্রায় উপজেলায় ইতোমধ্যেই মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ হলেও বানারীপাড়ায় এর কার্যক্রম বাস্তবায়িত হচ্ছেনা।

অচিরেই প্রস্তাবিত স্থানে কাজ শুরু করার জন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহে আলম এবং উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

কাজ শুরু করা না হলে আরও কঠোর কর্মসূচি দিবেন বলেও তারা জানান। মানববন্ধন শেষে ইমাম সমিতির পক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত, কাজ শুরু করার দাবীতে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার কাছে জমা দেন।

বরিশালে ফুটপাত দখলমুক্ত করতে মাঠে নেমেছে পুলিশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার বলেছেন,নগরীর সড়কগুলোকে যানজট মুক্ত করে শৃংখলা ফিরিয়ে আনতে কাজ করছে পুলিশ।

 

বরিশাল নগরীর ব্যাস্ততম সড়কগুলোর মধ্যে সদর রোড অন্যতম।এখানে সড়কের দুই পাশের ফুটপাত দখল করে হকাররা অবৈধ ভাবে দোকান বসানোর কারনে প্রতিনিয়ত যানজট বেড়েই চলছে।তাই ফুটপাতে হকার বা ভাসমান দোকান বসতে দেয়া হবেনা।

 

এর পরেও কেউ যদি ফুটপাত দখল করে রাখে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে।আজ থেকে নগরীর ফুটপাত দখল মুক্ত রাখতে নতুন আঙ্গিকে মাঠে নেমেছে পুলিশ।নগরবাসীর চলাচলের সুবিধার্থে ফুটপাত দখল মুক্ত রাখতে ট্রাফিক পুলিশ বদ্ধপরিকর।

 

 

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর)সকালে বরিশাল জেলা স্কুল মোড়থেকে জেলখানার মোড় পর্যন্ত সড়কের দুই পাশের অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করে ফুটপাত দখল মুক্ত রাখতে অভিযান পরিচালনা কালে তিনি এসব কথা বলেন।

 

 

এ সময় তিনি আরও বলেন,সদররোড থেকে হকার উচ্ছেদ করে ফুটপাত দখল মুক্ত রাখতে প্রতিদিন তিনবার সকাল,দুপুর ও রাতে অভিযান পরিচালিত হবে।নিরাপদ নগরী গড়ে তুলতে আমাদের এ অভিযান চলমান থাকবে।

 

উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার দোকান মালিকদের উদ্দেশ্য করে বলেন,আপনাদের দোকানের সামনে অবৈধ ভাসমান দোকান থাকলে জনস্বার্থে তা উঠিয়ে দিন। প্রয়োজনে ট্রাফিক পুলিশের সহায়তা নিন।পুলিশ আপনাদের সেবায় সদা প্রস্তুত আছে।

 

 

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন, ট্রাফিক পুলিশের টি আই এডমিন রবিউল ইসলাম,টি আই বিদ্যৎ চন্দ্র দে,টি আই আব্দুর রহিম,সার্জেন্ট রানা সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

বরিশালে অস্ত্র, ইয়াবা, গাঁজাসহ সন্ত্রাসী মনির গ্রেফতার

দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ সন্ত্রাসী মনির হোসেনকে গ্রেফতার করেছে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা। এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে আগৈলঝাড়া থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার দুপুরে থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম ছরোয়ার র‌্যাবের দায়ের করা মামলার উদ্বৃতি দিয়ে বলেন, বুধবার মধ্যরাতে র‌্যাবের টহল দল রতœপুর বাজারে ডিউটিকালীন অবস্থায় স্থানীয় দলিল উদ্দিন হাওলাদারের ঘরে অস্ত্র ও মাদকসহ এক ব্যবসায়ির অবস্থানের খবর পান।

পরে র‌্যাব সদস্যরা ওই বাড়ি ঘেরাও করে অস্ত্র ও মাদক ব্যবসায়ী ছয়গ্রামের মৃত জব্বার হাওলাদারের পুত্র মনির হোসেনকে (৩৬) আটক করে। মনিরের স্বীকারোক্তি অনুযায়ী তার (মনির) শ্বশুর দলিল উদ্দিনের ঘর থেকে একটি চাইনিজ কুড়াল, একটি ছোড়া, ২০পিচ ইয়াবা ট্যাবলেট ও ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করেন।

এজাহারের বরাত দিয়ে ওসি আরও বলেন, র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটক মনির জানিয়েছে সে বিভিন্ন এলাকা থেকে মাদক এনে এলাকায় পাইকারী ও খুচরা বিক্রি করতো। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ আটক মনিরকে বৃহস্পতিবার সকালে থানায় হস্তান্তর করে র‌্যাবের ডিএডি মোঃ আব্দুুল্লাহ বাদি হয়ে মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত মনির হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কাউখালীতে বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ

