বরিশালে পুলিশ সদস্যসহ নতুন শনাক্ত ১১

বরিশালে গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) নতুন করে ১১ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। শনাক্ত হওয়া ১১ জন সহ অদ্যাবধি এ জেলায় ৩৪০৫ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিনে জেলায় করোনা আক্রান্ত ২৬ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। অদ্যাবধি এ জেলায় মোট ৩০৩২ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এছাড়া ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১ ব্যক্তি। অদ্যাবধি এ জেলায় ৬৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাবুগঞ্জ উপজেলার ১ জন ব্যক্তি, বরিশাল নগরীর কাউনিয়া, সিঅ্যান্ডবি রোড প্রত্যেক এলাকার ২ জন করে ৪ জন, আলেকান্দা, সদর রোড, ব্যাপ্টিস্ট মিশন রোড, বান্দ রোড, স্ব-রোড প্রত্যেক এলাকার ১ জন করে ৫ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১ সদস্যসহ মোট ১১ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন।

বরিশালের বাকেরগঞ্জে দিনভর কর্মসূচিতে যোগ দিলেন জেলা প্রশাসক

মুজিববর্ষ উপলক্ষে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে বছরব্যাপী নেওয়া হয়েছে জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি তারি ই ধারাবাহিকতায় আজ ২১ সেপ্টেম্বর দিনব্যাপী বাকেরগঞ্জ উপজেলায় জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান এর দিনভর কর্মসূচি বাস্তবায়ন।

 

 

তালের পিঠা উৎসব, তালের বীজ বপন, নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ, বাকেরগঞ্জ উপজেলার ইউনিয়ন ভূমি অফিসের অনুকূলে ল্যাপটপ বিতরণ, বৃক্ষ রোপণ কর্মসুচি ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ।

 

 

আজ সকাল ১১ টার দিকে বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি বি. এম. একাডেমি এর আয়োজনে বি. এম. একাডেমি প্রাঙ্গণে তাল বীজ বপন এবং তালের পিঠা উৎসব ২০২০ এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও জেলা প্রশাসন এর পক্ষ থেকে কলসকাঠি ইউনিয়নের নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ৪ টি পরিবারের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। এসময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  মাধবী রায়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  মোঃ আকমল হোসেন খান, সভাপতি কলসকাঠী বি.এম একাডেমি রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক কলসকাঠী বি.এম একাডেমী দীপক কুমার পাল,

পিআইও মোঃ আসাদুজ্জামানসহ বিভিন্ন অতিথি বৃন্দরাউপস্থিত ছিলেন সেখানে সংক্ষিপ্ত এক আলোচনা সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ৪ টি পরিবারের মাঝে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকার অর্থ সহায়তা প্রদান করেন।

 

 

পরে সেখানে তিনি তাল পিঠা উৎসব এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরিশেষে স্কুল প্রাঙ্গনে তালের বীজ বপন করেন জেলা প্রশাসক।

 

 

দুপুর ১২ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদফতর এর আয়োজনে বাকেরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক হুইল চেয়ার বিতরণ করেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। সেখানে আলোচনা সভা শেষে ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

 

 

সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বাকেরগঞ্জ, উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, বরিশাল আল-মামুন তালুকদার, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বরিশালের কনসালট্যান্ট ডা. মননুজা রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বাকেরগঞ্জ মোঃ মিজানুর রহমান,

 

 

মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা বেগম, অফিসার ইনচার্য বাকেরগঞ্জ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু তাহেরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

 

এদিকে দুপুর ১ টার দিকে সহকারী কমিশনার (ভূমি) বাকেরগঞ্জ উপজেলা এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে। ভূমি সংস্কার বোর্ড কর্তৃক ইউনিয়ন ভূমি অফিসসমূহের অনুকুলে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

এসময় উপস্থিত উপজেলা নির্বাহী অফিসা বাকেরগঞ্জ, সহকারী কমিশনার (ভূমি) বাকেরগঞ্জসহ ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

শুরুতে জেলা প্রশাসক বরিশাল সংক্ষিপ্ত এক আলোচনা শেষে ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের মাঝে ১৫টি ল্যাপটপ বিতরণ করেন। পরে বাকেরগঞ্জ উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে একটি বকুল ফুলের গাছ রোপন করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

