বরিশালে মাদক মামলায় ১ ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

নিজ হেফাজতে মাদক রাখার অভিযোগে রাজু আহম্মেদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম শহীদ আহমেদ।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সনের ১ জুন ডিবি পুলিশের এস আই জহিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পলাশপুর গুচ্ছ গ্রামে রাজুর বাসার সামনে অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা সহ রাজু কে আটক করেন।

একই বছরের ৫ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা তানজিল আহমেদ আসামীর বিরুদ্ধে চার্জশিট দেন। আদালত ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে পলাশপুর গুচ্ছ গ্রামের হারুন খানের ছেলে রাজু কে উপরোক্ত সাজা দেন।

উজিরপুরে এমপি রুবিনা আক্তার মীরার পক্ষ থেকে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মাদিন পালন

উজিরপুরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্ম দিন উপলক্ষ্যে মহিলা সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরার পক্ষ থেকে বরিশাল জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল কবিরাজের নেতৃত্বে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে ২৮ সেপ্টেম্বর সোমবার সকালে ধামুরা বন্দরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শোলক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কুদ্দুস ফকির, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাহাবুব জমাদ্দার, যুবলীগের সাধারণ সম্পাদক আলাল দেওয়ান, যুবলীগ নেতা জমিস জমাদ্দার, আরিফ সরদার, ওটরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুমন বেপারী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন আকন, রুবেল বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম তালুকদার, মনিশংকর মল্লিক, সাংগঠনিক সম্পাদক সৈকত ফকির, সহ-সম্পাদক রফিক সরদার, ছাত্রলীগ নেতা তাজিন শরীফ, নাসির উদ্দিন নাহিদ, মেহেদী হাসান, মহিদুল ইসলাম সম্রাট, এইচ.এম নয়নসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

তথ্য অধিকার আইন বাস্তবায়নে তিন ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখায় প্রথম স্থানে বরিশাল

এবারের তথ্য অধিকার দিবসের প্রতিপাদ্য- ‘তথ্য অধিকার সংকটে হাতিয়ার। ‘সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে’ এই স্লোগান নিয়ে আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সারাদেশব্যাপী আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ পালিত হচ্ছে।

তারি অংশ হিসেবে আজ ঢাকা আগারগাঁও প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর সম্মেলন কক্ষে বিকাল ৩ টায় আয়োজিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে তথ্য অধিকার আইন বাস্তবায়নে অবদান রাখার উপর পুরস্কার বিতরণ করা হয়। সেখানে তথ্য অধিকার বাস্তবায়নে অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ বিভাগীয় কমিটির ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন সারদেশের মধ্যে বরিশাল বিভাগীয় কমিটি।

তথ্য প্রদানে জেলা কার্যালয়ের ক্যাটাগরিতে সারাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেন জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল। তথ্য প্রদানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাটাগরিতে সারাদেশের মধ্যে প্রথম স্থানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সর্বোচ্চ তথ্য সরবরাহে উপর পুরস্কার লাভ করেছেন জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।

তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এ পুরস্কার তুলেদেন বিভাগীয় কমিশনার বরিশাল অমিতাভ সরকার, জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার এর হাতে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান তথ্য কমিশনার তথ্য কমিশন মরতুজা আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান এমপি, সচিব তথ্য মন্ত্রণালয় কামরুন নাহার, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পরিচালনা বোর্ড বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও

সাবেক উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার তথ্য কমিশন ডক্টর আবদুল মালেক, মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনডিসি তথ্য কমিশনার তথ্য কমিশন সুরাইয়া বেগম,

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সচিব তথ্য কমিশন সুদত্ত চাকমা।

শুদ্ধাচার পুরস্কার পেলেন বরিশালের উপ-ভূমি সংস্কার কমিশনার

ভূমি সংস্কার বোর্ড কর্তৃক ঘোষিত জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০১৯-২০ পুরস্কার পেয়েছেন বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মো: আক্তার জামীল। শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা ২০১৭ অনুযায়ী, ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য দেশের আট বিভাগের সব ডিএলআরসিদের মধ্য থেকে একজন ডিএলআরসিকে এবছর পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

২৩ সেপ্টেম্বর বুধবার ঢাকার মতিঝিলের ভূমি সংস্কার বোর্ডের সম্মেলন কক্ষে বোর্ডের চেয়ারম্যান ও সরকারের সচিব মোঃ ইয়াকুব আলী পাটোয়ারী পুরস্কার হিসেবে তার হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন। এছাড়া তাকে এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থও দেয়া হয়।

উল্লেখ্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ দেয়ার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ ‘শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা-২০১৭’ প্রণয়ন
করে। নীতিমালার ৪ ধারা অনুযায়ী ১১টি ক্ষেত্র ও ১৯টি সূচক বিবেচনায় নিয়ে শুদ্ধাচার পুরস্কার দেয়ার জন্য তিনজন কর্মকর্তা-কর্মচারী নির্বাচন করা হয়।

বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ উপলক্ষে সোমবার বিকালে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা।

বরিশাল স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারী বি এম কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, সেইন্ট বাংলাদেশ’র নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক প্রমুখ।

ছয় মাস পর খুলে দেওয়া হল রমনা পার্ক

দীর্ঘ ছয় মাস পর খুলে দেওয়া হয়েছে ঢাকাবাসীর প্রাতঃভ্রমণ ও অবসর কাটানোর প্রিয় জায়গা রমনা পার্ক। গতকাল রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে পার্কটি খুলে দেয়া হয়। আপাতত সকাল ৬টা থেকে সকাল ১০টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পার্ক খোলা থাকবে বলে নিশ্চিত করেছেন পার্ক দেখভালের দায়িত্বরত গণপূর্ত অধিদফতরের সার্কেল-১ এর কর্মসহকারী শামসুল ইসলাম।
করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সেদিন থেকেই পার্কটি বন্ধ হয়ে যায়।

শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে কাউখালীতে ছাত্রলীগের বৃক্ষ রোপন কর্মসূচী পালন

কাউখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্ম দিন উপলক্ষ্যে উপজেলা ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচী পালন করে। সোমবার সকালে উপজেলার ইকো পার্কে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। এর পরে জন্মদিনের কেক কাটা হয়। দুঃস্থ অসহায়দের মধ্যে খাদ্য বিতরণ, মিলাদ মাহাফিল ও দোয়া অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, যুগ্ন সধারণ সম্পাদক আমিনুর রশিদ মিল্টন, সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন জোমদ্দার বাবলু, ছাত্র লীগের উপজেলা সভাপতি রিছাদ হোসেন, সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্ত, ছাত্রলীগের সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক রাফছান প্রমূখ।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পটুয়াখালী জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদকের দোয়া ও মিলাদ

বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, স্বাধীন বাংলাদেশে ’৭৫ পরবর্তী সময়ে ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পটুয়াখালী জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদের আয়োজনে হেতালিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিম খানায় দোয়া , মিলাদ মাহফিল ও খাবার বিতরন করা হয়।
সোমবার বিকালে পটুয়াখালী জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদের আয়োজনে এ দোয়া মিলাদ ও খাবর বিতরন করা হয় এ সময় ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নব পর্যায়ের বাংলাদেশের ইতিহাসের নির্মাতা। হিমাদ্রী শিখর সফলতার মূর্ত-স্মারক, উন্নয়নের কাণ্ডারি। উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশের রূপকার। বাঙালির আশা-আকাঙ্ক্ষার একান্ত বিশ্বস্ত ঠিকানা, বাঙালির বিশ্বজয়ের স্বপ্নসারথী। বিশ্বরাজনীতির উজ্জ্বলতম প্রভা, বিশ্ব পরিমণ্ডলে অনগ্রসর জাতি-দেশ-জনগোষ্ঠীর মুখপাত্র, বিশ্বনন্দিত নেতা। বারবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা ‘নীলকণ্ঠ পাখি’, মৃত্যুঞ্জয়ী মুক্তমানবী। তিমির হননের অভিযাত্রী, মাদার অব হিউম্যানিটি। আত্মশক্তি-সমৃদ্ধ সত্য-সাধক। প্রগতি-উন্নয়ন শান্তি ও সমৃদ্ধির সুনির্মল-মোহনা। এক কথায় বলতে গেলে সমুদ্র সমান অর্জনে সমৃদ্ধ শেখ হাসিনার কর্মময় জীবন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেধা-মনন, সততা, নিষ্ঠা, যোগ্যতা, প্রাজ্ঞতা, দক্ষতা, সৃজনশীলতা, উদারমুক্ত গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গী ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। এক সময়ের কথিত ‘তলাবিহীন ঝুড়ি’ দারিদ্র্য-দুর্ভিক্ষে জর্জরিত যে বাংলাদেশকে অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম করতে হয়েছে জননেত্রী শেখ হাসিনার কল্যাণমুখী নেতৃত্বে সেই বাংলাদেশ আজ বিশ্বজয়ের নবতর অভিযাত্রায় এগিয়ে চলছে। বিশ্বসভায় আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। মধুমতি নদী বিধৌত গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া গ্রাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান। এই নিভৃত পল্লীতেই ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। মাতার নাম বঙ্গবমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। তিনি বাবা-মায়ের প্রথম সন্তান। শৈশব কৈশোর কেটেছে বাইগার নদীর তীরে টুঙ্গীপাড়ায় বাঙালির চিরায়ত গ্রামীণ পরিবেশে, দাদা-দাদির কোলে-পিঠে। পিতা শেখ মুজিবুর রহমান তখন জেলে বন্দি, রাজরোষ আর জেল-জুলুম ছিল তাঁর নিত্য সহচর। রাজনৈতিক আন্দোলন এবং রাজনীতি নিয়েই শেখ মুজিবুর রহমানের দিন-রাত্রি, যাপিত জীবন। বাঙালির মুক্তি আন্দোলনে ব্যস্ত পিতার দেখা পেতেন কদাচিৎ। পাঁচ ভাই-বোনের মধ্যে শেখ হাসিনা ছিলেন জ্যেষ্ঠ সন্তান। তার কনিষ্ঠ ভাই-বোন হলেন- শেখ কামাল, শেখ জামাল, শেখ রেহানা এবং শেখ রাসেল। শেখ হাসিনা গ্রামবাংলার ধূলোমাটি আর সাধারণ মানুষের সাথেই বেড়ে উঠেছেন। গ্রামের সাথে তাই তাঁর নিবিড় সম্পর্ক।