কাউখালী প্রতিনিধি ॥ জরুরী কোভিড-১৯ প্রতিক্রিয়া এর অংশ হিসেবে ‘‘উচ্চমূল্য ও পুষ্টি সমৃদ্ধ বসতবাড়ির সবজি বাগান প্রদর্শনী’’ শীর্ষক বিশেষ কর্মসূচির আওতায় পিরোজপুরের কাউখালীতে ১ হাজার ৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ এর উদ্বোধনী অনুষ্ঠান ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. খালেদা খাতুন রেখা,

উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ প্রমুখ। অর্থায়নে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি)।

বরিশালে ছাত্রলীগ নেতার হাত ধরে প্রবাসীর স্ত্রী উধাও হওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন

বরিশাল জেলার মুলাদীতে পরকীয়া প্রেমিক ছাত্রলীগ নেতার হাত ধরে পালিয়ে যাওয়া প্রবাসীর স্ত্রীকে ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছে তার পরিবার।

এখন তারা বিগত ১০ বছরে স্ত্রীর হিসেব নম্বরে কুয়েত প্রবাসী ছেলের পাঠানো অর্থ এবং তাদের দুই সন্তান ফেরত চান। বৃহস্পতিবার সকাল ১১টায় বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান কুয়েত প্রবাসী মোতালেব কাজীর বাবা আবুল হাসেম কাজী।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ১৭ বছর আগে তার ছেলে মোতালেব কাজী একই এলাকার আসমা খানম লাকীকে বিয়ে করেন। তাদের দাম্পত্যে দুটি সন্তান রয়েছে। সংসারে স্বচ্ছলতা আনতে তার ছেলে মোতালেব কাজী গত ১০ বছর ধরে কুয়েতে প্রবাস জীবন যাপন করেন।

গত ১০ বছরে তার ছেলে কুয়েতে আয় করা সমুদয় অর্থ প্রেরণ করে তার স্ত্রী লাকীর ব্যাংক হিসাবে। গত ১৬ নভেম্বর মোতালেবের পাঠানো ২০ লাখ টাকা ও ৪ লাখ টাকা মূল্যের স্বর্নালংকার এবং দুই সন্তান নিয়ে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মুরাদ কাজীর হাত ধরে পালিয়ে যায়। পরে তারা নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে করে।

এ ঘটনায় পরদিন ১৭ নভেম্বর মুলাদী থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। এ ঘটনায় তারা জেলা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মুরাদ কাজী তাদের জীবন নাশের হুমকি দিচ্ছে। তার ভয়ে তারা নিজ বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়েন। সেখান থেকে পালিয়ে বরিশাল এসে সংবাদ সম্মেলন করেন প্রবাসীর বাবা আবুল হাসেম কাজী।

সংবাদ সম্মেলনে স্ত্রীর নামে প্রবাসী ছেলের পাঠানো অর্থ এবং তার দুই সন্তানকে ফেরত পাওয়ার দাবি জানান আবুল হাসেম কাজী। একই সাথে ছাত্রলীগ নেতা মুরাদের রোষানল থেকে বাঁচতে সরকার সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ঝালকাঠিতে নাগরিক অ্যাডভোকেসি ফোরামের কমিটি গঠন হিমু সভাপতি, রিজভী সম্পাদক

ঝালকাঠি প্রতিনিধি।।
সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমুকে সভাপতি ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এসএম রুহুল আমীন রিজভীকে সাধারণ সম্পাদক করে ঝালকাঠি নাগরিক অ্যাডভোকেসি ফোরামের (সিএএফ) কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল পদ্ধতিতে ফোরামের সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন, সহসভাপতি হাবিবুর রহমান হাবিল, মেহেদী হাসান খান বাপ্পী ও নুরুন্নাহার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাকিনা আলম লিজা, ডালিয়া নাসরীন ও উদয় শংকর, কোষাধ্যক্ষ সাংবাদিক কে এম সবুজ, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন খসরু, সহসাংগঠনিক সম্পাদক, আতিকুল ইসলাম হৃদয়, এস এম রেজাউল করিম ও সৈয়দ আলী হাসান, দফতর সম্পাদক কে এম জুয়েল প্রচার প্রকাশনা ও যোগাযোগ সম্পাদক রাজিব হোসেন, সদস্য মুজিবুল হক আকন্দ, নূরুল আমীন খান সূরুজ, আবদুল আজিজ খলিফা, তরুন কর্মকার, এস আর এম মানিক, আবু সাঈদ খান, ফাতেমা খানম, ইসরাত জাহান সোনালী, আফরোজা আক্তার লাইজু, মানিক রায়, অ্যাডভোকেট, মিজানুর রহমান মুবিন, ফারজানা ইয়াসমীন, মমতাজ বেগম, নাজমুন্নাহার পুতুল, নিগার সুলতানা, মাহিদুল ইসলাম রাব্বি। সংগঠনের উপদেষ্টা পরিষদে রয়েছেন ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ঝালকাঠি পৌরসভার মেয়র, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্্িরর সভাপতি, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি, ও ডেমোক্রেসি ইন্টারন্যালের মাস্টার ট্রেইনার, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর।
নাগরিক অ্যাডভোকেসি ফোরামের (সিএএফ) সভায় আগামী দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। বিশেষ করে বিজয় দিবস পালন ও করোনা পরিস্থিতিতে মাস্ক বিতরণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নানা উদ্যোগ নেওয়া হয়। সভায় সভাপতি করেন নতুন কমিটির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু। এতে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যালের বিভাগীয় সমন্বয়কারী দিপু হাফিজুর রহমান।

