বরিশাল থেকে ছেড়ে যাওয়া চাকলাদার বাসের মুখোমুখি সংঘর্ষ উল্টে নিহত ৪

বরিশাল থেকে যশোরের বেনাপোলের উদ্দেশে ছেড়ে যাওয়া চাকলাদার পরিবহনের একটি মাগুরায় দুর্ঘটনায় পতিত হয়েছে।

শুক্রবার বেলা দেড়টার দিকে সদর উপজেলার মঘীর ঢাল এলাকায় মাগুরা-যশোর মহাসড়কে বাসটির সাথে ঢাকাগামী সোহাগ পরিবহনের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ৪ জন নিহতসহ অন্তত ১৭ জন আহত হন। সন্ধ্যা ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকাজ চলছিল। এ ঘটনায় নিহত ও আহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে, এমনটি জানিয়েছে পুলিশ ও উদ্ধারকাজে যুক্ত ফায়ার সার্ভিসের কর্মীরা।

 

পুলিশ জানায়- বেলা দেড়টার দিকে বরিশাল থেকে আসা চাকলাদার পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চাকলাদার পরিবহনের বাসটির পেছনে আরও একটি মাইক্রোবাস ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে। দুই বাসের মুখোমুখি সংঘর্ষের পর চাকলাদার পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কয়েক ফুট গভীর খাদে পড়ে যায়।

পুলিশ ও উদ্ধারকর্মীরা জানিয়েছে, নিহত চারজনসহ হতাহত ব্যক্তিদের বেশির ভাগই চাকলাদার পরিবহনের যাত্রী। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। সদর হাসপাতালের জরুরি বিভাগে বিকেল ৪টা পর্যন্ত আহত ১৭ জনকে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম সাংবাদিকদের জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। চাকলাদার পরিবহনের বাসটি খালের পানির মধ্যে আংশিক ডুবেছিল। এখন পর্যন্ত সেখান থেকে চারটি লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ এখনও শেষ হয়নি, তবে বাসের মধ্যে আর কোনো লাশ নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকর্মীরা।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম আরও জানান, হতাহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সোহাগ পরিবহন ও দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের যাত্রীদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পুলিশ।’

আল্লামা শফী আর নেই

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার সন্ধ্যায় তিনি পুরান ঢাকার গেণ্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে ঢাকায় আনা হয়েছিল। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে থাকা আল্লামা শফীকে এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার সন্ধ্যার আগে ঢাকায় এনে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

বরিশালে পুলিশী অভিযানে মা ছেলেসহ তিন জন গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়ায় বৃহস্পতিবার রাতে পুলিশী অভিযানে মা ছেলেসহ তিন পলাতক আসামী গ্রেফতার হয়েছেন। শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

থানার ডিউটি অফিসার এসআই শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ কিবরিয়া ও আক্তারুজ্জামান অভিযান চালিয়ে উপজেলার বাকাল ইউনিয়নের পাকুরিতা গ্রাম থেকে জোটন সরকারের স্ত্রী লক্ষ্মী সরকার (৫০), তার ছেলে উৎপল সরকার (৩০) ও সজল সরকার (২৮)কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মা ও ছেলেরা নন জিআর ১৫/২০ মামলা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

ঝালকাঠিতে করোনা উপসর্গে গৃহবধূর মৃত্যু

ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে তানিয়া আক্তার (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়।

করোনা ওয়ার্ডের চিকিৎসকরা জানায়, ঝালকাঠির মো. চঞ্চলের স্ত্রী তানিয়া জ্বর, বুকে ব্যাথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ১৬ সেপ্টেম্বর তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টায় তাঁর মৃত্যু হয়। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

ঝালকাঠিতে বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙায় ক্ষোভ

ঝালকাঠি সুগন্ধা পৌর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে ও খেলার মাঠ নষ্ট করে অবৈধভাবে বানিজ্যিক স্টল নির্মাণের অভিযোগ উঠেছে ম্যানেজিং কমিটির সদ্য বিদায়ী সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকার বিরুদ্ধে।

