ঝালকাঠিতে রক্তদাতাদের সম্মাননা প্রদান



ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে সেচ্ছায় রক্ত দাতাদের সম্মাননা দিলো আইডিয়াল ইয়ুথ সোসাইটি নামের একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন। ১৯১৮ সনে সামাজিক কর্মকান্ড দিয়ে আত্মপ্রকাশ করে এ সংগঠনটি। ফনি ও আমফানের মত ঘূর্নিঝড় পরবর্তী ক্ষতিগ্রস্থদের পাশে দাড়ানো, সবুজ বনায়ন বাস্তবায়নে বৃক্ষ রোপন ও বিতরণ, তৃমমুলে মাদক বিরোধী প্রচারনা সেচ্ছায় রক্তদান, করোনা মহামারীতে ত্রান সামগ্রী বিতরণসহ নানা কর্মসুচী পালন করে আসছে আইডিয়াল ইয়ুথ সোসাইটি সংগঠনের সদস্যরা। এরই ধারাবাহিকতায় এবার তারা আয়োজন করলো একটু ভিন্ন কর্মকান্ড। আর তা হলো সেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা প্রদান। ১০ অক্টোবর শনিবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়ন পরিষদের আঙিনায় ৩৬ জন নিয়মিত সেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা দেয়া হয়। সংগঠনটির সভাপতি মিশকাত নুর তাসিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রক্তদাতাদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন ৯ নং শেখেরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমীন খান সুরুজ। অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন দিলদার আহমেদ নবীন, ইউনুস খান, শামীম মজুমদার, মনির জামান এবং এইচ এম রিয়াজ খান অশ্রু। রক্তদাতাদের প্রতি আরো ভালোবাসা সৃষ্টি এবং নতুন দাতা তৈরিতে উৎসাহ যোগানোই ছিলো এই অনুষ্ঠানের মুল উদ্দেশ্য, এমনটাই জানিয়েছে সংগঠনটির কর্মকর্তারা।

ঝালকাঠিতে পরম মমতায় অসহায় বৃদ্ধের পাশে দাড়ালো ছাত্রলীগ নেতা লুসান

ঝালকাঠি প্রতিনিধি॥ কভিট ১৯ নভেল করোনা ভাইরাসের প্রকোপ কাটতে শুরু করলেও, কাটছেনা গরীব ও অসহায় মানুষের অভাব অনটন। এমনই এক অসহায় বৃদ্ধ নারীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলো ঝালকাঠি সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অহেদুজ্জামান লুসান। বন্ধুর মাধ্যমে খবর পেয়ে শনিবার রাতে ১ মাসের বাজার নিয়ে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের দারখী গ্রামে অসহায় বৃদ্ধা মোমেনা বেগমের (৭২) বাড়িতে হাজির হয় লুসান। সাথে নেয় চাল, ডাল, তেল, লবন, চিনি, আলু, পেয়াজ, মুরগী, সাবান এবং ডিটার্জেন্ট পাউডার। এসব খাদ্য সামগ্রী পেয়ে আনন্দে লুসানকে আকড়ে ধরে কেঁদে ফেলেন সত্তরোর্ধ মোমেনা বেগম। নিঃসন্তান মোমেনার স্বামী ৩০ বছর আগে নিখোঁজ হয়ে যায়। তার পরথেকে দারখী গ্রামে বাবার ভিটায় ঘর তুলে বসবাস শুরু করে মোমেনা বেগম। সরকারের দেয়া প্রতি মাসে ৫শত টাকা বিধবা ভাতা মোমেনার একমাত্র আয়। এই টাকা দিয়ে চাল ডাল কিনে খেয়ে চলে যাচ্ছে তার দিন, মাস ও বছর। মোমেনা বেগমের বৃদ্ধ ভাই খলিল সরদার ক্ষেত খামারে কাজ করে মোমেনাকে তরী তরকারী কিনে দিতো কিন্তু সেই ক্ষেতের কাজও কেড়ে নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমন। বাসন্ডা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার শাখাওয়াত হোসেন চাঁন বলেন, বিধবা বৃদ্ধা মোমেনার কেউ নেই। আমাদের ইউনিয়ন পরিষদ থেকে সুযোগ হলে সাধ্যমত সহায়তা করি। চান মেম্বার আরো বলেন, ছাত্রলীগ নেতা লুসান যে সকল সামগ্রী দিয়েছে তাতে ঐ বৃদ্ধা মোমেনা বেগমের পুরো মাস চলে যাবে। লুসানের এই উদ্দোগ এলাকায় বেশ প্রশংসা কুড়িয়েছে।

দৃশ্যমান হলো প্রায় ৫ কিলোমিটার পদ্মা সেতু

মহামারি করোনার মধ্য যখন থমকে আছে সব কিছু তখনও থেমে নেই পদ্মা সেতু প্রকল্পের কাজ। রোববার (১১ অক্টোবর) বহুমুখী সেতুটির ৪ ও ৫ নম্বর খুঁটির ওপর স্থাপন করা হয়েছে ৩২তম স্প্যান। ৩১তম স্প্যান বসানোর ৪ মাস পর এই স্প্যানটি বসানো হলো। এটি বসানোর পর মূল সেতুর অবকাঠামোর দৈর্ঘ্য দাঁড়াল ৪ হাজার ৮০০ মিটার বা প্রায় ৫ কিলোমিটার।

গত আগস্ট-সেপ্টেম্বর মাসে ৫টি স্প্যান খুঁটির ওপর বসানোর লক্ষ্য ছিল। তবে মাওয়া প্রান্তের মূল পদ্মায় প্রচণ্ড স্রোত থাকায় একটি স্প্যানও বসানো সম্ভব হয়নি। এখন পদ্মায় বন্যার পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে স্রোতের তীব্রতাও স্বাভাবিক গতিতে ফিরেছে। ফলে পদ্মা সেতুর নির্মাণ কাজেও গতি ফিরেছে।
তবে শনিবার মাওয়া প্রান্তের ৪ ও ৫ নম্বর খুঁটির ওপর পদ্মা সেতুর ৩২তম স্প্যান বসানোর দিনক্ষণ নির্ধারণ করা হলেও পরে তা সম্ভব হয়নি।

৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল পদ্মা সেতুতে মোট ৪২টি খুঁটি নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে মাওয়া প্রান্তে ২১টি ও জাজিরা প্রান্তে ২১টি। আর ৪২টি খুঁটির ওপর বসবে ৪১টি স্প্যান।
উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করা হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর একে একে বসানো হলো ৩২টি স্প্যান। প্রতিটি স্পেনের দৈর্ঘ্য ১৫০ মিটার। ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে। এর মধ্যে সবকটি পিলার এরই মধ্যে দৃশ্যমান হয়েছে।
মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ করেছে বাংলাদেশের আবদুল মোমেন লিমিটেড।
বহুমুখী এ সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর ২০২১ সালেই খুলে দেয়া হবে বলে আশা করা যাচ্ছে।