করোনাকালে মাস্কের অপর নাম জীবন : বিএমপি কমিশনার

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেছেন, করোনা সবচেয়ে বেশি ছড়িয়ে পড়তে পারে গণপরিবহন থেকে। আর গণপরিবহনে যদি সুরক্ষা সামগ্রী ব্যবহারে উদ্যোগ নেওয়া হয়, সঠিকভাবে প্রয়োগ করা হয়; এর মালিক-শ্রমকিরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলেন, যাত্রীদের যদি স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করেন তাহলে অনায়াসে কভিড-১৯ প্রতিরোধ সম্ভব। পাশাপাশি দেশকে লকডাউন থেকে রক্ষা করা সম্ভব।

আজ (১ ডিসেম্বর) মঙ্গলবার দুপরে বরিশাল কোতয়ালী মডেল থানার আয়োজনে রুপাতলী বাসস্ট্যান্ডে পরিবহন মালিক-শ্রমিকদের সাথে সচেতনতামূলক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

শাহাবুদ্দিন খান আরও বলেন, পরিবহন সেক্টরে যারা জড়িত তাদের মধ্যে ধৈর্য্য-সহনশীলতা রয়েছে তা প্রমাণিত। আপনারা করোনা প্রতিরোধে অত্যান্ত কার্যকর ভূমিকা পালন করেছেন। করোনাকালীন সময়ে সরকারি নির্দেশনা মেনে চলেছেন। আপনারা জানেন লকডাউন এলে সকলের জীবন-জীবিকার চাকা স্থবির হয়ে পড়ে। লকডাউনের মারাত্মক নেতিবাচক চাপ রয়েছে। এতে অর্থনৈতিক অবস্থার ধ্বস নেমে যায়। এর কুফল মর্মে মর্মে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র মানুষদের ভোগ করতে হয়। সুতরাং লকডাউন হোক তা আমরা কেউ চাই না।

তিনি বলেন, মানুষকে বাঁচাতে ইউরোপ আমেরিকার মত উন্নত দেশে পুনরায় লকডাউন দিতে বাধ্য হয়েছে। অর্থনীতি, স্বচ্ছলতা পরের কথা; আগেতো মানুষকে বাঁচাতে হবে। ইউরোপ আমেরিকার মত যদি আপনারা লকডাউন না চান তাহলে প্রািতরোধমূলক কাজ করতে হবে। এমন কোন কাজ করা যাবে না যাতে আমাদের লকডাউনে যেতে হয়। লকডাউন যেন না আসে সেই সিদ্ধান্ত, সুরক্ষা সর্বসাধারণকে নিতে হবে।

পুলিশ কমিশনার বলেন, করোনা প্রতিরোধের বিষয়ে এক শ্রেণীর লোক আছে যারা সবকিছুকেই হালকা করে দেখেন। তারা নিজেদের যেমন ক্ষতি করছেন সমাজেরও তেমনি ক্ষতি করছেন।

করোনার প্রতিরোধ হালকাভাবে দেখলে চলবে না। করোনা প্রতিরোধে অনেকগুলো সুরক্ষা সামগ্রী রয়েছে, তার মধ্যে মাস্ক পরিধান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারন মাস্ক আপনাকে করোনা থেকে ৮০ শতাংশ সুরক্ষা দিবে।

বিএমপির এই শীর্ষ কর্মকর্তা বলেন, মানুষের জীবন রক্ষায় যেমন পানি অত্যান্ত গুরুত্বপূর্ণ; সে কারনে বলা হয় পানির অপর নাম জীবন। তেমনি করোনার মহামারির বিরুদ্ধে বেঁচে থাকতে হলে আপনাকে মাস্ক পড়তেই হবে। করোনাকালীন সময়ে মাস্কের অপর নাম জীবন। সুতরাং মাস্ক পরিধানকে একজন সচেতন নাগরিক হিসেবে অবহেলা করার কোন অধিকার নেই। আর যারা মাস্ক পড়বেন না তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে।

