মালয়েশিয়ায় আবারও লকডাউন ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। আর এ প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় নতুন করে আবার দেশটিতে শর্ত সাপেক্ষ মুভমেন্ট কন্ট্রোল অর্ডার আরএমসিও ঘোষণা করেছে সরকার।

এই আরএমসিওতে নতুন করে আওতাভুক্ত হচ্ছে রাজধানী কুয়ালামাপুর, পুত্রাজায়া, সেলাঙ্গর ও সাবাহ রাজ্য। এতদিন শুধু দেশটির সাবাহ, পোর্ট ক্লাং ও কেদাহ রাজ্য মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এমসিও লকডাউন করা হয়েছিল।

আগামী বুধবার ১৪ অক্টোবর থেকে ২ সপ্তাহের জন্য এই আরএমসিও লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার দেশটির সিনিয়র মন্ত্রী দাতু সেরী ইসমাইল সাবরি ইয়াকুব এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

তিনি বলেন, সেলাংগরসহ আশেপাশে অঞ্চলে সম্প্রতি আশঙ্কাজনকভাবে কোভিড-১৯ ভাইরাস পরিস্থিতি বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য মন্ত্রনালয়ে এক সুপারিশ জমা হওয়ার পর এই লকডাউন ঘোষণা করা হয়েছে।

লকডাউন এর কারণে মালয়েশিয়ার সমস্ত ধর্মীয়, ক্রীড়া, শিক্ষা এবং সামাজিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তবে ফ্যাক্টির, কলকারখানা স্বাভাবিক ভাবে চলবে। এক জেলা থেকে অন্য জেলা বা প্রদেশে যাওয়া যাবে না। তবে সাধারণ শ্রমিকরা তাদের মালিকের কাছ থেকে অনুমতি পত্র নিয়ে যে কোন জেলায় যেতে পারবেন। প্রতিটি পরিবার থেকে ২ জন বাহিরে গিয়ে মুদির দোকান থেকে মালামাল কিনতে পারবেন।

এ জন্য সময়ও নির্ধারণ করেছে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রেস্টুরেন্ট অন্যন্যা ব্যবসায়ীক কার্যক্রম বন্ধ থাকবে কি না সে বিষয়ে বিস্তারিত কিছুই বলা হয়নি।

রেণু থেকে বঙ্গমাতা’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

‘রেণু থেকে বঙ্গমাতা’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে গণভবনে এই বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেসা, যার ডাক নাম রেনু। তিনি দেশ ও জনগণের জন্য অনন্য অবদানের মধ্য দিয়ে পরে বঙ্গমাতা হয়ে ওঠেন।

প্রধানমন্ত্রীর মা বঙ্গমাতা ১৯৭৫ সালের ১৫ আগস্ট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নির্মমভাবে হত্যার শিকার হন। মোড়ক উন্মোচনের সময় কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস, বইয়ের লেখক মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম উপস্থিত ছিলেন।

ডিসেম্বরে আসছে অক্সফোর্ডের ভ্যাকসিন

ডিসেম্বরের মধ্যেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিড ভ্যাকসিন চলে আসবে বলে মনে করছেন গবেষকরা।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় করোনা ভ্যাকসিন গবেষণার সঙ্গে যুক্ত ভারতীয় নাগরিক চন্দ্রাবলী জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই করোনা ভ্যাকসিন পাওয়া যাবে। এ মুহূর্তে ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ পর্যায়ের কাজ চলছে। ২০২১-এর ফেব্রুয়ারি নাগাদ অনেকগুলো দেশে চলে আসবে এটি।
দেশীয় প্রযুক্ত ব্যবহার করে করোনার টিকা উৎপাদনে আশার কথা শুনিয়েছে ভারত। ভারত বায়োটেকের তৈরি ‘কোভ্যাক্সিন’ অত্যন্ত নিরাপদ বলে জানানো হয়েছে। বিশ্বের বড় বড় দেশগুলো নিজেরা যেমন ভ্যাকসিন তৈরি করছে, তেমনি অন্যদের কাছ থেকেও মিলিয়ন মিলিয়ন ডোজ নিতে চুক্তি করে ফেলেছে। ভারত এমনই একটি দেশ। তারা নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে, কোভিড ভ্যাকসিন উৎপাদনে আশার আলো দেখছে। ভারত বায়োকেটের তৈরি ‘কোভ্যাক্সিন’-এর তৃতীয় দফার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হচ্ছে দ্রুতই। দ্বিতীয় ধাপের পরীক্ষা বেশ ভালো ভাবেই পার করে তারা।