বরিশালে জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

মুজিববর্ষ উপলক্ষে জেলা প্রশাসন বরিশালের কর্মকর্তা কর্মচারীদের অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আজ ২১ সেপ্টেম্বর সোমবার সকাল ৯ টার দিকে জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন বরিশাল এর সহযোগিতা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল।

এসময় বিশেষ অতিথি ছিলেন বরিশাল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন সহকারী পরিচালক মোঃ ফারুক হোসেন শিকদারসহ বরিশাল জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। শুরুতে জেলা প্রশাসক বরিশাল কর্মশালার শুভ উদ্বোধন করেন পরে অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়।

পটুয়াখালীতে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরন ও কর্মপরিকল্পনা সভা

পটুয়াখালীতে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরন ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবনের সভাকক্ষে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডাঃ রেজাউর রহমানের উপস্থাপনায় অবহিতকরন ও কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ তৈয়ুবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোহাম্মদ মাহবুবুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল,

সদর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার প্রমুখ।

সভায় প্রজেক্টরের মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর লক্ষ্য, উদ্দেশ্য ও করনীয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সুমন কুমার বালা। সভায় জেলা ও উপজেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

চারঘণ্টার ব্যবধানে কুয়াকাটার আবাসিক হোটেল থেকে দ্বিতীয় লাশ উদ্ধার

চারঘণ্টার ব্যবধানে কুয়াকাটায় অপর একটি আবাসিক হোটেল থেকে সৌরভ জামিল সোহাগ (৪৯) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৬টার দিকে একটি লাইট ব্লু কালারের প্রাইভেট কারে টুকু নামে একজনকে নিয়ে আবাসিক হোটেল সাউথ বাংলার ১১২ নং কক্ষে ওঠেন তিনি।

এর পরদিন সোমবার বেলা পৌনে ১২টার দিকে টুকু পিঠে একটি ব্যাগ ঝুলিয়ে হোটেলের রুম ত্যাগ করে প্রাইভেট কার নিয়ে বেরিয়ে যান। হোটেলে থাকা সিসি ক্যামেরার ফুটেজ এবং ডায়েরীর ভিত্তিতে পুলিশ এসব তথ্য জানিয়েছে। বিকেলে ওই হোটেলের বয় মুসা (২৫) কক্ষ পরিষ্কার করতে গিয়ে দরজা খোলা এবং খাটের ওপর শুয়ে থাকা সৌরভ জামিল সোহাগের নিথর দেহ দেখতে পান। এরপর পুলিশে খবর দেওয়া হলে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসে।

নিহত সৌরভ জামিল সোহাগের বাসা খুলনার দৌলতপুর আঞ্জুমান সড়কে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে সন্দেহভাজন হত্যাকারী টুকু খুলনার একটি আবাসিক হোটেল মালিকের ছেলে। মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, এটি একটি হত্যাকা- হিসেবেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, বিছানাপত্র এবং লাশের অবস্থা দেখে ধারণা, হত্যাকারী বালিশচাপা দিয়ে হত্যা নিশ্চিত করে সটকে পড়েছে। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত এবং পোস্টমর্টেম রিপোর্ট হাতে পাওয়ার পর নিহতের প্রকৃত কারণ জানা যাবে।

মহিপুর থানার ওসি জানান, সোমবার রাতে লাশ উদ্ধারের পর পটুয়াখালী মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে সোমবার দুপুরের দিকে আল্লাহর দান আবাসিক হোটেল থেকে আঃ মানিক (৪৫) নামে একজনের লাশ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ।

বরিশাল নগরীর রাস্তা নির্মাণ পরিদর্শনে মেয়র সাদিক আব্দুল্লাহ

বরিশালে রাস্তা নির্মাণের কাজে চমক দেখাচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বরিশাল নগরীর বান্দ রোডের আমতলার মোড় থেকে লঞ্চঘাট পর্যন্ত রাস্তায় আধুনিক পেভার মেশিন দিয়ে রাস্তা নির্মাণে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

