নলছিটি সরকারি ডিগ্রি কলেজের অফিস সহায়ক গাজী ইসমাইল’র বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:

নলছিটি সরকারি ডিগ্রি কলেজের অফিস সহায়ক গাজী ইসমাইল হোসেন এর কর্মময় জীবনের শেষকর্ম দিবস উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে অধ্যক্ষের কার্যলয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সরকারি নলছিটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন খান, দর্শন বিভাগের প্রভাষক বিএম নুরুজ্জামান, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ফরিদ উদ্দিন খান,সমাজকর্ম বিভাগের প্রভাষক মানমেন্দ্র মুখার্জি , ইংরেজী বিভাগের প্রভাষক আতিকুর রহমান, ইসলামশিক্ষা বিভাগের প্রভাষক আব্দুল বারী খান,জীববিজ্ঞান বিভাগের প্রভাষক মল্লিক মনিরুজ্জামান,হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক জিয়া হায়দার, ইতিহাস বিভাগের প্রভাষক আসমা বেগম, সাবেক পরিচালনা পরিষদের সদস্য যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ হাসান, সাবেক পরিচালনা পরিষদের সদস্য মাচেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অফিস সহকারী কামাল হোসেন ও অফিস সহায়ক ইউনুস তালুকদার। এছাড়াও কলেজের সকল বিভাগের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গনিত বিভাগের প্রভাষক সৈয়দ আবু সুফিয়ান।

অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, গাজী ইসমাইল হোসেন অফিস সহায়ক হিসেবে অত্যন্ত সৎ, নিষ্ঠাবান এবং পরিশ্রমী ছিলেন। এই বিদায়বেলায় আমাদের সকলের মন আজ ভারাক্রান্ত। এই শূন্যতা আমাদের মাঝে কিভাবে পূরণ হবে তা বলা খুব কঠিন। এখন বিদায়ী বক্তব্য দিতে এসে সব ভাষা হারিয়ে ফেলেছি।যদিও আমি মনে করি এটি একটি বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র। কারণ মন থেকে চিরতরে বিদায় জানানো কখনোই সম্ভব হবে না।’ আমরা আগামীর দিনগুলোতে এমন কমিটেড, দায়িত্ব পালনে অতুলনীয় নিষ্ঠাবান একজন অফিস সহকারীকে হারাচ্ছি।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, সদ্য বিদায় নেওয়া অফিস সহকারী গাজী ইসমাইল হোসেন ছিলেন কাজের প্রতি নিবেদিত তিনি তার কর্মজীবনে সততা,আন্তরিকতা ও অত্যান্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তার কর্মকাণ্ডে আমাদের জানামতে তার ব্যাপক গ্রহণযোগ্যতা ছিল। তার এ বিদায় সংবর্ধনায় সবাই হয়ে উঠেছেন অশ্রুসজল। আমরা আশা করি আগামী দিন গুলো যেন তিনি সুস্থ ভাবে জীবন যাপন করেন। সকল বক্তাই তার এ বিদায়ে ভূষিত প্রশংসা করেছেন।

অশ্রু আর ভালবাসার অর্ঘ্যে বিদায় নেওয়া কলেজটির অফিস সহকারী গাজী ইসমাইল হোসেন আবেগ আপ্লুত হয়ে বলেন,আগামী দিনগুলো পরিবারের সদস্যদের নিয়ে যাতে ভালভাবে কাটাতে পারে সেজন্য সকলে আমার জন্য দোয়া করবেন । আর আপনাদের সকলের জন্য দোয়া করি। তিনি আরও বলেন, আমি প্রায় দীর্ঘ ৩৪ বছর এই শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেছি। এতদিনে প্রতিষ্ঠানের প্রতিটি ইট-কণার সঙ্গে আমার স্মৃতিবিজড়িত আছে। এই প্রতিষ্ঠানকে মনে করতাম আমার পরিবারের একটি অংশ। প্রতিষ্ঠানটি আমার হৃদয়ে গেঁথে থাকবে।

নলছিটির সুগন্ধা নদীতে অভিযানে কয়েক হাজার মিটার কারেন্ট জাল আটক

নিজস্ব প্রতিবেদক:

মা ইলিশ রক্ষার কার্যক্রমের অংশ হিসেবে নলছিটি উপজেলা প্রশাসনের কয়েকটি টহল টীম বৃহস্পতিবার দিনভর নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ করেছে। আটককৃত জালের পরিমান আনুমানিক তিন হাজার মিটার হবে বলে জানিয়েছেন মৎস্য বিভাগের কর্তারা। বরাবরের মতো ইলিশ শিকার,পরিবহন ও সংরক্ষনে নিষেধাজ্ঞা শুরু হলেও এবারে প্রশাসনের তাৎপরতা অতীতের যে কোন সময়ের চেয়ে জোরালো হয়েছে।

উপজেলা নিবার্হী (ভারঃ) অফিসার মো.সাখাওয়াত হোসেন’র প্রচেষ্টায় এবারে অভিযান পরিচালনার জন্য একটি হাই স্পিড বোট প্রশাসনের সাথে যুক্ত হয়েছে। যার কারনে এবারে অভিযানে তারা আগের চেয়ে বাড়তি সুবিধা পাবেন। অভিযানে উপজেলা নির্বাহী(ভারঃ) অফিসারের সাথে ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা রমনী কান্ত মিস্ত্রি,নলছিটি থানায় কর্মরত এসএসআই অনিক সিদ্দিকীসহ উপজেলা মৎস্য বিভাগের এসএম সোয়েব ও শাহিন পঞ্চায়েত।

পরে জব্দকৃত জাল নলছিটি শহরের ফেরিঘাট সংলগ্ন এলাকায় বসে পুড়িয়ে ফেলা হয়। তবে অভিযানের সময় কোন জেলে আটক করা যায়নি। এছাড়া জব্দকৃত মাছ পাশ্ববর্তী ইয়াতিম খানায় পৌছে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার(ভারঃ) মো.সাখাওয়াত হোসেন বলেন, নিষেধাজ্ঞা শতভাগ বাস্তবায়ন করতে চাই তাই কাউকে নদীতে অবৈধ ভাবে জাল ফেলতে দেওয়া যাবে না।

মা ইলিশ রক্ষায় নলছিটি উপজেলা প্রশাসনের অভিযান

আরিফুর রহমান আরিফ:

সরকারের নির্দেশনা অনুসারে জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় নানা কর্মসূচি ঘোষণা করেছে নলছিটি উপজেলা প্রশাসন।

বুধবার (১৪ অক্টোবর) থেকে ৪ নভেম্বর পর্যন্ত প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা বন্ধ থাকা কালিন নলছিটির সুগন্ধা নদীতে ইলিশ মাছ ধরা, বহনকরা এবং বাজারগুলোতে যাতে কেনা-বেচা করতে না পারে সেজন্য মাঠে থাকবে উপজেলা প্রশাসন।

এরই অংশ হিসেবে মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করছে তারা। অভিযানের ১ম দিনে রাতে, অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযান পরিচালনা কালে কোন মাছ ধরা ট্রলারকে নদীতে মাছ ধরতে দেখা যায়নি। এমনকি কোন জেলে আটক হয়নি।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন জানান, প্রশাসনের পক্ষ থেকে মা ইলিশ রক্ষা অভিযান চলমান থাকবে। তিনি জাতীয় মাছ ইলিশ সংরক্ষণে জনসাধারণের সহযোগিতা কামনা করেন। এবং সকলকে আইন মেনে চলতে অনুপ্রাণিত করেন।