নৌকা বানাচ্ছেন কৃষকলীগ নেতা

ডিসেম্বর মাস। সামনে বিজয় দিবস। এ মাসে লাল-সবুজে পতাকা, পোষাকের গুরুত্ব বেশি। লাল-সবুজের কাপড় দিয়ে মনের মাধুরি দিয়ে নৌকা বানাচ্ছেন বেতাগীর নৌকা প্রেমিক এককর্মী । কেউ কেউ দাড়িয়ে দেখছে। কেউ কেউ মোবাইলে ছবি করছেন।

কয়েকজনে ওই নৌকা নির্মাতাকে চা-পান খাওয়াচ্ছেন। এ গল্পের বাস্তব রহস্যে, প্রথম ধাপের বরগুনার বেতাগী পৌরসভা নির্বাচন ২৮ ডিসেম্বর। পৌর শহরের সর্বত্র উৎসব মুখর পরিবেশ।

গতকাল সন্ধ্যার পরে বেতাগী থানার সামনে আওয়ামী লীগের দলীয় শাখা কার্যালয়ে একা একা বসে জাতীয় পতাকার আদলে লাল-সবুজের কাপড়ে নৌকা বানাচ্ছেন উপজেলা কৃষক লীগ সভাপতি ক্যাপ্টেন সেলিম আহমেদ।

একদম নিখুঁতভাবে মনের মাধুরি দিয়ে নৌকা তৈরি করছেন। নৌকা সবুজ কাপড়ে তৈরি করা হয়েছে। আর মাঝখানে দেওয়া হয়েছে লাল বর্ণের বৃত্ত করে কাপড়।

আর তাঁর নৌকা তৈরির দৃশ্য দাড়িয়ে থেকে অনেক উপভোগ করছেন। কেউ কেউ তাঁর প্রশাংসা করেছেন। এ বিষয় নৌকা নির্মাতা সেলিম আহমেদ বলেন, বঙ্গবন্ধু’র নৌকা প্রতীককে ভালোবাসি এবং প্রতিবছর একটি নৌকা নিজ হাতে তৈরি করি। দলের প্রতি কাজ করে আমি সত্যিকার আনন্দ উপভোগ করছি।

উজিরপুরে মাছ ধরাকে কেন্দ্র করে হামলা সংঘর্ষে আহত ৬ জন

বরিশালের উজিরপুরে মাছ ধরাকে কেন্দ্র করে হামলা সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। এদের গুরুতর আহত ৪ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর উপজেলার সাতলা ইউনিয়নের সাতলা গ্রামের আইয়ুব আলী বালীর ছেলে হানজালা বালীর সাথে একই বাড়ির নজরুল বালীর ছেলে জনি বালী একটি ডোবায় মাছ ধরতে গেলে তখন হানজালা বাধা দেয়ায় বাকবিতন্ডার এক পর্যায়ে জনি, সোহেল, নজরুল, অজিত বালীসহ ৮/১০ মিলে এলোপাতাড়ি ভাবে হানজালাকে পিটিয়ে গুরুতর আহত করে।

এসময় তার ডাক চিৎকারে ভাই সুমন বালী, হাসিবুল, বোন সোনিয়া, মা সালমা বেগম এগিয়ে আসলে তাদেরকেও লোহার রড, সাবল ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

এব্যাপারে সুমন বালী জানায়, প্রতিপক্ষের লোকজন আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায়, পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে লোহার রড, সাবল ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

এসময় তাদের হামলায় আমার ডান হাতটা ভেঙে যায়। তিনি আরো জানান, প্রতিপক্ষ নজরুল বালীর মেয়ে জামাই ইদ্রিস সরদার স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ হওয়ায় এলাকায় তার ছত্রছায়ায় বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়ায় তারা। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।