মাদকের হাত থেকে জাতিকে রক্ষা করতে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স নিয়েছে-ডিসি খাইরুল আলম

শামীম আহমেদ ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেছেন,একটি জাতিকে ধ্বংস করতে মাদকই যথেষ্ট।

ইয়াবা ফেন্সিডিল,হিরোইন,আফিম এগুলোর একটিও বাংলাদেশে তৈরী হয়না।বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দিতে দেশী ও বিদেশী একটি চক্র সুকৌশলে আমাদের দেশে মাদক ঢুকিয়ে দিচ্ছে।

মাদকের হাত থেকে জাতিকে রক্ষা করতে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স নিয়েছে।দেশের রাঘব বোয়াল মাদক ব্যাবসায়ীদের আইনের আওতায় এনে মাদকের করাল গ্রাসথেকে যুব সমাজকে রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।তাই মাদক সহ সকল প্রকার অপরাধ সম্পর্কে পুলিশকে তথ্যদিয়ে পুলিশের তথ্য ভান্ডারকে সমৃদ্ধ করে বাংলাদেশকে মাদক মুক্ত করতে এগিয়ে আসুন।

আজ মঙ্গলবার (০১ ডিসেম্বর) বেলা ১১ টায় বরিশাল এয়ারপোর্ট থানাধীন শোলনা ১১ নং বিট পুলিশিং কার্যালয়ের উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন,থানা থেকে সরাসরি সব এলাকায় পুলিশি সেবা দেয়া একটু কঠিন তাই বিট পুলিশিং কার্যালয়ের মাধ্যমে এখানে পুলিশি সেবা দেয়া হবে।এখন আর কাউকে কষ্ট করে আর থানায় যেতে হবেনা।বিট কার্যালয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সেবা পৌছে দেয়া হবে।এলাকার সাধারন মানুষের নিরাপত্তা বজায় রাখতে বিট অফিসার সার্বক্ষনিক কাজ করে যাবেন।

বর্তমান সময়ে মহামারী করোনা প্রতিরোধ করতে সবাই মাস্ক ব্যাবহার করে নিজেদের দৈনন্দিন কাজ পরিচালনা করুন।সঠিক ভাবে স্বাস্থবিধি বিধি মেনে করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যেতে হবে।মাননীয় প্রধান মন্ত্রীর দুরদর্শী নের্তৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি।একটি সমৃদ্ধশালী দেশ গড়তে হলে আইনশৃংখলা পরিস্থিতি টেকসই হতে হবে।সে লক্ষ্যে কাজ করছে পুলিশ।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ ফজলুল করিম বলেন,কমিউনিটি পুলিশিংয়ের এর একটি অংশ বিট পুলিশিং।পুলিশি সেবাকে জনগনের দোড়গোড়ায় পৌছে দিতে এ বিট পুলিশিং।

এলাকার ছোট খাট সমস্যার জন্য এখন আর কাউকে থানায় যেতে হবেনা বিট অফিসারের মাধ্যমে তা সমাধান করা যাবে।সমাজে বসবাস করতে গেলে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যায় পড়তে হয় এ সকল সমস্যা থেকে উত্তরোনের পথ আমরা বলে দিতে পারবো।

এলাকার ইভটিজার, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যাবসায়ীদের তথ্য দিয়ে আপনারা পুলিশকে তথ্য দিন।ছোট কিছু থেকে যাতে বড় কোন বিষয়ের সৃষ্টি না হয় সে জন্য আমরা অংকুরেই ওটাকে বিনষ্ট করে দেয়ার জন্য এ বিট পুলিশিংয়ের ব্যবস্থা করেছি।সোসাল মিডিয়া ব্যাবহারের ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে।

না বুঝে কোন কিছুতে লাইক কমেন্ট ও শেয়ার করা যাবেনা।সোসাল মিডিয়া ব্যাবহারের ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে।এলাকার সকল প্রকার সমস্যা সম্পর্কে পুলিশকে অবহিত করুন পুলিশ আপনাদের সেবায় সদা প্রস্তুত রয়েছে।