শুক্রবার সকাল ১১টায় বিদ্যালয় সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্রধান শিক্ষক রীতা মন্ডল। প্রধান শিক্ষকের সাক্ষর জাল করে অবৈধ রেজুলেশন বানিয়ে দ্রুতগতিতে স্টল নির্মাণের কাজ শুরু করেন বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক জানান, তাকে চাপে রেখে শারমিন মৌসুমি কেকা তার পার্টনার বিএনপি নেতা আনিসুর রহমান তাপুকে সঙ্গে নিয়ে স্কুলে আসা যাওয়া করতেন। তাপু টেবিলে বসে একটি পিস্তল বের করে ভয় দেখাতেন। গত ১৪ আগস্ট শহীদ মিনার ভেঙে স্টল নির্মাণের কাজ শুরু করলেও ভয়ে শিক্ষকরা কেউ প্রতিবাদ করতে পারেনি। পরবর্তীতে ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হয়ে গেলে নতুন ম্যানেজিং কমিটি এসে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়। বিষয়টি জানতে পেরে পৌর কর্তপক্ষ তাদের পরিকল্পনা (প্লান) বাতিল করে নির্মাণাধীন স্টল ভেঙে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে কেকা বিদ্যালয়, নতুন কমিটি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন। আগামী ২১ ফেব্রæয়ারির আগেই বিদ্যালয় মাঠেই নতুন শহীদ মিনার নির্মাণের প্রতিশ্রæতি দেন প্রধান শিক্ষক। শহীদ মিনার ভাঙার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের মানেজিং কমিটির (এডহক) সভাপতি গাজী সানাউল হক অভিযোগ করেন, শরিমিন মৌসুমি কেকা স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমুর সুনাম ক্ষুণœ করে নানা ধরণের কাজ করে যাচ্ছেন। বিষয়টি সংসদ সদস্য জানতে পেরে নতুন কমিটি গঠনের ব্যাপারে প্রধান শিক্ষক রীতা মন্ডলকে নির্দেশ দেন। এ কমিটিতে থাকতে না পেরে কেকা স্কুলের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছেন। সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ঝালকাঠি শহরের সার্কিট হাউস সংলগ্ন প্রধান সড়কের পাশে গুরুধাম এলাকায় ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় সুগন্ধা পৌর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়। বর্তমানে এখানে ৪৭৫ জন ছাত্রী পড়ালেখা করে। পাশেই রয়েছে মিলন মন্দির সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানেও প্রায় ৩৪০জন ছেলেমেয়ে লেখাপড়া করে। সকল ছাত্রছাত্রীদের বিদ্যালয় পূর্ব সমাবেশ (এসেম্বলি), বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ১৬ ডিসেম্বরের বিজয় দিবস ও ২৬ মার্চের স্বাধীনতা দিবসের প্যারেটের জন্য রয়েছে একটি খেলার মাঠ।

স্কুলের সামনে প্রধান সড়কের কাছে রয়েছে দেয়াল ঘেরা সাড়ে পাঁচ হাজার স্কয়ার ফুটের একটি খেলার মাঠটি। মাঠের পশ্চিম প্রান্তে ছিল একটি শহীদ মিনার। গত ১৪ আগস্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদ্য বিদায়ী সভাপতি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমীন মৌসুমি কেকা খেলার মাঠের প্রায় ২০০০ বর্গফুট জায়গায় দশটি স্টল নির্মাণ কাজ শুরু করেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদ্য বিদায়ী সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমী কেকা একটি রেস্তোরায় গত ১০ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী স্টল নির্মাণ করা হয়েছে। প্রধান শিক্ষক যদি রাজি না থাকেন, তাহলে কোন ভাবেই স্টল নির্মাণ করা যেতো না। তারা সবাই মিলে একটি ষড়যন্ত্র শুরু করেছেন।

ঝালকাঠি সুগন্ধা পৌর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে ও খেলার মাঠ নষ্ট করে অবৈধভাবে বানিজ্যিক স্টল নির্মাণের অভিযোগ উঠেছে ম্যানেজিং কমিটির সদ্য বিদায়ী সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকার বিরুদ্ধে।

শুক্রবার সকাল ১১টায় বিদ্যালয় সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্রধান শিক্ষক রীতা মন্ডল। প্রধান শিক্ষকের সাক্ষর জাল করে অবৈধ রেজুলেশন বানিয়ে দ্রুতগতিতে স্টল নির্মাণের কাজ শুরু করেন বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক জানান, তাকে চাপে রেখে শারমিন মৌসুমি কেকা তার পার্টনার বিএনপি নেতা আনিসুর রহমান তাপুকে সঙ্গে নিয়ে স্কুলে আসা যাওয়া করতেন। তাপু টেবিলে বসে একটি পিস্তল বের করে ভয় দেখাতেন। গত ১৪ আগস্ট শহীদ মিনার ভেঙে স্টল নির্মাণের কাজ শুরু করলেও ভয়ে শিক্ষকরা কেউ প্রতিবাদ করতে পারেনি। পরবর্তীতে ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হয়ে গেলে নতুন ম্যানেজিং কমিটি এসে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়। বিষয়টি জানতে পেরে পৌর কর্তপক্ষ তাদের পরিকল্পনা (প্লান) বাতিল করে নির্মাণাধীন স্টল ভেঙে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে কেকা বিদ্যালয়, নতুন কমিটি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন। আগামী ২১ ফেব্রæয়ারির আগেই বিদ্যালয় মাঠেই নতুন শহীদ মিনার নির্মাণের প্রতিশ্রæতি দেন প্রধান শিক্ষক। শহীদ মিনার ভাঙার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের মানেজিং কমিটির (এডহক) সভাপতি গাজী সানাউল হক অভিযোগ করেন, শরিমিন মৌসুমি কেকা স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমুর সুনাম ক্ষুণœ করে নানা ধরণের কাজ করে যাচ্ছেন। বিষয়টি সংসদ সদস্য জানতে পেরে নতুন কমিটি গঠনের ব্যাপারে প্রধান শিক্ষক রীতা মন্ডলকে নির্দেশ দেন। এ কমিটিতে থাকতে না পেরে কেকা স্কুলের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছেন। সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ঝালকাঠি শহরের সার্কিট হাউস সংলগ্ন প্রধান সড়কের পাশে গুরুধাম এলাকায় ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় সুগন্ধা পৌর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়। বর্তমানে এখানে ৪৭৫ জন ছাত্রী পড়ালেখা করে। পাশেই রয়েছে মিলন মন্দির সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানেও প্রায় ৩৪০জন ছেলেমেয়ে লেখাপড়া করে। সকল ছাত্রছাত্রীদের বিদ্যালয় পূর্ব সমাবেশ (এসেম্বলি), বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ১৬ ডিসেম্বরের বিজয় দিবস ও ২৬ মার্চের স্বাধীনতা দিবসের প্যারেটের জন্য রয়েছে একটি খেলার মাঠ।

স্কুলের সামনে প্রধান সড়কের কাছে রয়েছে দেয়াল ঘেরা সাড়ে পাঁচ হাজার স্কয়ার ফুটের একটি খেলার মাঠটি। মাঠের পশ্চিম প্রান্তে ছিল একটি শহীদ মিনার। গত ১৪ আগস্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদ্য বিদায়ী সভাপতি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমীন মৌসুমি কেকা খেলার মাঠের প্রায় ২০০০ বর্গফুট জায়গায় দশটি স্টল নির্মাণ কাজ শুরু করেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদ্য বিদায়ী সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমী কেকা একটি রেস্তোরায় গত ১০ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী স্টল নির্মাণ করা হয়েছে। প্রধান শিক্ষক যদি রাজি না থাকেন, তাহলে কোন ভাবেই স্টল নির্মাণ করা যেতো না। তারা সবাই মিলে একটি ষড়যন্ত্র শুরু করেছেন।