এর আগে এত সুন্দর রাস্তা দেখেনি নগরবাসী। যা উপহার দিয়েছেন মেয়র সাদিক আবদুল্লাহ। নগরীর অভ্যন্তরে আধুনিক মেশিন দিয়ে রাস্তা নির্মাণ করে সবার মুখে প্রশংসায় ভাসছেন মেয়র সাদিক আবদুল্লাহ। দেশে মহামারীর কারণে গত কয়েক মাসে নগরীর মধ্যে দৃশ্যমান বড় ধরনের কোন অবকাঠামো উন্নয়ন কাজ চোখে না পড়লেও সদ্য নির্মিত রাস্তায় চোখ পড়েছে সবার।

নির্মিত রাস্তার ৫ বছরের গ্যারান্টি দিচ্ছেন তিনি। ৫ বছরের মধ্যে যে কোন ধরনের সংস্কার কিংবা মেরামত প্রয়োজন হলে ঠিকাদার নিজ দায়িত্বে সেগুলো মেরামত করে দেবেন বলে জানিয়েছেন মেয়র সাদিক আবদুল্লাহ। বরিশাল নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক এটি। ২০০২ সালে সিটি কর্পোরেশন গঠিত হওয়ার পর থেকে প্রতি বছর অন্তত ২-৩ বার মেরামত-সংস্কার করা হতো গুরুত্বপূর্ণ এই সড়কটি।

প্রতি বারই হতো অর্থের অপচয়। মেরামতের কিছুদিন পরই খানাখন্দে ভরে যেত সড়কটি। আর ভোগান্তিতে পড়তে হতো নগরবাসীসহ দূর-দূরান্ত থেকে আগত লাখো মানুষকে। বর্ষায় ভোগান্তির মাত্রা আরও বেড়ে যেত। এবার সেই সড়কে ডেঞ্চ কার্পেটিং করছেন সাদিক আবদুল্লাহ। চাঁদমারী এলাকার বাসিন্দা রেজাউল কবির জানান,মহাসড়কের আদলে সিটির মধ্যে রাস্তা নির্মাণ করা হচ্ছে। এতে দির্ঘ মেয়াদী ফল পাওয়া যাবে।

নগরবাসী ভোগান্তি থেকে রেহাই পাবে। বরিশাল সিটি কর্পোরেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান আমাদের মেয়র মহোদয়ের নির্দেশে বরিশালে সড়ক বিভাগের সব চেয়ে বড় ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে এ রাস্তা নির্মাণ কাজ চলছে তারা ৫ বছরের গ্যারান্টি দিয়ে সড়ক নির্মান করছেন। এই সময়ের মধ্যে সড়কে যে কোন প্রকার সংস্কারের প্রয়োজন হলে ঠিকাদারী প্রতিষ্ঠান করে দেবে।

মেহেন্দিগঞ্জে এমপি পংকজ নাথ’র সুস্থতা কামনা

বরিশাল-৪ আসনের সংসদ সদস্য, স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক পংকজ নাথ’র কোভিড-১৯ থেকে আশু রোগমুক্তি কামনায় মেহেন্দিগঞ্জের গোবিন্দপুর ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি ইউপি সদস্য কাজী সামছুল আলমের আয়োজনে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল ১০টায় তেতুলিয়া হাফিজিয়া লিল্লাহ্ বোডিং এতিমখানা মাদ্রাসায় এ উপলক্ষে কোরআন খানি, দোয়া ও মিলাদ পড়ানো হয়। দোয়া মিলাদ পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা হাসমতউল্লা।

উক্ত দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ সভাপতি কাজী সামছুল আলম ছাড়াও ওই ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ ভারপ্রাপ্ত সভাপতি কৃষ্ণ পদ, ২নং ওয়ার্ড ইউপি সদস্য জয়নাল আবেদীনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার মুসল্লীরা।

দোয়া মিলাদ শেষে উপস্থিত মাদরাসার ছাত্র শিক্ষকদের মাঝে তবারক বিতরন এবং দুপুরের খাবারের ব্যাবস্থা করা হয়। উল্লেখ কাজী সামছুল আলমের উদ্যােগে এমপি পংকজ নাথ’র রোগমুক্তি কামনায় এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রতিনিয়ত দোয়া মিলাদ পড়ানো হচ্ছে।