সভাপতির বক্তব্যে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলম বলেন,সকলের সার্বিক সহযোগিতার মাধ্যমে বিট পুলিশিংয়ের কার্যক্রমকে আরো গতিশীল করা যাবে।সকলের সহযোগিতার মাধ্যমে এ এলাকাকে একটি অপরাধ মুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।

এয়ারপোর্ট থানার এস আই মোঃ আসাদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,১ নং রায়পাশা কড়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সরদার, ১ নং রায়পাশা কড়াপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব হাওলাদার,১ নং রায়পাশা কড়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহরিয়ার বাবু,

১ নং রায়পাশা কড়াপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সাধারন সম্পাদক মিজানুর রহমান,রায়পাশা কড়াপুর ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য কাজল বেগম,কড়াপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোঃ মোশারেফ হোসেন আকন প্রমুখ।

বরিশালে গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য সেবা বন্ধ

মাঠ পর্যায়ে গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য সেবা দানকারী স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচীর ষষ্ঠ দিন অতিবাহিত হয়েছে।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) ষষ্ঠ দিন সকাল থেকে বরিশাল সদর উপজেলার ৬৪ জন স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য মিলনায়তনের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করেন।

এ সময় আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষনা দেন। তাদের দাবি বেতন বৈষম্যের শিকার হয়ে তারা মানবেতর জীবন যাপন করছে। সরকার তাদের দাবি পূরন না করা পর্যন্ত কাজে ফিরবেন না তারা।

এদিকে স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করায় বরিশালের ২৫৮০টি কেন্দ্রে নিয়মিত টিকা ও সেবাদান কর্মসূচী বন্ধ রয়েছে।

বরিশালে করোনা সংক্রামন প্রতিরোধে সচেতনতামূলক সভা

করোনা সংক্রামন প্রতিরোধে বরিশালের পরিবহন মালিক-শ্রমিকদের সাথে সচেতনতামূলক সভা করেছে মেট্রোপলিটন পুলিশ।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর রূপাতলী বাস টার্মিনালে কোতয়ালী মডেল থানার উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেট্রো পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

উপ-কমিশনার (দক্ষিন) মো. মোকতার হোসেনের সভাপতিত্বে সচেতনতামূলক সভায় বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম। এছাড়া রূপাতলী বাস মালিক সমিতির সধারন সম্পাদক কাওছার হোসেন শিপন সহ পরিবহন মালিক ও শ্রমিক নেতারা সভায় বক্তব্য রাখেন।

সভায় প্রধান অতিথি পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান করোনার দ্বিতীয় দফা সংক্রামন প্রতিরোধে সবাইকে মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশনা দেন।

সভা শেষে পুলিশ কমিশনার রূপাতলী বাস টার্মিনাল এলাকায় মাস্ক বিহীন জনগনের মাঝে মাস্ক এবং সচেতনতামূলক লিফলেট বিতরন করেন। এছাড়া বিভিন্ন পরিবহন ও কাউন্টারে এবং দোকানে সচেতনতামূলক স্টিকার সাটিয়ে দেন পুলিশ কমিশনার।

জিয়াউর রহমানের নাম পরিবর্তনের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

রাজধানীর মোঘলটুলী এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাধ্যমিক বিদ্যালয় এর নাম পরিবতন এর প্রতিবাদে বরিশালে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল ও মহানগর ছাত্রদল।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় নগরের অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ করে তারা।

সমাবেশে বক্তব্য রাখেন, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি এ্যাডভোকেট আবদুল মালেক, সাধারন সম্পাদক নাদিম, সহ সভাপতি সাইদুর আলম মিরন, যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান, এইচ এম আল আমিন, আক্তারুজ্জামান সাব্বির, সহ সাধারন সম্পাদক তানভীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইউসুব প্রমুখ।