বাস মালিক সমিতির সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন, ওয়ার্ড কাউন্সিলর হুমায়ূন কবিরসহ আলোচনা সভায় বিএমপির বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, বাস মালিক, শ্রমিক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

তৃতীয় সাবমেরিন ক্যাবল প্রকল্প একনেকে অনুমোদন

বহুল কাঙ্ক্ষিত তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপনে ৬৯৩ কোটি টাকার প্রকল্পসহ চার উন্নয়ন প্রকল্প মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন করা হয়েছে। সাবমেরিন ক্যাবল প্রকল্পটির লক্ষ্য দেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণ করা। নতুন এ সংযোগ থেকে বাংলাদেশে প্রতি সেকেন্ডে ৬ টেরাবাইট ব্যান্ডউইথ পাবে।

একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সাপ্তাহিক সভায় এ অনুমোদন দেয়া হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং একনেকের অন্য সদস্যরা এনইসি ভবন থেকে যুক্ত ছিলেন। সভা শেষে প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক ড. শামসুল আলম জানান, আজ তিন মন্ত্রণালয়ের চারটি প্রকল্প অনুমোদিত হয়েছে। প্রকল্পের মোট আনুমানিক ব্যয় ২ হাজার ১১৫ কোটি ২০ লাখ টাকা (এখানে তিন সংশোধিত প্রকল্পের অতিরিক্ত ব্যয় শুধু যোগ করা) ধরা হয়েছে।

এর মধ্যে সরকারি তহবিল থেকে ১ হাজার ৪৪০ কোটি ৮৭ লাখ, সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন ৩০০ কোটি ৮৩ লাখ এবং বাকি ৩৭৩ কোটি ৫০ লাখ টাকা বিশ্বব্যাংক ও চীনের কাছ থেকে বিদেশি ঋণ হিসেবে আসবে। পরিকল্পনা কমিশনের আরেক সদস্য মো. মামুন-আল-রশিদ ৬৯৩ কোটি ১৭ লাখ টাকার সাবমেরিন ক্যাবল প্রকল্পটি সম্পর্কে জানান যে বাংলাদেশ সাবমেরিন কোম্পানি লিমিটেড ২০২৪ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে। তিনি বলেন, তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপিত হলে দেশের ব্যান্ডউইথ প্রতি সেকেন্ডে ৬ টেরাবাইট বৃদ্ধি পাবে। তিনি জানান, দেশের প্রথম সাবমেরিন ক্যাবলের মেয়াদ ২০২৫ সালে উত্তীর্ণ হয়ে যাবে। তাই নতুন প্রকল্পটি নেয়া হয়েছে।

আর প্রথম ক্যাবলটি ১৫ বছরের পুরোনো হওয়ায় রক্ষণাবেক্ষণের কারণে সেবা বিঘ্নিত হওয়ার হার বেড়েছে। প্রথম সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৪ গত ২০০৫ সালে এবং দ্বিতীয়টি সি-মি-উই-৫ ২০১৭ সালে চালু হয়। তৃতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়া-মধ্যপ্রাচ্য-পশ্চিম ইউরোপ-৬ (সি-মি-উই-৬) ক্যাবলে যুক্ত হবে। এটি সিঙ্গাপুর থেকে ভারত মহাসাগর, আরব সাগর, লোহিত সাগর ও ভূমধ্যসাগর হয়ে ফ্রান্স পর্যন্ত প্রসারিত থাকবে। মূল প্রকল্পের মাঝে থাকছে ১৩ হাজার ২৭৫ কিলোমিটারের মূল সাবমেরিন ক্যাবল এবং ১ হাজার ৮৫০ কিলোমিটারের শাখা সাবমেরিন ক্যাবল বসানো।

প্রকল্পটি অনুমোদনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর, বিল ও চরসহ দেশের সব দূরবর্তী এলাকায় সেবা প্রসারিত করতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডকে (বিটিসিএল) নির্দেশ দেন বলে জানান মামুন-আল-রশিদ। প্রধানমন্ত্রী বলেন, কোনো অঞ্চলের বিটিসিএল কভারেজের বাইরে থাকা উচিত নয়।

রাজাপুরে আলোক বর্তিকার মোড়ক উন্মোচন

মুজিববর্ষ উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের (১২০৪৮) উদ্যোগে প্রথমবারের মত আনুষ্ঠানিকভাবে “আলোক বর্তিকা” নামে একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ রাজাপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা অডিটোরিয়াম অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম বারি খান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সাধারন সম্পাদক ভাইস ও চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, উপজেলা শিক্ষা অফিসার মনিবুর রহমান ও আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান মুজিবুল হক কামাল প্রমূখ।

আলোচনা সভা শেষে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ রাজাপুর শাখার প্রথম প্রকাশনা “আলোক বর্তিকা” ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন সংগঠনের সদস্য ও অতিথিবৃন্দ।

বরিশালে খেলাঘরের দেয়ালিকা প্রতিযোগিতা

শামীম আহমেদ ॥ চিন্তায় মননে মুক্তিযুদ্ধ এই প্রত্যয় নিয়ে বরিশালে খেলাঘরের আয়োজনে দেয়ালিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ (১) ডিসেম্বর মঙ্গলবার সকাল নয়টায় সরকারী বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এই প্রতিযোগিতার উদ্বোধন হয়। যেখানে খেলাঘরের ১৪টি আন্তঃ আসরের সদস্যরা দেয়ালিকা প্রতিযোগিতায় অংশ নেয়।

এখনে বক্তারা বলেন, এই প্রতিযোগিতা শিশুদের মেধা ও মনন বিকাশে ব্যাপক ভূমিকা রাখবে। একসময় এই দেয়ালিকার বেশ প্রচলন ছিল। তখন লেখক তৈরীর প্রথম সোপানও বলা যায় দেলায় পত্রিকাকে। সময়ের ব্যবধানে তা লুপ্ত প্রায়। শিশুরা এখন ঝুঁকে পড়েছে অসম্ভব প্রতিযোগিতামূলক কোচিং সেন্টারের পানে।

তবে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে শিশুরা বেশ উচ্ছ্বাসিত তাদের লেখা দেয়ালিকাতে স্থান পেয়েছে বলে। অপরদিকে অনুষ্ঠানে অংশ নেয়া প্রতিথযশা কবি হেনরী স্বপন বলেন, তার লেখালেখাখির শুরু হয়েছিল খেলাঘরের দেয়ালিকা দিয়ে। চলমান মৌলবাদী আগ্রাসন এবং কুপমন্ডুকতার থেকে বের হতে খেলাঘরের আয়োজনে এই দেয়ালিকা প্রতিযোগিতা বেশ ভূমিকা রাখবে।

মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় সানজিদা আক্তার (১২) নামের ৫ম শ্রেণির এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সানজিদা আক্তার পাশর্^বর্তী পাথরঘাটা থানার রায়হানপুর গ্রামের জাকির হোসেন খানের মেয়ে।

হাসপাতাল সূত্রে জানাগেছে, মঙ্গলবার সকালে ঘরের আঁড়ার সাথে সানজিদাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় স্বজনরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় অপমৃতু মামলা দায়ের করা হয়েছে।

মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িতস্থান পরিচ্ছন্নতা অভিযান শুরু

শামীম আহমেদ ॥ শুরু হয়েছে বিজয়ের মাস ডিসেম্বর। ১৯৭১ সালে নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এসেছে মহান স্বাধীনতা। বিজয় মাসের প্রথমদিনে মঙ্গলবার সকালে বিডি ক্লিন বরিশালের আয়োজনে নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থাপনা পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধণ করা হয়েছে।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এ কর্মসূচির উদ্বোধণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে বীর প্রতীক কেএসএ মহিউদ্দিন মানিক, যুব উন্নয়ন অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক মুহাম্মদ শোয়েব ফারুক, ইউনিসেফের আঞ্চলিক সমন্বয়ক এএইচ তৌফিক আহমেদ,