নৃত্যশিল্পী সোহাগ ৭ দিনের রিমান্ডে

জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে মানবপাচার আইনের মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ইভান শাহরিয়ার সোহাগকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিল সিআইডি।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী পাচারের অভিযোগে গত ১২ সেপ্টেম্বর ইভানকে কারাগারে পাঠান আদালত। পরদিন তার জামিন আবেদন নামঞ্জুর হয়।

গত ১১ সেপ্টেম্বর সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শেখ রেজাউল হায়দার জানান, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ড্যান্স বারে কাজ দেওয়ার নামে নারী পাচারের অভিযোগে নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভানকে আটক করা হয়।

তিনি বলেন, দুবাইয়ে ড্যান্স বারের আড়ালে নারী পাচারের অভিযোগে সম্প্রতি আজম খানসহ নারী পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। এদের মধ্যে দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কোরিওগ্রাফার ইভানের নাম বলেন। সেই তথ্যের ভিত্তিতে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট তাকে আটক করে।

ইভান শাহরিয়ার সোহাগ নিজের নামে (সোহাগ ড্যান্স ট্রুপ) একটি ড্যান্স কোম্পানি পরিচালনা করতেন। বিভিন্ন কর্পোরেট অনুষ্ঠানের নাচে অংশগ্রহণ করত তার দল। ২০১৭ সালে নির্মিত ধ্যাততেরিকি নামে একটি সিনেমায় নৃত্য পরিচালনার জন্য ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

মনপুরায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত

মনপুরায় উজান থেকে নেমে আসা ঢল ও অমাবস্যার প্রভাবে মেঘনার পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উপকূলের চারটি গ্রামের নিম্নাঞ্চলসহ আমন ফসলের ক্ষেত প্লাবিত হয়েছে।

পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছে হাজারও মানুষ। এদিকে জোয়ারের পানিতে মনপুরা উপকূলের বিচ্ছিন্ন বেড়িবাঁধহীন কলাতলীর চর ও চরনিজামের ফসলের ক্ষেতসহ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। ওই সব এলাকার মানুষ জোয়ারের পানিতে দিনে-রাতে পানিবন্দি থাকছে।

গতকাল রোববার দুপুর ১২টায় মেঘনার পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার ওপর প্রবাহিত হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এর আগে শনিবার বিকালে মেঘনার পানি বিপদসীমার ৫৪ সেন্টিমিটার ওপর প্রবাহিত হয়।

সরেজমিন ঘুরে দেখা গেছে, অমবস্যার প্রভাবে জোয়ারের পানিতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট, সোনারচর, চরযতিন, চরজ্ঞান গ্রামের নিম্নাঞ্চল ২-৩ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।

পাউবো ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ যুগান্তরকে জানান, উজানের নেমে আসা ঢল ও অমাবস্যার প্রভাবে মেঘনার পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার ওপর প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর আগে শনিবার বিকালে মেঘনার পানি বিপদসীমার ৫৪ সেন্টিমিটার ওপর প্রবাহিত হয়।

সেবা দেয়াই পুলিশের কাজ: বরিশাল রেঞ্জের ডিআইজি

বরিশাল রেঞ্জের ডিআইজি মে. শফিকুল ইসলাম- বিপিএম (বার), পিপিএম বলেছেন, ‘কোন ধরনের অপরাধীদের সাথেই পুলিশের সক্ষতা থাকতে পারে না। পুলিশ জনগণের বন্ধু, সেবা দেওয়াই পুলিশের কাজ। সুতরাং বরিশাল রেঞ্জে অপরাধীদের কোন ঠাঁই নাই।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বরিশাল রেঞ্জের মাসিক অপরাধ সভায় ডিআইজি মোঃ শফিকুল ইসলাম এ কথা বলেছেন।

মাসিক অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এহসান উল্লাহ, বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলামসহ অন্যন্য কর্মকর্তাবৃন্দ।

সভায় বরিশালের বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালামকে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ডিআইজি শফিকুল ইসলাম তার হাতে এ ক্রেস্ট তুলে দেন। এসময় অতিরিক্ত ডিআইজি এবং বরিশাল জেলার পুলিশ সুপার উপস্থিত ছিলেন।