কলাপাড়ায় এক কৃষক দুই দিন ধরে নিখোঁজ

বাড়ি থেকে কলাপাড়ায় যাওয়ার কথা বলে দুই দিন ধরে নিখোঁজ রয়েছে কৃষক জাহাঙ্গীর হাওলাদার (৪৮)। উপজেলার চাকামইয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসীন্দা জাহাঙ্গীর হাওলাদার বৃহস্পতিবার সকাল নয়টায় কলাপাড়া পল্লী বিদ্যুত অফিসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে নিখোঁজ রয়েছে।

এ ঘটনায় জাহাঙ্গীর হাওলাদারের ছেলে নাজমুল হাওলাদার কলাপাড়া থানায় একটি জিডি করেছেন। নাজমুল জিডিতে উল্লেখ করেছেন বাড়ি থেকে পল্লী বিদ্যুত সমিতির অফিসে যাওয়ার কথা বলে বের হয়েছেন তার বাবা। কিন্তু তিনি ওই অফিসেও যায়নি। বাড়িতেও ফেরেনি।

এ নিয়ে পরিবারে চরম অজানা আতঙ্ক বিরাজ করছে।

কলাপাড়া থানার ওসি খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, পুলিশি তদন্ত চলছে।

বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

বরিশালের গৌরনদীতে মোটরসাইকেলের ধাক্কায় সুমন (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

ঢাকা-বরিশাল মহাসড়কে শুক্রবার ভোরে উপজেলার বার্থী তারা মায়ের মন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় মোটরসাইকেলটি উল্টে দুই আরোহী আহত হয়েছেন।

নিহত সুমন উপজেলার বার্থী ইউনিয়নের বাঘমারা গ্রামের মেয়াজউদ্দিনের ছেলে।

গুরুতর আহতাবস্থায় মো. ফয়সাল (২৩) ও মো. রাজুকে (২৪) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মো. মাহাবুব জানান, মোটরসাইকেলের ধাক্কায় আহত সুমনকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে মারা যান।

বরিশালে মসজিদের ওপর থেকে বিদ্যুত লাইন সরানোর দাবি

নারায়নগঞ্জে মসজিদের মধ্যে ঘটে যাওয়া ট্রাজেডির মতো দ্বিতীয় আর কোন ঘটনা ঘটার আগেই মসজিদের মুসুল্লীদের রক্ষার জন্য মসজিদের ছাদের ওপর দিয়ে ১১ হাজার কেভি ভোল্টের বিদ্যুত লাইন সরিয়ে নেয়ার দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পূর্বে বরিশাল-ঢাকা মহাসড়কের বিভাগীয় কমিশনারের কার্যলয় সংলগ্ন নগরীর কাশিপুর ইছাকাঠি বায়তুন নুর জামে মসজিদে আগত মুসল্লীরা এ কর্মসূচী পালন করেন। স্থানীয় বায়তুন নুর জামে মসজিদের জমিদাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন কামাল মুন্সির সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মসজিদ কমিটির সভাপতি আবু হানিফ, বায়তুন নুর জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ শাইখ হাসনাইন মাহমুদ সিদ্দিকী প্রমুখ।

এ ব্যাপারে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন-২ এর নির্বাহী প্রকৌশলী অমূল্য সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আবেদন করা হলেইতো বিদ্যুতের খুঁটি সরিয়ে নেয়া যায়না। এরকম লাইন বরিশাল শহরের অনেক রয়েছে। তিনি আরও বলেন, বরিশালে বিদ্যুতের এ অবস্থা আর থাকবে না। আগামী ২০২১ সালের মধ্যে বরিশালের সকল বিদ্যুতের লাইন আন্ডার গ্রাউন্ডে নেয়া হবে।

বরিশাল মহানগর আওয়ামী লীগের শোক প্রকাশ

বরিশাল জেলা ছাত্রলীগের সহ- সভাপতি ও বি এম কলেজ ছাত্রলীগ নেতা #সাদ্দাম_হোসেন আজ রাত ৮ টায় ঢাকা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে হার্টে রিং বসানোর সময় মৃত্যুবরন করেছে।
(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রজিউন)
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগর শাখার আমি সভাপতি ও পিপি এডভোকেট এ কে এম জাহাঙ্গীর
আল্লাহ্ ওকে জান্নাতবাসী করুন- আমিন।