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান সন্যামত, বিডি ক্লিনের বিভাগীয় সমন্বয়ক মাসুদুর রহমান, জেলা সমন্বয়ক কাজী সাইফুল ইসলাম, সদস্য শাহাজাদা হিরা সহ বিডি ক্লিন বরিশালের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধের স্বপক্ষে থাকার আহবান জানিয়ে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে অতিথিরা পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধণ করেন।

বরিশালে মাস্ক ব্যবহারে অভিযান

শামীম আহমেদ ॥ করোনার দ্বিতীয় ঢেউ থেকে জনসাধারনকে রক্ষায় বরিশালে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের পৃথক ভ্রাম্যমান আদালত। ৩৪ ব্যক্তি ও ৬ প্রতিষ্ঠানকে ১৯ হাজার ২শ’ টাকা জরিমানা করেছে তারা।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা এবং রোমানা আফরোজের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

নগরীর নথুল্লাবাদ ও কাশীপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমান আফরোজ মাস্কবিহীন ৯জন ব্যক্তিকে ৭ হাজার ২শ’ টাকা জরিমানা করেন।

এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার ভ্রাম্যমান আদালত চকবাজার, বাজার রোড ও সদর রোডের জেলখানা মোড় এলাকায় মাস্কবিহীন ২৫জন ব্যক্তি ও ৬টি প্রতিষ্ঠান থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এ সময় জনসাধারনকে মাস্ক পড়তে উদ্বুদ্ধ করা হয়। বোঝানো হয় মাস্ক না পড়লে করোনা সংক্রামনের ঝূঁকির কথা। অভিযানের সময় আর্থিক দন্ডপ্রাপ্ত জনগনের মাঝে মাস্ক ও লিফলেট বিতরন এবং জেলা প্রশাসনের সচেতনতামূলক ফেস্টুন সাটিয়ে দেয় ভ্রাম্যমান আদালত।

জনস্বার্থে এই অভিযান আরও জোরদার করার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা।

বরিশালে সাড়ে তিন কেজি গাঁজাসহ দম্পত্তি গ্রেফতার

শামীম আহমেদ ॥ বরিশালের উজিরপুর উপজেলার সানুহার এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে আনোয়ার বেপারী ও খাদিজা বেগম নামের পেশাদার মাদক দম্পতিকে সাড়ে তিন কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।

উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, সোমবার দিবাগত মধ্যরাতে সানুহার এলাকার একটি ভাড়াটিয়া বাসায় মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়।

এসময় মাদক বিক্রেতা ও সাতটি মামলার পলাতক আসামি আনোয়ার বেপারী ও তার স্ত্রী খাদিজা বেগমকে তিন কেজি ৮৬০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ২৮ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক দম্পতি কালকিনি উপজেলার বাসিন্দা। ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বরিশালে এক দিনে দুই হাজতী-কয়েদীর মৃত্যু

ভোলার একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত এক কয়েদী বরিশাল কেন্দ্রিয় কারাগারে মারা গেছে। দন্ড ঘোষিত হওয়ার ১৫ দিনের ব্যবধানে গত সোমবার (৩০ নভেম্বর) রাত ৮টায় শের-ই বাংলা মেডিকেলের প্রিজন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ কাঞ্চন পাটোয়ারী (৮১) মৃত্যু হয়। কাঞ্চন পাটোয়ারী ভোলার চরফ্যাসন উপজেলার শশীভূষন থানার জাহানপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সুপার প্রশান্ত কুমার বনিক জানান, গত ১৭ নভেম্বর কাঞ্চন পাটোয়ারীকে ভোলা কারাগার থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এর আগে গত ১৫ নভেম্বর ভোলার আদালত একটি হত্যা মামলায় কাঞ্চন পাটোয়ারীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দেন। বরিশাল কারাগারে আনার পর থেকেই কাঞ্চন পাটোয়ারী শ্বাসকষ্টজনিত রোগে ভূগছিলেন। অসুস্থবাস্থায় গত শনিবার তাকে বরিশাল শেবাচিম হাসপাতালের প্রিজন ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৮টার দিকে কাঞ্চন পাটোয়ারী মৃত্যু হয়।

