সিটিজেন ফাউন্ডেশন’র উদ্যোগে এম এম মাহমুদ হাসানকে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:
নলছিটি সিটিজেন ফাউন্ডেশন এর উদ্যোগে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এম.এম.মাহমুদ হাসান পিপিএম(বার) কে বদলী জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে ।

বুধবার ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় নলছিটি সিটিজেন ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা এবং স্মৃতি স্মারক প্রদান করেন ।

এসময় নলছিটি সিটিজেন ফাউন্ডেশন এর সিনিয়র যুগ্ম – আহবায়ক মিলন কান্তি দাস, সদস্য সচিব গোলাম মাওলা শান্ত, যুগ্ম আহবায়ক পলাশ হাওলাদার, এস আর সোহেল,সদস্য গাজী আরিফুর রহমান, আরিফুর রহমান আরিফ, কুলকাঠি ইউনিয়ন শাখা সদস্য সচিব সাইদুল ইসলাম মোল্লা, সদস্য রাসেল হাওলাদার উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য ঝালকাঠি থেকে ঢাকা এন্টি টেরোরিজম ইউনিটে বদলী হন তিনি।

বানারীপাড়ায় সদালাপী সুব্রত কুন্ডুকে মেয়র পদে দেখতে চায় পৌরবাসী

বানারীপাড়া প্রতিনিধি:
যতই দিন যাচ্ছে ততই সামনে আসছে বানারীপাড়া পৌরসভা নির্বাচন, আর নির্বাচনের আগাম গুঞ্জনে চায়ের আড্ডা থেকে শুরু হয়ে পাড়া মহল্লায় বইছে মিশ্রিত হাওয়ায় নানান কথোপকথন। এমন গুঞ্জনের ধারাবাহিকতায় সুস্থ সচল আধুনিক বানারীপাড়া পৌরসভা গড়তে মেয়র প্রার্থীতায় স্থানীয় হেভিওয়েট নেতৃত্বে পৌরবাসীর মুখে ভেসে উঠছে বন্দর বাজার কমিটির সদ্য নির্বাচিত সভাপতি ও পৌর আওয়ামী লীগের সভাপতি সদালাপী ব্যক্তিত্ব সুব্রত লাল কুন্ডু’র কথা। সফল নেতৃত্ব দলীয় ত্যাগ আর মেধার আলোকে পৌরবাসী আজ তাকে পৌরপিতার স্থানে দেখতে চায় বলে অনেকই অভিমত প্রকাশ করেন। এ প্রসঙ্গে সুব্রত লাল কুন্ডুর সাথে আলাপকালে তিনি জানান, দীর্ঘ সময়ে রাজনীতিতে তার অবদান, ত্যাগ, দলের প্রতি আনুগত্য ও সর্বোপরি জনপ্রিয়তা বিবেচনা করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাসহ দলীয় হাই কমান্ড তাকে মূল্যায়ন করবেন বলে তিনি আশাবাদী। দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারলে তিনি বানারীপাড়া পৌরসভাকে আলোকিত তিলোত্তমা এক পৌরসভায় রূপান্তর করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

টানা বৃষ্টিতে বরিশালের জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিবেদক:
সাগরে সৃষ্ট লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে বরিশালের কীর্তনখোলা নদীতে পানি বেড়েছে। এতে জেলার নিম্নাঞ্চলের বহু এলাকা প্লাবিত হয়েছে। বিভিন্ন এলাকায় পানিতে তলিয়ে গেছে বসতঘর, ফসলের ক্ষেত ও মাছের ঘের। এতে বিপাকে পড়েছেন কৃষক, শ্রমিক, দিনমজুর, মৎস্যজীবীসহ সাধারণ মানুষ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে টানা বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আর গেলো ২৪ ঘণ্টায় বরিশালে ৬২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, বরিশালে কখনও মুষলধারে, কখনও থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও বাতাসের গতিবেগ স্বাভাবিক রয়েছে। এসময় স্থানীয় নদীবন্দরে ১ নম্বর সর্তকসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস জানান, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির প্রভাবে বরিশালে গত দুইদিন ধরে বৃষ্টি হচ্ছে। আগামী দুইদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. মাসুম জানান, বুধবার সকালে বরিশালের কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

বরিশালে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

বরিশালে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন ( র‌্যাব ৮ ) এর অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে ।

মঙ্গলবার সকালে র‌্যাব-৮ সদর দপ্তর কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।

র‌্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে বরিশাল মহানগরীর কোতয়ালী থানাধীন নতুন বাজার ১৯ নং ওয়ার্ডে ডায়মন্ড গলির হারুন অর রশিদ এর বসত বাড়ীর মধ্যে মাদক জাতীয় দ্রব্য ও ভারতীয় রুপি রক্ষিত আছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালিয়ে একজনকে আটক করে ।

আটককৃত ব্যক্তি হলেন বরিশাল নতুন বাজার ১৯নং ওয়ার্ডের মৃত শফি উদ্দিন মিয়ার ছেলে মোঃ হারুন অর রশিদ (৬২)। এ সময় তার কাছ থেকে ২৮ (আঠাশ) বোতল ফেন্সিডিল, মাদক বিক্রয়ের নগদ ২,৮৫,৯৫৫/- (দুই লক্ষ পঁচাশি হাজার নয়শত পঞ্চান্ন ) টাকা এবং ভারতীয় ১৫,০০০/- (পনের হাজার) রুপি উদ্ধার করা হয় ।

আসামীর বিরুদ্ধে র‌্যাব-৮ সিপিএসসি’র ডিএডি মোঃ আল-মামুন শিকদার বাদী হয়ে কোতয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।

সমুদ্রপথে আসছে পৌনে ছয় লাখ টন পেঁয়াজ

ভারতের বিকল্প দেশগুলো থেকে পৌনে ছয় লাখ টন পেঁয়াজ আমদানির অনুমতি নিয়েছেন ব্যবসায়ীরা। চলতি মাসে প্রথম ২০ দিনে এসব পেঁয়াজ আমদানির অনুমতি নেন তাঁরা। এত কম সময়ে বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি সংগ্রহে এটি রেকর্ড বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন। আগামী মাসের শুরু থেকে এসব পেঁয়াজ চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি শুরু হওয়ার কথা রয়েছে।

কৃষি বিভাগের উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভারতে পেঁয়াজের দাম বাড়ার পর থেকেই এ মাসের শুরুতে ব্যবসায়ীরা বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি নেওয়া শুরু করেন। এ মাসের শুরু থেকে ভারত রপ্তানি বন্ধের দিন (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত ব্যবসায়ীরা দুই লাখ ২৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি নেন। রপ্তানি বন্ধের পর রোববার পর্যন্ত চার কর্মদিবসে আরও সাড়ে তিন লাখ টন পেঁয়াজ আমদানির অনুমতি নেন তাঁরা।

অর্থাৎ এ মাসের ২০ দিনে মোট ৫ লাখ ৭২ হাজার ৯৭৫ টন পেঁয়াজ আমদানির অনুমতি নিয়েছে পাঁচ শতাধিক ব্যবসায়ী। এর মধ্যে গত ১৭ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ বা এক লাখ ৫৮ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি নিয়েছেন দুই শতাধিক ব্যবসায়ী। মোট ৮৩৫টি চালানে এসব পেঁয়াজ চট্টগ্রাম বন্দর দিয়ে আনার কথা রয়েছে। এ সপ্তাহেই আমদানি অনুমতির পরিমাণ ছয় লাখ টন ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।