ঝালকাঠিতে জেলেদেরকে খাদ্য ও আর্থিক সহায়তা দিলেন ব্যবসায়ী শামীম আহম্মেদ

ঝালকাঠি প্রতিনিধি ॥ দেশব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হওয়ায় সরকারের ঘোষনা অনুযায়ী ২২ দিন নদীতে জাল ফেলে ইলিশ মাছ আহরণ কন্ধ থাকায় ঝালকাঠির আড়াই শত জেলে পরিবারকে খাদ্য ও অর্থ সহায়তা দিয়েছে রোটারী ক্লাব ঝালকাঠি। বুধবার বিকেলে ঝালকাঠিতে জেলেদের হাতে এই সহায়তা তুলেদেন ক্লাবের সভাপতি বিশিষ্ট্য ব্যবসায়ী ও জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর (উত্তর) এর সহ সভাপতি শামীম আহম্মেদ। এ সময় জেলে সমিতির সভাপতি নবা মালো বলেন, মা ইলিশ আহরণ বন্ধের শুরুর দিনেই এই সহায়তা আমাদের জেলে পরিবারদের বেশ উপকারে আসবে। রোটারী ক্লাব অব ঝালকাঠির সভাপতি শামীম আহম্মেদ বলেন, বিগত বছরেও আমি আমার সংগঠনের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করেছি, এবছরেও করছি, আগামীতেও করা হবে। জেলেদের সহায়তা প্রদান অনুষ্ঠানে রোটারীয়ানরা উপস্থিত ছিলেন।

বরিশালে ৫১ তম বিশ্ব মান দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃ শাহাজাদা হিরা

পৃথিবী সুরক্ষায় মান এই প্রতিপাদ্য নিয়ে আজ ১৪ অক্টোবর বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসন ও বিএসটিআই বরিশাল এর আয়োজনে, জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ৫১ তম বিশ্ব মান দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল ড. অমিতাভ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি বরিশাল প্রলয় চিসিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরিশাল ডাঃ মোঃ নুরুল আলম, ক্যাব প্রতিনিধি বরিশাল রঞ্জিত দত্ত, উপ-পরিচালক বিএসটিআই বিভাগীয় অফিস বরিশাল, প্রকৌশলী মোঃ শফিউল্লাহ খান, সিনিয়র সহ সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব কাজী আবুল কালাম আজাদ, উপ-মহাব্যবস্থাপক কেমিস্ট ল্যাবরেটরিজ লিঃ কাজল ঘোষসহ উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন কলকারখানা ব্যাবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অতিথিরা ৫১ তম বিশ্ব মান দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।

ঝালকাঠিতে স্বর্ণ কিশোরী সারার ওপর হামলাকারী যুবায়ের কারাগারে

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির স্বর্ন কিশোরী নাছরিন আক্তার সারার ওপর হামলা ও ইভটিজিং মামলায় যুবায়ের আদনান নামে এক যুবককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে বিচারক এ.এস.এম তারেক শামস জামিন আবেদন না মঞ্জুর করে যুবায়েরকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
জুবায়েরের পক্ষে আদালতে শুনানী করেন অ্যাডভোকেট এম আলম খান কামাল ও মানিক আচার্য্য। যুবায়ের বরগুনা সদর উপজেলার নিশানবাড়িয়া গ্রামের জাকির হোসেনের ছেলে। বর্তমানে তাঁর বাবা ঝালকাঠি সদর উপজেলার ছিলারিস গ্রামে একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। সে ঝালকাঠি শহরের একটি কলেজের স্কাউটস’র টিম লিডার।

মামলার বিবরণে জানা যায়, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত ২ অক্টোবর স্বর্ণ কিশোরী সারার বাসায় ঢুকে তাঁর ওপর হামলা করে জুবায়ের আদনান। এ ঘটনায় ওই দিন রাতে নারী ও শিশু নির্যাতন আইনে ঝালকাঠি থানায় মামলা দায়ের করে নছরিন আক্তার সারা।

এদিকে গত ৯ অক্টোবর আসামি জুবায়েরকে গ্রেপ্তারের দাবিতে ঝালকাঠি থানার সামনে অনশন করে সারা। ৭২ ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তারের প্রতিশ্রæতি পেয়ে অনশন ভাঙেন সারা। একইদিন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করেন। ডিবির একাধিক টিম জুবায়েরকে গ্রেপ্তারের জন্য বরিশাল, ঝালকাঠি ও রাজাপুরে অভিযান চালায়। ডিবি পুলিশের অভিযানে বারবার অবস্থান বদল করে দিশেহারা জুবায়ের আদালতে আত্মসমপর্ন করতে বাধ্য হয়।

মামলার বাদী নাসরিন আক্তার সারা বরিশাল অবজারভার কে জানান জুবায়েরকে জেল হাজতে প্রেরণ করায় আমি অত্যন্ত খুশি।আমি ওর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি ।