মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাওসার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সদর ইউনিয়নের উত্তর মিঠাখালী মাঝেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। কাওসার উপজেলার ওই উত্তর শিঠাখালী গ্রামের মোঃ রুহুল আমীনের ছেলে।

জানাগেছে, কাওসার ও তার বাবা বাড়ির কাছে তার কাটার বেড়ার ওপরে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তার সরাতে গেলে কাওসার বিদ্যুৎ স্পৃষ্টে আহত হন।

এ সময় স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় কাওসারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কোস্টগার্ডের অভিযানে জেলিমিশ্রিত ৫শ কেজি চিংড়ি জব্দ, জরিমানা

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন ও মৎস্য মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যৌথ অভিযান পরিচালনা করে জেলিমিশ্রিত ৫শ’ কেজি চিংড়ি জব্দ করেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে খুলনার রুপসাঘাট এলাকায় অভিযান চালিয়ে জেলিমিশ্রিত চিংড়ি জব্দ ও এ ঘটনার জড়িত থাকার অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার জরিমানা করা হয়।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে খুলনার রুপসা ঘাট এলাকায় অবস্থিত চারটি মৎস্য আড়তে অভিযান শুরু করে কোস্টগার্ড ও মৎস্য মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এসময়ে ওই আড়তগুলোতে থাকা চিংড়িগুলো পরীক্ষা করে মৎস্য মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। একপর্যায়ে জেলিমিশ্রিত ৫শ কেজি চিংড়ি জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিতু ফিস, মিলন ফিস, বাইজিদ ফিস ও প্রিয় ফিসকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, চিংড়িতে অপদ্রব্য পুশ করার কারণে জনস্বাস্থ্য যেমনি হুমকির মুখে পড়বে তেমনি এসব চিংড়ি বিদেশে রপ্তানী করলে দেশের সুনাম ক্ষণ্ন হবে। বার বার সতর্ক করার পরও এসব অপরাধে জড়িয়ে পড়ছেন মৎস্য আড়তের কর্তাব্যক্তিরা। পরে জেলি মিশ্রিত চিংড়ি মৎস্য মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে যেকোন ধরনের সন্ত্রাসী তৎপরতা,বনদস্যু জলদস্যুদের অপতৎপরতা, মাদক ব্যবসায়ীদের নির্মূল করা সহ ও বন্যপ্রাণী পাচারকারী এবং নিধনকারীদের বিরুদ্ধে কোস্টগার্ড বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাবে বলে জানান মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আলম।

প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের মৃত্যুতে পিরোজপুরে দোয়া মাহফিল

পিরোজপুর-১ (নাজিরপুর-পিরোজপুর সদর-নেছারাবাদ) আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিমের মা মিসেস মাজেদা বেগমের মৃত্যুতে পিরোজপুর জেলা বড় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টোম্বর) জুমার নামাজ বাদ এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এছাড়া একই দিন জুমার নামাজ বাদ জেলার নাজিরপুর, পিরোজপুর সদর ও নেছারাবাদ উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

পিরোজপুর জেলা মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জেলা পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাকিম হাওলাদার, জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন খান, সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মাস্টার মতিউর রহমান সর্দার, জেলা যুবলীগ সভাপতি মো. আক্তারুজ্জামান ফুলু, সাধারণ সম্পাদক জিয়াউল হাসান গাজী, পৌর কমিশনার মো. জাহিদুল ইসলাম পিরুসহ আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা।

উল্লেখ্য গত সোমবার (২১ সেপ্টোম্বর) রাত পৌনে ১২টায় খুলনা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মন্ত্রীর মা মাজেদা বেগমে।

বোরহানউদ্দিনে আখের বাম্পার ফলন

ভোলার বোরহানউদ্দিনে এবার আখের বাম্পার ফলন হয়েছে। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকা, ভালো জাত নির্বাচন, রোগব্যাধি কম থাকা, সময় মতো কৃষি উপকরণ এবং পরামর্শ পাওয়ায় বিগত বছরগুলোর তুলনায় এ বছর ফলন বেশি হয়েছে এমন দাবি কৃষি অফিস ও কৃষকদের। তবে করোনা পরিস্থিতিতে বাজার নিন্মগামী হওয়ার শঙ্কায় কৃষক আখক্ষেত পাইকারি হিসেবে আগাম বিক্রি করা দাম খানিকটা কম পেয়েছেন। কৃষকদের দাবি, ভোলা-বরিশাল ব্রিজ হলে বাজার প্রতিযোগিতামূলক হবে, ক্রেতা বাড়বে। পাওয়া যাবে ফসলের নায্য মূল্য।

বোরহানউদ্দিন উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে আখের উৎপাদন বেশি হয়েছে। চলতি বছর এ উপজেলায় ১৩০ হেক্টর জমিতে পাঁচ হাজার ৪৬০ মেট্রিক টন বিভিন্ন জাতের আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অমৃত, রং বিলাশ, ঈশ্বরদি-২০৬ জাতের আখের গড়ে হেক্টর প্রতি উৎপাদন হয়েছে ৪০-৪৫ টন।

কৃষি অফিস আরও জানায়, অন্য যে কোনো ফসলের চেয়ে আখ উৎপাদনে ঝুঁকি নাই। এছাড়াও এর সঙ্গে সাথি ফসল উৎপাদন করে বাড়তি টাকা আয় করা যায়। যার কারণে আখের উৎপাদন খরচ কম হয়। এতে করে কৃষক অন্য ফসলের চেয়ে আখ চাষে বেশি লাভবান হন। এ কারণে কৃষক আখ চাষের দিকে ঝুঁকছেন।

আখ চাষী ইছহাক মিয়া জানান, চলতি বছর ৪৪ শতাংশ জমিতে রং বিলাশ ও ২০৮ প্রজাতির আখ চাষ করেন। এতে শতাংশ প্রতি খরচ হয় ১২৫০ টাকা। ওই জমির আখ তিনি ক্ষেতেই শতাংশ প্রতি তিন হাজার টাকায় বিক্রি করেন। ধানের চেয়ে আখে খরচ ও পরিশ্রম কম কিন্তু আয় বেশি। আখ কোােন চাষীকে ঠকায় না বলে দাবি এই কৃষকের।

আখ চাষী রেশদ আলী, আ. মালেক, খোরশেদ আলম, সহিদুল ইসলাম জানান, আখের রোগ বালাই কম। অন্য ফসলের মতো এতো যত্ন করতে হয় না।আখ বিক্রি করে অর্ধেক লাভবান হওয়া যায়।

উপসহকারী কৃষি কর্মকর্তা সৈয়দ ফাহিম ও মনির হোসেন, জানান, ‘আখের সঙ্গে আলু চাষ সুখে থাকি বার মাস’ শ্লোগানে উজ্জ্বীবিত হয়ে কৃষক আখ চাষে ঝুঁকছেন। তাছাড়া কৃষক আখ চাষের সঙ্গে সাথি ফসল যেমন- আলু, গাজর, বাধাকপি, ফুলকপি, ও শিম চাষ করে লাভবান হতে পারেন। এ জন্য কৃষকরা আখ চাষে আগ্রহী হয়ে উঠছ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওমর ফারুখ জানান, আখ চাষ খুব লাভজনক । লাল পচা রোগ ছাড়া তেমন জটিল রোগ নেই এ ফসলে। বর্তমানে আমরা এ উপজেলায় চিবিয়ে খাওয়ার উপেযোগী জাতের আখ চাষের জন্য চাষীদের উদ্বুদ্ধ করছি।

সূত্র : ইত্তেফাক

মঠবাড়িয়ায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা,ধর্ষকসহ গ্রেপ্তার-২

পিরোজপুরের মঠবাড়িয়ায় ষষ্ঠ শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার রাতে ধর্ষক নাঈম শরীফ (২১) তার বড় ভাই মো. মহারাজ শরীফ (২৮) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। নাঈম ও মহারাজ উপজেলার তেতুঁল বাড়িয়া (ভাঙ্গাপোল) এলাকার হানিফ শরিফের ছেলে।

ধর্ষিতা ছাত্রীর পিতা অটোচালক বাদী হয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) মঠবাড়িয়া থানায় ধর্ষক নাঈম শরীফ তার বড় ভাই মহারাজ ও মা তহমিনা বেগমের বিরুদ্ধে এ মামলাটি করেন।

মামলা সূত্রে জানা গেছে, ধর্ষিতা ওই মাদ্রাসা ছাত্রী ও ধর্ষক নাঈম শরীফ সম্পর্কে আপন খালাতো ভাই-বোন। ধর্ষক খালাতো ভাই এর আগে বিভিন্ন সময় ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব সহ বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছিল। এ বিষয়ে ওই ছাত্রীর বাবা ধর্ষক নাঈমের বড় ভাই মহারাজ ও তার মা তহমিনাকে জানাইলে তারা নাঈমকে সর্তক না করে বিয়ের প্রস্তাব দেয়। তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার ২২ সেপ্টেম্বর বিকেলে ওই ছাত্রীকে ফুসলিয়ে পার্শবর্তী ভান্ডারিয়া ইকো পার্কে ঘুরতে নিয়ে যায়। রাতে সেখান থেকে ফিরে ধানীসাফার ফুলঝুড়ি বাজার সড়কের পাশে মুজাম্মেল হোসেনের পরিত্যক্ত ঘরে রাত্রি যাপন করে। ওই ছাত্রীকে বিয়ের প্রলোভনে রাত ব্যাপী ধর্ষন করে। বিষয়টি ধর্ষকের মা ও তার বড় ভাইকে জানালে তারা বিচারের আশ্বাস দিয়ে ধর্ষককে বাড়ি থেকে পালিয়ে যেতে সহায়তা করে।

মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হক জানান, গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের শিকার ওই ছাত্রীকে ডাক্তারি পরিক্ষার জন্য পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।

বরিশালে ‘বৈশ্বিক ক্লাইমেট অ্যাকশন দিবস’ পালিত

২২টি সংগঠনের সমন্বয়ে গঠিত অ্যালায়েন্স ফর ইয়ুথ অ্যান্ড ডেভেলপমেন্টের আয়োজনে সারা বিশ্বের মতো বরিশালেও ‘বৈশ্বিক ক্লাইমেট অ্যাকশন দিবস’ পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন- বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী, অ্যালায়েন্স ফর ইয়ুথ অ্যান্ড ডেভেলপমেন্ট বরিশালের কো-অর্ডিনেটর মো. মনিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিশু-কিশোর, তরুণ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

এসময় সবাই হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রতিবাদ জানায়। মানববন্ধন শেষে সবাই প্ল্যাকার্ড হাতে সারিবদ্ধভাবে শোভাযাত্রা করে।

এর আগে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় উপস্থিত অতিথি ও তরুণরা তাদের বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বে প্রতিনিয়ত অক্সিজেন কমছে। হুমকির মুখে পড়ছে পুরো বিশ্ব। বাড়ছে সাইক্লোন, বজ্রপাত, ভূমিকম্পসহ নানা রকম প্রাকৃতিক দুর্যোগ। নদী ভাঙনের ফলে অসহায় হয়ে পড়েছে চর অঞ্চলের জনজীবন। গাছ কেটে উজাড় করা হচ্ছে বন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রেহাই পাচ্ছে না গর্ভের ভ্রূণসহ ক্ষুদ্র কোনো প্রাণ। যেখানে-সেখানে প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে ধ্বংস হচ্ছে পরিবেশের ভারসাম্য।

বক্তারা আরও বলেন, উন্নত রাষ্ট্রগুলোকে কার্বন নিঃসরণের পরিমাণ শূন্যের কোটায় আনতে হবে। ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অভিযোজন প্রক্রিয়ার আওতায় ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে।

জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ দেওয়ার ৪৬তম বার্ষিকী আজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতিসংঘে বাংলায় প্রথম ভাষণ দেওয়ার ৪৬তম বার্ষিকী আজ। ১৯৭৪ সালের আজকের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু।

বাংলায় বক্তৃতা দেওয়ার ঐতিহাসিক উদাহরণ স্থাপনের ঘটনা ছিল বঙ্গবন্ধুর গোটা জীবনের স্বাভাবিক এবং যৌক্তিক পরিণতি। এর আগে ১৯৭৪ সালের ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য দেশের মর্যাদা পায়। এর মাত্র সাত দিন পর ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দেন। জাতিসংঘে এটিই ছিল প্রথম বাংলায় ভাষণ। এর মাধ্যমে বাংলা ভাষা বিশ্বদরবারে পেয়েছে সম্মানের আসন। বাংলা ভাষাভাষী মানুষ পেয়েছে গর্ব করার সুযোগ।

