আমতলীতে চাল চুরির প্রতিবাদে জেলেদের বিক্ষোভ

বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের জেলেদের বিশেষ ভিজিএফ’র চাল ওজনে কম দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজিবুন্নেছা ও ইউপি সদস্যরা চুরি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে উপকারভোগী জেলেরা বিক্ষোভ করেছেন। ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে।

জানাগেছে, উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের সমুদ্রে ৬৫ দিন মৎস্য আহরইে বিরত থাকা ১৩’শ ৪৮ জন জেলের মানবিক সহায়তার বিশেষ ভিজিএফ’র জুলাই মাসের দ্বিতীয় কিস্তির চাল মঙ্গলবার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে বিতরণ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসাঃ মুজিবুন্নেছা। বিতরণের শুরুতেই চেয়ারম্যান ও ইউপি সদস্যরা পরিকল্পিতভাবে জেলেদের ওজনে কম দিয়ে চাল চুরি করছিলেন।

প্রত্যেক জেলের ৩০ কেজি চাল পাওয়ার কথা থাকলেও তাদেরকে দেয়া হয়েছে ২৫-২৬ কেজি। মঙ্গলবার ৮’শ ৮৬ জন জেলেদের মাঝে ওজনে কম দিয়ে চাল বিতরণ করা হয়। জেলেরা অভিযোগ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসাঃ মজিবুন্নেছা, ইউপি সচিব মোঃ ইমরান হোসেন ও ইউপি সদস্যদের যোগসাজশে জেলেদের ওজনে চাল কম দিয়ে চুরি করছে। মিটারে পরিমাপ করে চাল দেয়ার কথা থাকলেও বালতি দিয়ে মেপে চাল বিতরণ করেছেন। ওজনে চাল কম দিয়ে চুরির প্রতিবাদে উপকারভোগী অন্তত পাঁচ শতাধিক জেলে বিক্ষোভ করেছেন। জেলেদের বিক্ষোভের কারনে ঘন্টাব্যপী চাল বিতরণ বন্ধ থাকে।

জেলে আবু হোসেন, আবু সিদ্দিক, আজিজ গাজী ও শানু চৌকিদার বলেন, ওজনে কম দিয়ে চাল চুরি করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা। ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও দিয়েছে মাত্র ২৬ কেজি।

মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখাগেছে, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ৬টি ওয়ার্ডের জেলেদের বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সচিবের লোকজন মিটারের পরিবর্তে বালতি দিয়ে চাল মেপে জেলেদের দিচ্ছেন। বালতি দিয়ে মাপা চাল মিটারে ওজন করে দেখাগেছে ৩০ কেজির পরিবর্তে ২৫-২৬ কেজি হচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজিবুন্নেছা, ইউপি সচিব মোঃ ইমরান হোসেন ও সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যরা উপস্থিত রয়েছেন।

এ বিষয়ে ইউপি সচিব মোঃ ইমরান হোসেন বলেন, আমার অনুপস্থিতিতে যারা চাল মেপেছে তারা কিছু চাল কম দিয়েছে। এতে কিছু ঝামেলা হয়েছে।

আড়পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোসাঃ মুজিবুন্নেছা ওজনে চাল কম দিয়ে চুরির কথা অস্বীকার করে বলেন, বালতি দিয়ে চাল দেওয়ার কিছু হেরফের হতে পারে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, চালের বস্তা না ভেঙে জেলেদের মাঝে বিতরণের নির্দেশ দিয়েছি। যাদের চাল কম দেয়া হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তাদের চাল সমন্বয় করে দিতে বলেছি।

নগরীতে বেপরোয়া গতির অটোরিক্সা উল্টে নারীসহ ৩ জন আহত

নগরীতে অটোরিক্সা উল্টে নারীসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ৩ টার দিকে নগরীর প্রাণকেন্দ্র সদর রোডের কাকলী মোড়ে দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছেন পথচারীরা। এ ঘটনায় অটোরিক্সাটিসহ অপর একটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় আহতরা হলেন, বরিশাল নগরীর হাতেম আলী কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা লিপি (৩০), ভোলায় কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট বনী (২৮) এবং তার স্ত্রী। অটোচালক আসলামকে আটক করা হলেও কোন অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দিয়েছে ট্রাফিক পুলিশ।