শশীভূষন থানার চরমানিকা এলাকায় ব্যবসায়ী রশিদ হত্যা মামলায় গত ১৫ নভেম্বর ভোলা জেলা ও দায়রা জজ আদালত কাঞ্চন পাটোয়ারী সহ ১৪ জনকে যাবজ্জীবন কারাদন্ডের দেয়।

এদিকে ভোলার আরেকটি হত্যা মামলার হাজতি আসামী নূর মোহাম্মদ গোমস্তা (৯৫) গত সেমবার সকালে শের-ই বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সম্প্রতি ভোলা কারাগারের ওই হাজতীকে চিকিৎসার জন্য বরিশাল কেন্দ্রিয় কারগারে পাঠানো হয়েছিলো বলে নিশ্চিত করেছেন জেল সুপার প্রশান্ত কুমার বনিক।

কলাপাড়ায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন প্রতিবাদ সভা সংবাদ সম্মেলন

কলাপাড়ায় চাঁদার টাকার জন্য বিসমিল্লাহ ব্রিকফিল্ডের মালিক ও মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম হাওলাদারকে (৬৪) কুপিয়ে জখম করার প্রতিবাদে এবং জড়িত সন্ত্রাসী চেয়ারম্যান মশিউর রহমান শিমুসহ সকলের বিচারের দাবিতে মুক্তিযোদ্ধারা মানববন্ধন প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করেছেন।

কলাপাড়া প্রেসক্লাব সংলগ্ন সড়কে মঙ্গলবার বেলা ১১ টায় প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ আব্দুল হালিম, মক্তিযোদ্ধা ও কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, কলাপাড়া উপজেলার সাবেক কমান্ডার বদিউর রহমান বন্টিন, চাকামইয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির কেরামত ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বিপ্লব।

প্রতিবাদ সভা শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন, মুক্তিযোদ্ধা বদিউর রহমান বন্টিন।

বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে চেয়ারম্যান মশিউর রহমান শিমু ও তার স্ত্রী বিএনপি নেত্রী খাদিজা আক্তার এলিজার নেতৃত্বে বিএনপির ক্যাডারদের গঠিত সন্ত্রাসী বাহিনী নিয়ে চাঁদার জন্য বৃদ্ধ মুক্তিযোদ্ধা শাহআলম হাওলাদারের ওপর বর্বর এ হামলা চালায়।

এবাহিনীকে গণমানুষের দুষমন, লুন্ঠনকারী, চাঁদাবাজ আখ্যা দিয়ে সকলকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। উল্লেখ্য রোববার সন্ধ্যায় চাকামইয়ার ইসলামপুরে মুক্তিযোদ্ধা শাহআলম হাওলাদারকে তার ইটভাটার অফিস থেকে নামিয়ে বেধড়ক কোপানো ও পেটানো হয়।

তার দুই পা থেতলে দেয়া হয়েছে। তিনি বর্তমানে শঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ওই রাতে পুলিশ মূল আসামি চেয়ারম্যান মশিউর রহমান শিমু, স্ত্রী এলিজাসহ মোট পাঁচজনকে গ্রেফতার করে। আহত মুক্তিযোদ্ধার স্ত্রী আকলিমা বেগম বাদি হয়ে একটি মামলা করেছেন। বর্তমানে ধৃত আসামিরা জেল হাজতে রয়েছেন।