বিশ্নেষকদের মতে, জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণের আরেকটি মূল দিক ছিল, এটি বিশ্বের অধিকারহারা শোষিত-বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে সোচ্চার এক কণ্ঠস্বর। অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার একটি বলিষ্ঠ উচ্চারণ ও সাহসী পদক্ষেপ। বিশ্ব পরিসরে বঙ্গবন্ধুর আগে বাংলা ভাষাকে এমন করে কেউ পরিচয়ও করিয়ে দেননি।

ভারতের প্রখ্যাত লেখক ও গ্রন্থ সমালোচক সুরজিৎ দাশগুপ্ত জাতিসংঘে বাংলায় ভাষণ দেওয়ার দিনটিকে বঙ্গবন্ধুর জীবনের সুন্দরতম ও সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে অভিহিত করেছেন। সৈয়দ বদরুল আহসানের ‘শেখ মুজিবুর রহমান : ফ্রম রেবেল টু ফাউন্ডিং ফাদার’ গ্রন্থের ওপর আলোচনা করতে গিয়ে সুরজিৎ দাশগুপ্ত বলেন, জাতিসংঘের দরবারে ভারতীয় ভাষাগুলোর মধ্যে শুধু বাংলাই সারণি-স্বীকৃত ভাষা। স্বাধীন বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলা ভাষার এই গৌরব প্রতিষ্ঠা করেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুর সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম ওই অধিবেশনে যোগ দিয়েছিলেন। তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুকে প্রথমে অনুরোধ করা হয়েছিল, ইংরেজিতে বক্তৃতা করার জন্য। কিন্তু প্রিয় মাতৃভাষা বাংলার প্রতি সুগভীর দরদ ও মমত্ববোধ থেকে বঙ্গবন্ধু বলেছিলেন তিনি মাতৃভাষা বাংলায় বক্তৃতা করতে চান। সিদ্ধান্তটি তিনি আগেই নিয়েছিলেন। বঙ্গবন্ধুর বাংলা বক্তৃতার ইংরেজি ভাষান্তর করার গুরুদায়িত্বটি অর্পিত হয়েছিল লন্ডনে বাংলাদেশের তৎকালীন ডেপুটি হাইকমিশনার ফারুক চৌধুরীর ওপর।

তিনি বলেন, মাতৃভাষা বাংলায় ভাষণ দেওয়ার বঙ্গবন্ধুর এই সিদ্ধান্তটি ছিল তার সমগ্র জীবনের স্বাভাবিক এবং যৌক্তিক পরিণতি। সেদিন বক্তৃতারত বঙ্গবন্ধুর দিকে তাকিয়ে কেবলই মনে হয়েছে, তিনি যেন বহু যুগ ধরে এমন একটি দিনের জন্য অপেক্ষায় থেকে নিজেকে প্রস্তুত করেছিলেন। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি ছিলেন নিবেদিতপ্রাণ।

ঐতিহাসিক এ দিনটি উদযাপনে দেশ ও বিদেশে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দিনটি স্মরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে ই-পোস্টার প্রকাশ করা হয়েছে। বিশেষ ডিজাইনের এ পোস্টারের শিরোনাম করা হয়েছে, ‘২৫ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দেওয়ার এই অনন্য দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করি গভীর শ্রদ্ধায়’। ই-পোস্টারটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আওতাধীন এলাকায় তাদের ব্যবস্থাপনায় পরিচালিত ইলেকট্রনিক/ডিজিটাল/এলইডি স্ট্ক্রিনে প্রদর্শন করা হবে। এছাড়া ইলেকট্রনিক, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় এটি ব্যাপকভাবে প্রচারের জন্য জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনসহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের উদ্যোগে দিনটি উদযাপনে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি জাতিসংঘে বঙ্গবন্ধুর প্রথম বাংলায় ভাষণ প্রদান স্মরণে ই-পোস্টার প্রকাশ করেছে। এ বিষয়ে জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রকাশিত ই-পোস্টার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে তাদের ব্যবস্থাপনায় পরিচালিত ইলেকট্রনিক/ ডিজিটাল/ এলইডি স্ট্ক্রিনে প্রদর্শন করা হবে। এ ছাড়া ইলেকট্রনিক, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় পোস্টারটি ব্যাপকভাবে প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, জাতির পিতার দৃষ্টান্ত অনুসরণ করে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাও জাতিসংঘের সাধারণ পরিষদের বিভিন্ন অধিবেশনে মাতৃভাষা বাংলায় ভাষণ দিয়ে আসছেন। এবারও জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে ভার্চুয়াল অংশগ্রহণে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