সংশ্লিষ্টরা জানান, করোনার ভ্যাকসিন হাতে না পাওয়া পর্যন্ত বলতে পারি না আমরা যে, এই ভাইরাসের কোনো টিকা রয়েছে। নভেম্বরের পরে বোঝা যাবে ভ্যাকসিন বাজারজাতকরণের গতিপথ। কিন্তু যত মানুষ ভারতে তাদের সবার কাছে পৌঁছাতে অনেক অনেক সময়ের ব্যাপার।
ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানান, ভ্যাকসিন হাতে পেলে তা দুটি ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে বিতরণ হবে। প্রথমত যারা পেশাগতভাবে কোভিড ঝুঁকিতে ও যারা মারাত্মক অসুস্থ তাদের।
চলতি বছরের শেষ নাগাদ ৬০ কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদনের ঘোষণা দিয়েছে চীন। যা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, উৎপাদিত এ-সব ডোজ পেতে ইতোমধ্যেই বেইজিংয়ের সঙ্গে যারা চুক্তি করেছে তারা সঠিক সময়ে হাতে পাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন ভ্যাকসিন সহযোগিতা উদ্যোগ কোভ্যাক্সে যোগ দেয়ায় চীনের প্রশংসা করেছে ইউরোপীয় ইউনিয়ন।
এদিকে, ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ২০২১ সালের জানুয়ারি নাগাদ ভ্যাকসিনের সরবরাহ পেতে শুরু করবে। তবে তার আগে শঙ্কা হলো, আসন্ন শীত মৌসুমে করোনার বড় ধাক্কা কি করে সামাল দেয় দেশটি। এদিকে টিকা উৎপাদনে যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির বায়নটেক মর্ডানার চেয়ে দ্রুত এগোচ্ছে।

স্বামীসহ পাপিয়ার ২৭ বছরের কারাদণ্ড

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে করা অস্ত্র আইনের মামলায় ২৭ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রায়ের একটি ধারায় পাপিয়া ও তার স্বামী সুমনের ২০ বছর ও অন্য একটি ধারায় ৭ বছর কারাদণ্ড দেয়া হয়। তবে দুটি ধারার সাজা একসঙ্গে ভোগ করার কারণে তাদের ২০ বছরই কারাগারে থাকতে হবে বলে রায়ে উল্লেখ করেছেন বিচারক।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকার ১ নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কেএম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর একই আদালত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ ওরফে সাহেদ করিমকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।

আরও পড়ুন: অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির রায় ঘোষণার অপেক্ষা
গত ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের দুই নম্বর বহির্গমন টার্মিনালের ছয় নম্বর স্টাফ গেটের সামনে থেকে পাপিয়া দম্পতিকে আটক করা হয়। দেহ তল্লাশি করে পাপিয়ার কাছ থেকে একাধিক পাসপোর্ট, নগদ অর্থ, জাল নোট; পাপিয়ার স্বামী মফিজুর রহমানের কাছ থেকে একাধিক পাসপোর্ট, নগদ অর্থ ও বিদেশি অর্থ; সহযোগী আসামি সাব্বির খন্দকারের কাছ থেকে একাধিক পাসপোর্ট, নগদ অর্থ, জাল নোট; শেখ তাইবা নূরের কাছ থেকে একটি পাসপোর্ট, নগদ অর্থ ও দুটি ডেবিট কার্ড উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। জিজ্ঞাসাবাদে পাপিয়া দম্পতির দেওয়া তথ্যানুসারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফার্মগেট ইন্দিরা রোডের বাসায় ২৩ ফেব্রুয়ারি ভোরে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে অস্ত্র, বিদেশি মদ, নগদ অর্থ ও ভারতীয় রুপি উদ্ধার করা হয়। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় অস্ত্র এবং বিশেষ ক্ষমতা আইনের একটি করে দুটি ও বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে আইনশৃঙ্খলা বাহিনী।
এছাড়া অবৈধ পাঁচ কোটি টাকার খোঁজ পেয়ে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে আরেকটি মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর উপ-পরিদর্শক (এসআই) আরিফুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ চার্জশিট জমা দেন। ঢাকার ১ নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক ১৮ আগস্ট আদালত দুই আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন। গত ২৩ আগস্ট একই আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন। ৭ সেপ্টেম্বর মামলাটিতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ছয় কার্যদিবসে মোট ১৪ সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়। ৯ সেপ্টেম্বর আত্মপক্ষ শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন।
২৪ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপনের আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেন। ওইদিন আসামিপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। ২৭ সেপ্টেম্বর আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে আদালত রায়ের জন্য ১২ অক্টোবর দিন ধার্য করেন। বর্তমানে পাপিয়া দম্পতি কারাগারে রয়েছেন।

মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বান

আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে মিয়ানমারের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার বাহিনীর চলমান সংঘাতে বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে গুলি এবং দেশটির সেনাবাহিনীর নৃশংসতার যথেষ্ট তথ্য প্রমাণ থাকার প্রেক্ষাপটে সংস্থাটি এ আহ্বান জানিয়েছে।
সোমবার (১২ অক্টোবর) অ্যামনেস্টি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ভুক্তভোগীদের সাক্ষাতকার, স্থিরচিত্র এবং ভিডিও তথ্য, প্রমাণের ভিত্তিতে সংস্থাটি জানায়, সংঘাতের মূল কেন্দ্র শান এবং রাখাইনে সাধারণ মানুষের দুর্ভোগকে ভয়াবহভাবে উপেক্ষা করছে মিয়ানমার সেনাবাহিনী।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আঞ্চলিক উপ-পরিচালক মিং ইউহ হা বলেন, আরাকান আর্মি এবং মিয়ানমার সেনাবাহিনীর মধ্যকার সংঘাত নিরসনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তাদের সহিংসতার বলি হচ্ছে সাধারণ বাসিন্দারা।
মিং ইউহ হা বলেন, সাধারণ মানুষের অধিকার অব্যাহতভাবে লঙ্ঘিত হচ্ছে। লঙ্ঘনের এ মাত্রা দিনে দিনে আরো ভয়াবহ এবং আশঙ্কাজনক হারে বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংঘাত কবলিত শান এবং রাখাইন রাজ্যে পুঁতে রাখা বোমা এবং বিস্ফোরণে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে।
অতি সম্প্রতি মিয়ানমারের পালেতওয়া সামরিক ঘাঁটির কাছে বাঁশ কুড়াতে গিয়ে ১৮ সেপ্টেম্বর ৪৪ বছর বয়সী এক নারী পুঁতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হয়।
৮ সেপ্টেম্বর ময়েবন শহরতলীর এক শ্রমিকের স্ত্রী এবং কন্যা দু’পক্ষের গোলাগুলিতে নিহত হয়েছে।
রাখাইন এবং শান রাজ্য নিয়ে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে বৃহত্তর স্বায়ত্বশাসন গড়ে তুলতে চায় বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মি। তাতমাদাও নামে পরিচিত মিয়ানমারের সেনাবাহিনী তাদের মোকাবিলা করছে।
রাখাইনে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করতো। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর নৃশংসতা থেকে বাঁচতে প্রতিবেশি বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয় সাড়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা।
মিয়ানমার সেনাবাহিনী হামলা চালাচ্ছে
সংঘাতে স্ত্রী এবং সন্তান হারানো প্রত্যক্ষদর্শী ওই ব্যক্তি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে বলেন, এখানে বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মির কোনো অস্তিত্ব নেই। গ্রামবাসীর দাবি, মিয়ানমার সেনবাহিনী পার্শ্ববর্তী ঘাঁটি থেকে স্থানীয়দের লক্ষ্য করে গোলাবারুদ নিক্ষেপ করছে। সাত বছর বয়সী দুই শিশুসহ রোহিঙ্গা জনগোষ্ঠীর ৩ সদস্য নিহত হয়েছে।
