বরিশালে পরশমনি সংস্থার অসহায় পরিবারদের সেলাই মেশিন বিতরণ

বরিশালের অসহায় পরিবারের বাড়তি আয়ের জন্য সেলাই মেসিন বিতরণ করা হয়েছে। পরশমনি সংস্থার সহযোগীতায় এবং জাতীয় সমাজকল্যান পরিষদের অর্থায়নে এই মেশিন দেয়া হয়। বৃহস্পতিবার দূপুরে নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকায় এই সেলাই মেশিন বিতরণ করেন সংস্থার পরিচালক মো. জসিম উদ্দিন।

সেলাই মেশিন পেয়ে বিধবা নয়ন বলেন, আমার স্বামী মারা যাওয়ার পর থেকে সংসারের উপার্জন করার মতো কেউ নেই। বর্তমানে মেয়ে জামাইয়ের সহায়তায় কোন রকম খেয়ে না খেয়ে বেঁচে আছি। এখন আমাকে দেওয়া সেলাই মেশিন দিয়ে কিছুটা হলেও আয় করে সংসার চালাতে পারবো।

সেলাই মেশিন বিতরণকালে সংস্থার পরিচালক জসিম উদ্দিন বলেন, অলাভজনক প্রতিষ্ঠান পরশমনি সমাজকল্যাণ সংস্থার প্রতিশ্র“তি অনুযায়ী সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে এই সেলাই মেশিন বিতরণ করা হয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, করোনা রোগের শুরু থেকে এই সংস্থার নিজস্ব তহবিল থেকে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি মানুষের পাশে থেকে ত্রাণ বিতরণ করে আসছে।

বরিশাল জেলা পুলিশের আন্তঃজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

আন্তঃজেলা ডাকাত, মাদক ব্যবসায়ী ও জুয়া কারবারি নিশ্চিহ্নকরণে বরিশাল জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করে কাজ করে যাবে বলে জানিয়েছেন বরিশাল  জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন। গোসাইরহাট থানার মাদ্রাসা বাজার নামক স্থানে বরিশাল মাদারীপুর ও শরীয়তপুর জেলার পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন স্বাধীনতা যুদ্ধে প্রথম বুলেট ছুড়া গৌরবান্বিত বাহিনী মাদক সন্ত্রাস ও চাঁদাবাজদের কাছে মাথা নত করবে না। গোসাইরহাট সার্কেলের অতিরিক্ত অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমদ এর সভাপতিত্বে উক্ত সভায় মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মনিরুজ্জামান পিপিএম, মুলাদী সার্কেল এর সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মতিউর রহমান কালকিনি উপজেলার চেয়ারম্যান গোলাম আলী ফকির, মুলাদি ও কালকিনি থানার অফিসার ইনচার্জ বৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আন্তঃজেলা অপরাধ নিয়ন্ত্রণে তাদের পরামর্শ এবং শসা অবস্থানে থেকে সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।

বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বরিশাল জেলার গৌরনদী উপজেলার পশ্চিম চন্দ্রহার এলাকায় খাল দখল করে অবৈধ ভাবে গড়ে ওঠা দোকান ও আশোকাঠী বাজারে সরকারী জমিতে নির্মাণাধীণ অবৈধ পাকা স্থাপণা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিনের নেতৃত্বে ও থানা পুলিশের সহায়তায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

সহকারী কমিশনার ফারিহা তানজিন জানান, সরকারী বিধি নিষেধ অমান্য করে পশ্চিম চন্দ্রহার এলাকায় খাল দখল করে দোকান নির্মাণ এবং আশোকাঠী বাজারে সরকারী ভিপি (ক) তফসিল ভুক্ত সম্পত্তিতে অবৈধ ভাবে পাকা স্থাপণা নির্মাণ করে কতিপয় ব্যক্তি। তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের নির্দেশনায় বৃহস্পতিবার দুপুরে দুইটি অবৈধ স্থাপণা উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনাকালে গৌরনদী মডেল থানার এসআই মিনহাজ উদ্দিনসহ ভূমি অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সিটি মেয়রের সাথে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বরিশাল সিটি মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি (বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ সোসাইটি)এর বরিশাল কমিটির নেতৃবৃন্দ। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল সিটি কর্পোরেশনের এনেক্স ভবনে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি’র নেতৃবৃন্দ এক সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন।

প্রসঙ্গত : বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি’র বরিশাল কমিটির উপদেষ্টা বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
এদিকে,বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি’র নবনির্বাচিত বরিশাল কমিটির সভাপতি সরদার মো: খালেদ হোসেন স্বপন ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম রেজাউল হক পিন্টু সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ প্রথমে সিটি মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে মেয়রের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এছাড়া সৌজন্য স্বাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, প্রকাশনা সম্পাদক মো: নাজিম মোল­া,সাইদুজ্জামান সুজন, প্রসেনজিৎ দাস অপু প্রমুখ।

সংগঠনের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম রেজাউল হক পিন্টু বলেন-বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির বরিশাল কমিটির নেতৃবৃন্দ বরিশাল সিটি মেয়র ও বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির উপদেষ্টা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র সঙ্গে সৌজন্য স্বাক্ষাতে মিলিত হয়ে সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করার বিষয়ে সার্বিক আলোচনা করা হয়েছে। এবং শীঘ্রই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর টুঙ্গিপাড়া মাজার জিয়ারতে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাউফলে অবৈধ পলিথিন উদ্ধার, আটক ১

পটুয়াখালীর বাউফলে প্রায় সাড়ে চার হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে যৌথ বাহিনী। বুধবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকার এসব পলিথিন জব্দ করা হয়।

এসময় অনিল দাস নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত অনিলকে পটুয়াখালী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, বাউফল পৌর শহরের নাজিরপুর এলাকার সুলতান আহম্মেদ এর ঘর থেকে দুই হাজার কেজি, দাশপাড়া ইউপির ব্রিক ফ্লিড এলাকার মিনহাজ উদ্দিন এর বাসা থেকে ২২০০ কেজি ও থানা ব্রিজ সংলগ্ন জয়নাল সিকাদারের বাসা থেকে ৩০৪ কেজি পলিথিন জব্দ করা হয়।

আটক অনিল দেবনাথ বলেন করেন, কালিশুরী ইউপির আবদুল হোসেন এসব পলিথিনের মালিক। তিনি ম্যানেজার হিসাবে কাজ করছেন মাত্র।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদি ও র‌্যাব ৮ এর সহকারী পরিচালক রবিউল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

বাউফলে জোড়া হত্যা, আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর বাউফলে চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার আসামি মহিউদ্দিন লাভলুসহ অন্যান্য আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বাউফল প্রেসক্লাব ও ডাক বাংলোর সামনে মানববন্ধন করেছে উপজেলা যুবলীগ।

বাউফল উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে উপজেলা যুবলীগের প্রায় সহস্রাধিক নেতাকর্মী মানববন্ধনে অংশগ্রহণ করেন।

পরে বাউফল প্রেসক্লাবের সামনে পথসভা করে আসামিদের দ্রুত গ্রেফতার করে সুবিচারের জন্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

এতে বক্তব্য রাখেন নিহত যুবলীগ নেতা রুম্মন তালুকদারের মা ফাতেমা বেগম। তিনি সন্তান হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য হারুণ অর রশিদ খান, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ মনির, ইব্রাহিম খলিল, মনিরুল ইসলাম খান টিটু।

উল্লেখ্য, ২ আগস্ট অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষের লোকজন হামলা করে কেশবপুর যুবলীগের কর্মী রুম্মন তালুকদার ও ছাত্রলীগ কর্মী ইশাদকে হত্যা করে। এ ঘটনায় একটি জোড়া হত্যা মামলা দায়ের করেন যুবলীগ নেতা রুম্মনের বড় ভাই মন্টু তালুকদার।

সর্বজনীন বিজ্ঞানভিত্তিক শিক্ষার দাবি ছাত্রফ্রন্টের

সর্বজনীন বিজ্ঞানভিত্তিক শিক্ষাসহ শিক্ষার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে বরিশালে সমাবেশ ও র‌্যালি করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। মহান শিক্ষা দিবস উপলক্ষে ছাত্রফ্রন্ট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রফ্রন্ট সভাপতি সাগর দাস আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বাসদ আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, মহানগর ছাত্রফ্রন্টের সভাপতি প্রতিভা রায়, মহানগর ছাত্রফ্রন্টের সাংগঠনিক সুজন সিকদার, দফতর সম্পাদক সাইফুল ইসলাম, বি এম কলেজ ছাত্রফ্রন্ট সংগঠক বিজন সিকদার এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রফ্রন্ট সংগঠক মাহমুদুন্নবী বিপুল প্রমুখ।

সমাবেশ শেষে একই দাবিতে একটি র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে শিক্ষা দিবস উপলক্ষে সদর রোডের কীর্তনখোলা মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা দিবসের চেতনায় বাংলাদেশে এখনও শিক্ষার অধিকার আদায় হয়নি। শিক্ষার অধিকার আদায়ে ছাত্রফ্রন্ট আন্দোলন করে যাচ্ছে। বক্তারা করোনাকালে সব শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিশ্চিত করার দাবি জানান।

গলাচিপায় পোড়ানো হলো নিষিদ্ধ কারেন্ট জাল

পটুয়াখালীর গলাচিপায় আদালতের নির্দেশে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পৌর ফেরিঘাট এলাকায় কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।

গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সান্তনু কুমার মণ্ডলের উপস্থিতিতে জব্দকৃত ৪৫২ কেজি কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

এ সময় গলাচিপা থানার এসআই মো. মনির হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ৯ আগস্ট উলানিয়া বন্দরের ব্যবসায়ী সাধন দেবনাথের দোকান থেকে র‌্যাব-৮ অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করে গলাচিপা থানা হেফাজতে রাখে। ওই সময় ব্যবসায়ী সাধনকে র‌্যাব গ্রেফতার করে এবং বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা করে।

বরিশাল জেলা ছাত্রলীগের সহ-সভাপতির ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

সাদ্দামের মৃত্যুতে বরিশালে শোকের ছায়া নেমে এসেছে। তরুণ এ নেতার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে তার সহকর্মীরা আহজারি করতে থাকেন। এদিকে ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বরিশালে র‌্যাব-৮ সদস্যদের অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ

বরিশালে র‌্যাব-৮ সদস্যদের অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ দিয়েছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। গত বুধবার র‌্যাব-৮ সদর দপ্তরে এই প্রশিক্ষণ ও অনুশীলন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার র‌্যাব-৮ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফায়াস সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় র‌্যাব-৮ এর সকল সদস্যকে ‘অগ্নিনির্বাপণ অনুশীলন’ এর মাধ্যমে প্রাথমিক ধারণা ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

সকল প্রকার অগ্নি দুর্ঘটনা রোধ এবং অগ্নিকান্ডের ঘটনা ঘটলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে এই প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে।

এছাড়াও কিভাবে অগ্নি দুর্ঘটনা এড়ানো যায় এবং দাহ্য পদার্থের যথাযথ ব্যবহার সম্পর্কে র‌্যাব সদস্যদের ধারণা দেয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে অগ্নি নির্বাপক সরঞ্জামাদি রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের নিয়মাবলী হাতেকলমে শেখানো হয়েছে।

র‌্যাব সদস্যরা অগ্নি নির্বাপণ মহড়ার মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও আস্থা অর্জনের মাধ্যমে দেশের কল্যাণে যথাযথ ভূমিকা রাখতে পারবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।