ঝালকাঠিতে গ্লোবাল ডে ফর ক্লাইমেট এ্যাকশন” পালিত

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠিতে এলায়েন্স ফর ইয়ুথ এন্ড ডেভেলপমেন্ট” এর উদ্যোগে “গ্লোবাল ডে ফর ক্লাইমেট এ্যাকশন” পালিত হয়েছে ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সম্মুখে ঝালকাঠির প্রায় ১৫টি সামাজিক, স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সমন্বয়ে গঠিত “এলায়েন্স ফর ইয়ুথ ডেভেলপমেন্ট” এর উদ্যোগে “গ্লোবাল ডে ফর ক্লাইমেট এ্যাকশন” পালিত হয়। এসময় বাংলাদেশ স্কাউটস, ঝালকাঠি জেলা, ফ্রাইডেস ফর ফিউচার, ইয়ুথ ইন্ডিং হাংগার, ৭১’র চেতনা- ঝালকাঠি জেলা শাখা, দুরন্ত ফাউন্ডেশন , লাল সবুজ সোসাইটি, সাউথ বেঙ্গল ওপেন স্কাউট গ্রুপ, রেড ক্রিসেন্ট সোসাইটি, ঘাসফড়িং, রক্ত কনিকা ফাউন্ডেশন, ইয়ুথ এ্যাকশন সোসাইটি-ইয়াস সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেবে বক্তব্য প্রদান করেন।

কর্মসুচিতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা ও সংকট উত্তরণে কার্বন নির্গমন ও নিঃসরণকারী উন্নত দেশগুলোকে শুন্য কার্বন নিঃসরণকারী দেশ হিসেবে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জলবায়ু জরুরি অবস্থা ঘোষণায় বাধ্য করতে চাপ প্রয়োগ করার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে আহব্বান জানানো হয়।

মানববন্ধনে “এলায়েন্স ফর ইয়ুথ এন্ড ডেভেলপমেন্ট” এর “গ্লোবাল ডে ফর ক্লাইমেট এ্যাকশন অর্গানাইজিং গ্রুপ এর আহবায়ক সাব্বির হোসেন রানা, যুগ্ম-আহবায়ক, মো.জুবায়ের আদনান ও সৈয়দা মাহফুজা মিষ্টি নেতৃত্ব দেন।

আয়োজকরা জানান, আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষায় আমরা এই সকল কর্মসূচি গ্রহণ করেছি। কর্মসূচির মধ্যে রয়েছে স্বল্প পরিসরে মৌন মানববন্ধন ও প্রতিকী ধর্মঘট। জলবায়ু পরিবর্তনের শিকার দেশ হিসেবে বাংলাদেশে এই ধরনের আন্দোলন আমাদের ন্যায্য হিস্যা প্রাপ্তিতে আন্তর্জাতিক মহলের দৃষ্টিআকর্ষণ করতে ও পাশাপাশি আমাদের পরিবেশ রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা আশা করি।

ঝালকাঠিতে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের জমি বুঝিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণের জন্য জেলা প্রশাসনকে জমি বুঝিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এতে ফিরোজা আমু হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ফিরোজা আমু টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য দেন হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক পরিতোষ হালদার, মো. সালাহউদ্দিন ও টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম শাহ ফকির।

মানববন্ধনে বক্তারা জানান, মন্ত্রণালয় থেকে দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ভবন নির্মাণের বরাদ্দ আসে। শহরের শিল্পকলা একাডেমির সামনের জমিতে এ ভবন দুটি নির্মাণ করা হবে।

হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের জন্য ৫০ লাখ টাকা ও টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের জন্য এক কোটি ১৯ লাখ টাকা বরাদ্দ করা হয়। এজন্য দরপত্র প্রক্রিয়াও সম্পন্ন হয়।

অথচ অজ্ঞাত কারণে জেলা প্রশাসন ভবন নির্মাণের জন্য জমি বুঝিয়ে দিচ্ছে না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জমি বুঝিয়ে ভবন নির্মাণের ব্যবস্থা করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন প্রতিষ্ঠান দুটির শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে জমি বুঝিয়ে দেওয়ার জন্য স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক মো. জোহর আলী স্মারকলিপি গ্রহণ করেন।