স্থানীয় সিভিল সোসাইটি গ্রুপের দেয়া তথ্য অনুযায়ী ২০১৮ সালের ডিসেম্বর থেকে শান এবং রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর ‍গুলিতে ২৮৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৬৪১ জন। অ্যামনেস্টি জানিয়েছে, বাস্তুচ্যুত হয়ে লক্ষাধিত মানুষ।
সংঘাতে মিয়ানমার সেনাবাহিনী এবং বিদ্রোহীরা অ্যান্টি পারসোনাল ডিভাইস ব্যবহার করে। এ ধরনের হামালা তথ্য প্রমাণ দিয়ে সবসময় প্রমাণ করা সম্ভব হয় না বলে জানায় অ্যামনেস্টি। চলাফেরায় বর্তমানে আরোপ করা নিষেধাজ্ঞার কারণে তথ্য প্রমাণ সংগ্রহ আরো কঠিন বলেও জানানো হয়।
অ্যামনেস্টি জানায়, মোবাইল ইন্টারনেট বন্ধ, গণমাধ্যমে সরকারি কঠোর হস্তক্ষেপের কারণে প্রত্যক্ষদর্শীদের দাবি স্বাধীনভাবে যাচাই করাও কঠিন।
কিন্তু ২০২০ সালে সাধারণ মানুষের উপর মিয়ানমার সেনাবহিনীর নির্বিচারে বিমান হামলা এবং গোলা নিক্ষেপের ঘটনা যাচাই করেছে অ্যামনেস্টি। ওই হামলায় শিশুসহ অনেকে হতাহত হয়।
সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সভায় সংস্থার কমিশনার মিশেল ব্যাশেলেট জানান, রাখাইন রাজ্যে সাধারণ মানুষকে নির্বিচারে লক্ষ্যবস্তু বানাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। যা যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হতে পারে বলেও জানান তিনি।
যৌন সহিংসতা
১১ সেপ্টেম্বর মিয়ানমার সেনাবাহিনী স্বীকার করেছে জুন মাসে রাথেডং শহরতলীতে অভিযানে গিয়ে সংখ্যালঘু এক রোহিঙ্গা নারীকে তিন সদস্য মিলে ধর্ষণ করে।
এক বিবৃতিতে ভুক্তভোগীর নাম জনস্মুখে সেনাবাহিনী প্রকাশ করলেও ধর্ষণকারীদের নাম প্রকাশ করা হয়নি।
অ্যামনেস্টির মিং ইউহ হা বলেন, মিয়ানমার সেনাবাহিনী বাধ্য হয়ে অপরাধ স্বীকার করলেও ভয়াবহ যৌন সহিংসতার দোষে তাদের কোনো জবাবদিহিতার আওতায় আনা হয়নি। বরং জবাবদিহিতাকে তারা উপেক্ষা করেছে। ভয়াবহ নৃশংসতার দোষ স্বীকারের পরও সেনাবাহিনী তাদের সদস্যদের দায়মুক্তি দিয়েছে।
স্যাটেলাইটের পাওয়া ছবি এবং প্রত্যাক্ষদর্শীদের বরাতে অ্যামনেস্টি জানায়, সেপ্টেম্বরের শুরুতে মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনের একটি গ্রাম জ্বালিয়ে দিয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, ৩ সেপ্টেম্বর রাখাইনের হাপা ইয়ার পায়ং গ্রামে আগুন দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী।
দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারলে জাও মিন তুন সংবাদিকদের বলেন, ওই গ্রামের কাছেই পুলিশ ভ্যানে হাতে তৈরি বোমা দিয়ে হামলা চালায় আরাকান আর্মি।
অ্যামনেস্টির তথ্য মতে রাখাইনের ওই গ্রাম থেকে ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় দুই ব্যক্তিকে তুলে নিয়ে যায় সেনাবাহিনী। পরদিন সকালে স্থানীয় নদীর পাড়ে গুলিবিদ্ধ অবস্থায় তাদের মরদেহ পাওয়া যায়।
অ্যামনেস্টির মিং ইউহ হা বলেন, রাখাইনের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনি ব্যবস্থা নেয়া উচিৎ। অন্যথায় ব্যর্থতার দায়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব আবারো প্রশ্নবিদ্ধ হবে।