বাকেরগঞ্জে বিভিন্ন আয়োজের মধ্য দিয়ে পালিত হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন

ও কাউন্সিলর আবুল কালাম হাওলাদার, দপ্তর সম্পাদক , উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, সি: সহ-সভাপতি সাজ্জাদ-উর-রহমান খাজা, প্রচার সম্পাদক রিয়াজুল ইসলাম রিজু, পৌর ছাত্রলীগ সভাপতি কাওসার আহম্মেদ, সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রলীগ সভাপতি শেখ মহিদুল ইসলাম মিরাজ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান দোলন, সাংগঠনিক সম্পাদক কাওসার হোসেন নোমান ডাকুয়া, আসাদুল ইসলাম রাজু, প্রমুখ। এছাড়া আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সর্ববৃহৎ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ম্যুরাল উদ্বোধন করলেন বিসিসি মেয়র সাদিক

জাতীর জনক স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে বিভাগীয় শহর ও বরিশাল বিসিসি নগরীর কেন্দ্রীয় শহীদর মিনার সংলগ্ন নির্মানাধীন বঙ্গবন্ধু অডিটরিয়াম ভবনে সংবলিত উদ্বোধন করা হয়েছে দেশের সর্ববৃহৎ ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ঐতিহাসিক ম্যুরাল।

জন্মদিনে বরিশালবাসীর উপহার হিসেবে আজ সোমবার সন্ধায় কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বঙ্গবন্ধু অডিটরিয়ামে ম্যুরালের উদ্বোধণ করেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লা­াহ।

এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীর হোসাইন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস সহ মহানগর ও জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এবং নগর কাউন্সিলর বৃন্দ।

এর পূর্বে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্দদিন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে দলীয় নেতা কর্মী ও অঙ্গ সংগঠনের উপস্থিতিতে মিলাদ ও দোয়া-মোনাজাত আয়োজন করা হয়।

দোয়া-মোনাজাত পরিচালনা নগরের জামে এবায়েদুল­াহ মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মির্যা নুরুর রহমান বেগ।

উল্লেখ্য রং-বেরংয়ের পাথর দিয়ে ৫০ ফুট উচ্চতার দৃষ্টিনন্দন ম্যুরালটির নির্মান কাজ শেষ করা হয়েছে ৪৫ দিন ও রাত পরিশ্রম করে। দলীয় নেতাকর্মীরা বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনের উপহার স্বরূপ দেশের সর্ববৃহৎ এ ম্যুরালটি নির্মাণ করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল­াহর ঐকান্তিক প্রচেষ্টায় ম্যুরালটি নির্মিত হয়েছে। আর এটি নির্মাণের প্রধান উদ্যোক্তাও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল­াহ।

ইতোমধ্যে নির্মাণ কাজ শেষ হওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ম্যুরালটির উচ্চতা ৫০ ফুট এবং চওড়া ৪০ ফুট। দৃষ্টিনন্দন এ ম্যুরালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুকে জড়িয়ে দাঁড়িয়ে আছেন। দেখে মনে হয় এযেন বাবার বুকে জড়িয়ে আছে আদরের মেয়ে শেখ হাসিনা। ম্যুরালের পেছন রয়েছে ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনের সভ্রমের বিনিময় অর্জিত স্বাধীন বাংলাদেশের সবুজ ও লালের মিশ্রণে জাতীয় পতাকার প্রতিকৃতি।

বঙ্গবন্ধু অডিটরিয়ামকে ঘিরে নির্মিত হয়েছে এ ম্যুরালটি। যার নকশা তৈরি করেছেন ঢাকার চারুকলার একটি দল। আর ম্যুরালের চিত্রটির রূপ দিয়েছেন চারুকলার শিল্পী রুদ্র।

স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, নবনির্মিত এ ম্যুরালটি ইতিহাস-ঐতিহ্যের মুক্তিযুদ্ধের চেতনায় বরিশাল শহরকে জাগিয়ে তুলেছে। ম্যুরালটির চিত্র রূপকার চারুকলার শিল্পী রুদ্র বলেন, বিদেশী উন্নতমানের টাইলসের বিভিন্ন রঙ্গের টুকরা দিয়ে এটি চিত্রায়িত করা হয়েছে। চারজন সহযোগিকে নিয়ে দীর্ঘ ৪৫ দিন ও রাত পরিশ্রম করে এর নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে।

এটি হবে দেশে জাতির জনকের সবচেয়ে বড় ম্যুরাল। এরআগে এতো বড় ম্যুরাল দেশের অন্য কোথাও নির্মাণ হয়নি বলেও তিনি উলে­খ করেন। বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর কন্যার এ ঐতিহাসিক ম্যুরাল তৈরির জন্য বরিশালের মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিকসহ সকল অঙ্গনের সর্বস্তরের জনতা সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল­াহকে সাধুবাদ জানিয়েছে।