ফিরোজা আমু হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাখন লাল হালদার বলেন, জেলা প্রশাসন আমাদের জমি দেখিয়ে দিয়েছেন।

সে অনুযায়ী আমরা ভবন নির্মাণের জন্য আবেদন করি। ভবনের জন্য বরাদ্দ আসলেও জমি এখনো বুঝিয়ে দিচ্ছেন না। জমি না পেলে ভবন কোথায় করবো। ঠিকাদাররাও তাগিদ দিচ্ছে।

ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, জমি বরাদ্দ পাওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষ আবেদন করেছে। এটা মন্ত্রণালয় পাঠানো হবে, সেখান থেকে অনুমতি দিলেই জমি বুঝিয়ে দেওয়া হবে।

আমতলীতে করোনা ভাইরাস প্রতিরোধে ফ্রেন্ডশিপ এর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

প্রানঘাতী করোনা ভাইরাসে সারা বিশ্ব টামমাটাল। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। সেই প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণপণ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

প্রধানমন্ত্রী সফলও হয়েছেন প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায়। সরকারের পাশাপাশি বে-সরকারী সংস্থাও পিছিয়ে নেই। তারও প্রান্তিক জনগোষ্ঠিকে করোনা ভাইরাসের প্রার্দুভাব থেকে রক্ষায় প্রাণপণ লড়াই করে যাচ্ছেন।

কিন্তু উপকুলীয় অঞ্চল তথা আমতলী-তালতলী এলাকার প্রান্তিক জনগোষ্ঠী এখন প্রাণঘাতী করোনা ভাইরাস সম্পর্কে সচেতন না। ওই প্রান্তিক দরিদ্র, হত-দরিদ্র ও অসচেতন মানুষগুলোকে সচেতন করার জন্য কাজ করছেন উন্নয়ন সহযোগী সংস্থা ফেন্ডশিপ।

এই সংস্থা উপকুলীয় দরিদ্র, হত-দরিদ্র, জেলেসহ দরিদ্র সীমার নিচে বসবাসরত মানুষদেরকে প্রাণঘাতী করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করে আসছেন।

সংস্থার কর্মকর্তারা উপকুলীয় মানুষকে স্বাস্থ্য সেবা, পরিষ্কার পরিছন্ন, হ্যান্ডওয়াশ তৈরির কলাকৌশলের ওপর প্রশিক্ষণ দিচ্ছেন। আমতলী উপজেলার অন্তত ২০ হাজার প্রান্তিক জনগোষ্ঠীকে তারা সহযোগীতা করেছেন বলে জানান সংস্থার জেষ্ঠ্য প্রকল্প বিশেষজ্ঞ ডাঃ আবুল হোসেন।

এছাড়াও দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্যের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভুমিকার প্রশিক্ষণ দিচ্ছেন তারা বলে জানান সংস্থার বিশেষজ্ঞ আবুল হোসেন।

এরই ধারাবাহিকতায় প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্য ও করোনা ভাইরাস সম্পর্কে আরো সচেতন করার লক্ষে উন্নয়ন সহযোগী সংস্থা ফেন্ডশিপের উদ্যোগে কিং আব্দুল্লাহ বিল আব্দুল আজিজ প্রোগ্রামের অর্থায়নে ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক এবং কানাডিয় সাহায্য সংস্থা গ্র্যান্ড- চ্যালেঞ্জ কানাডার সহযোগীতায় বৃহস্পতিবার বিকেলে পিপলস ভয়েস অব আমতলী মিলনায়তনে সংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আমতলী প্রেসক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফেন্ডশিপ সংস্থার জেষ্ঠ্য প্রকল্প বিশেষজ্ঞ ডাঃ আবুল হোসেন, এনএসএস নির্বাহী পরিচালক এ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, আমতলী প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন,

এসএম খায়রুল বাশার বুলবুল, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, প্রেসক্লাস সাধারণ সম্পাদক মোঃ নুহ আলম নবীন, সাংবাদিক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, মোঃ হোসাইন আলী কাজী, মনিরুজ্জামান সুমন, আব্দুল্লাহ আল নোমান ও সিনিয়নর প্যারামেডিক নিপা বেগম প্রমুখ।

সভায় বক্তারা উপকুলের অসচেতন প্রান্তিক জনগোষ্ঠীকে করোনা ভাইরাস মোকাবেলায় বিভিন্ন সুপারিশ করেন।