পরে দলীয় কার্যালয় থেকে নেতৃবৃন্দ মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাঁধা দেয়। পরে তারা দলীয় কার্যালয়ের সামনে দাড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

এর আগে নগরের সদর রোডে বিক্ষোভ মিছিল করে দলীয় কার্যালয়ে আসে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

অপরদিকে বিকালে একই প্রতিবাদে মহানগর ওয়ার্ড ছাত্রদল কর্মীরা প্রথম ধারার নেতাদের ছাড়াই সদররোডে বিক্ষোভ মিছিল করে দলীয় কার্যালয়ে প্রবেশ করে এক প্রতিবাদ সভা করে।

এসময় বক্তব্য রাখেন গাজী মজিবর, তুহিন হাওলাদার, সজিব কাজী, মোস্তাফিজুর রহমান, আরমাস ও সুজন প্রমুখ।

পরে একটি দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে সড়কের উঠার চেষ্টা করলে পুলিশের বাধায় তারা আর এগুতে পারেনি।

উজিরপুর পৌরসভার আ’লীগের প্রার্থী গিয়াস উদ্দিনের মনোনয়ন ফরম দাখিল

বরিশাল জেলার আসন্ন উজিরপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী উজিরপুর উপজেলার আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও সফল মেয়র জনপ্রিয় নেতা গিয়াস উদ্দিন বেপারি আজ ১লা ডিসেম্বর মঙ্গলবার সকালে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সকল নেত্রীবৃন্দকে সাথে নিয়ে উপজেলা নির্বাচন কমিশনের সহকারী রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ আলী মদ্দীন’এর হাতে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার মনোনয়ন ফরম দাখিল করেন।

সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ অফিসে সকল নেতাকর্মীদের উপস্থিতে সাবেক ছাত্রলীগ সভাপতি আনিসুর রহমান নয়ন এর সঞ্চালনায় আলোচনা সভায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ও বঙ্গবন্ধুর ভাগ্নে দক্ষিণ অঞ্চলের রাজনৈতিক অভিভাবক জননেতা আলহাজ্ব আবদুল হাসনাত আবদুল্লাহর সুসাস্থ ও দির্ঘায়ু কামনায় এবং মহীয়সী নারী নেত্রী সাহানারা আব্দুল্লাহ’র আত্মার মাগফিরাত কামনা’সহ সকল আওয়ামী লীগ নেতার মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।

আলোচনা শেষে সকলের দোয়া ও ভালোবাসায় সিক্ত হয়ে আওয়ামী লীগ অফিস থেকে সকল নেত্রীবৃন্দকে সাথে নিয়ে উৎসব মূখর পরিবেশে বিশাল এক নৌকার কাফেলা নিয়ে মনোনয়ন ফরম দাখিল করেন জননন্দিত সফল মেয়র গিয়াস উদ্দিন বেপারি।

এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবাল, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুল ওয়াদুত সরদার, বানারীপাড়া পৌর মেয়র এ্যাড. সুভাষ চন্দ্র শীল,

উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নুর মোহাম্মদ হাওলাদার, অশোক কুমার হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মোঃ ইকবাল বালী, ওটরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ শাহদাত হোসেন, শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন, বরাকোঠা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মৃধা,

সাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার লিটন, জল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেবী রানী হালদার, গুঠিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডাঃ দেলোয়ার হোসেন, হারতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডাঃ হরেন রায়,

বামরাইল ইউনিয়ন চেয়ারম্যান ইউসুফ হাওলাদার, ওটরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এম এ খালেক রাড়ী, হারতা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বিশ্বাস, উপজেলা মুক্তিযুদ্ধা ডেপুটি কমান্ডার হারুন মুন্সি, শ্রমিক লীগের আহবায়ক আনোয়ার হোসেন খান,

শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম শিপন মোল্লা, আওয়ামী লীগ নেতা আজিজ সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাবু অসীম ঘরামী, উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জালিছ মাহমুদ শাওন’সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অংঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং কর্মী সর্মথকবৃন্দ।

বর্ণাঢ্য আয়োজনে বরিশাল ফটো সাংবাদিক পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

আনন্দঘন পরিবেশে বরিশাল ফটো সাংবাদিক পরিষদ এর প্রথম সাধারণ সভা ও সমুদ্র ভ্রমন অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ও ২৯ নভেম্বর দু’দিন ব্যাপী কুয়াকাটা সমুদ্র সৈকতের হোটেল স্কাই প্যালেসের হল রুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

দু’দিনব্যাপী এই সাধারণ সভায় আলোচনা পর্ব ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণসহ নানা অনুষ্ঠানের আয়োজন ছিল।

এর আগে ২৮ নভেম্বর বিকাল ৪টায় বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সভাপতি কামরুজ্জামান জুয়েল রানা’র সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসকাব এবং সম্পাদক পরিষদ, বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সভাপতি আরিফিন তুষার, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসকাবের পাঠাগার সম্পাদক ও নিউজ এডিটরস্ কাউন্সিলের সিনিয়র কার্যনির্বাহী সদস্য খান রুবেল।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভার সাংগঠনিক কার্যক্রমের বিষয়বস্তু তুলে ধরেন বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান রাসেল।

পরে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সিনিয়র সহ-সভাপতি সাইদুর ইসলাম, সহ-সভাপতি রেদওয়ান রানা, অলিউল ইসলাম, শাকিউজ্জামান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক নাজমুস সাকিব ঝান্টি, নাদিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আল আমিন সাগর, অর্থ সম্পাদক এন. আমিন রাসেল, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রাতুল, ক্রীড়া সম্পাদক নাঈম হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান, প্রচার সম্পাদক নাসির উদ্দিন, সহ-প্রচার সম্পাদক মিল্টন কবিরাজ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন, তথ্য ও গবেষনা সম্পাদক পাভেল ফেরদাউস ইমন, সদস্য শামীম ফকির, লিটন আকন, আবুল কালাম আজাদ সোহাগ, সবুজ হোসেন, আলাউদ্দিন, রেজাউল, জিয়াদ হোসেন ও সুজন।

সাধারণ সভায় সকল সদস্যদের সম্মুতিক্রমে নতুন দু’জন সদস্যকে বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সাধারণ সদস্য পদ প্রদান করা হয়েছে। এরা হলেন- বরিশাল প্রতিদিন পত্রিকার ফটো সাংবাদিক শামীম খান ও বরিশাল সময় পত্রিকার ফটো সাংবাদিক মেহেদী হাসান সজল।

এছাড়াও অনুষ্ঠিত সাধারণ সভায় নেতৃবৃন্দ বরিশালে কর্মরত ফটো সাংবাদিকদের জীবন মান উন্নয়নের পাশাপাশি সাংবাদিকতার নীতি-নৈতিকতা বজায় রেখে পেশাগত কাজে পরিচ্ছন্নতা, অপসাংবাদিকতা প্রতিরোধ এবং রাষ্ট্রের ক্ষতি হয় এমন কাজ ফটো সাংবাদিকদের এড়িয়ে চলার বিষয়ে ঐক্যমত প্রকাশ করেন।

সাংগঠনিক সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ২৯ নভেম্বর সকালে কুয়াকাটা সমুদ্র সৈকতের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন শেষে সংগঠনের ক্রীড়া সম্পাদক নাঈম হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক আব্দুর রহমানের পরিচালনায় সকাল ১১টায় ফটো সাংবাদিক পরিষদের সদস্যদের মধ্যে থেকে দুটি দল গঠন করে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সহ-সাধারণ সম্পাদক নাজমুস সাকিব ঝান্টির নেতৃত্বাধিন দল ১-০ গোলে সহ-সভাপতি শাকিউজ্জামান মিলনের দলকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী এবং রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।