আহত বনী জানান, তারা চৌমাথা থেকে নীল অটোরিক্সাযোগে লঞ্চঘাটের উদ্দেশে রওনা দেন। তবে শুরু থেকেই চালক আসলাম বেপরোয়া গতিতে অটোটি চালাচ্ছিলেন। বনী এবং অপর যাত্রী লিপি বারবার নিষেধ করা সত্তে¡ও কর্ণপাত করেন নি আসলাম।

একপর্যায়ে ব্যস্ততম কাকলীর মোড় অতিক্রমকালে অটোরিক্সাটি সিগন্যালের অপেক্ষায় আরোহীসহ দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে কাৎ হয়ে সড়কে উল্টে যায়। এসময় অটোর নিচে চাপা পড়ে গুরুতর আহত হন যাত্রী লিপি এবং বনী। আহত হন বনীর স্ত্রীও।

পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে দুর্ঘটনার পরপরই অটোরিক্সা ও এর চালককে আটক করে সংলগ্ন পুলিশ বক্সে নিয়ে যায় ট্রাফিক পুলিশ। তবে অটোরিক্সার কোন যাত্রী এবং মোটরসাইকেল চালক রুবেলের কোন অভিযোগ না থাকায় চালক আসলামকে সতর্ক করে ছেড়ে দেন ট্রাফিক পুলিশের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিক পুলিশের টিএসআই শহীদুল।

বরিশালে স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদ’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বরিশালে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের নিয়ে গঠিত “স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদ” বরিশাল অঞ্চলের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদাযাপন করা হয়েছে। বুধবার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ‍উপলক্ষে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় শিক্ষা ক্যাডারদের মধ্যে উপস্থিত ছিলেন আলামিন সরোয়ার, মোঃ মাহবুবুর রহমান, মোঃ রেজাউল করিম ও মোঃ মনোজ হালদার, ড. মোঃ ইব্রাহিম খলিল ও বিলাস মল্লিক, মাহাবুবুর রহমান ও মোঃ কামরুজ্জামান কামাল, মাইনুল সগীর ,অলিউল্লাহ সুসান,শহীদুল ইসলাম, বিকাশ কুসুম দাশ, দেলোয়ার হোসাইন, আরাফাত হোসেন,মহব্বত হোসেন,মোঃ হাফিজুর রহমান,আবু হেনা মোস্তফা কামাল তমাল প্রমুখ।

বরগুনা জেলা ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ

বরগুনা জেলা ছাত্রলীগ সভাপতি জোবায়ের আদনান অনীক এবং সাধারণ সম্পাদক তানভীর হোসাইনকে সাংগঠনিক নির্দেশ অমান্য করার অভিযোগে তিন দিনের মধ্য কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

১৪ সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি আল-নাহিয়ান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্তে তাদেরকে সশরীরে ৩ কার্যদিবসের মধ্য উপস্থিত হয়ে জবাব দিতে হবে।

কারণ দর্শানোর নোটিশের বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগ সভাপতি জোবায়ের আদনান অনীক বলেন, আমরা নির্দেশনা মেনে সশরীরে উপস্থিত হয়ে সাংগঠনিকভাবে জবাব দেব।

জেলা ছাত্রলীগের দায়িত্বশীল কয়েকজন নেতা তাদের নাম গোপন রাখার শর্তে বলেন, বেতাগী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এনামুল সাব্বির বিবাহিত এবং সন্তানের জনক। এছাড়া ছাত্রলীগের কোন সাংগঠনিক কর্মকাণ্ডে দীর্ঘ দিন অংশগ্রহণ নেই, তাদের পরিবারও আওয়ামী লীগ বিরোধী।

তাকে সংগঠন থেকে অব্যাহতি দেয়ায় স্থানীয় সংসদ সদস্যের অসত্য তথ্যের ভিত্তিতেই জেলা ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদককে কারণ দর্শাতে বলা হয়েছে।

বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে পরিবেশ ও সামাজিক সুরক্ষা বিষয়ক কর্মশালা

লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ এর আওতায় বরিশাল জেলার ইউপি চেয়ারম্যান ও সচিবগণের পরিবেশ ও সামাজিক সুরক্ষা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষ এ সভা অনুষ্ঠিত হয়। লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর আওতায় বরিশাল জেলার ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবগণের পরিবেশ ও সামাজিক সুরক্ষা বিষয়ে দিনব্যাপী বিশেষায়িত প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাসসহ ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবগণ উপস্থিত ছিলেন। শুরুতে জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান দিনব্যাপী কর্মশালার শুভ উদ্বোধন করেন পরে পরিবেশ ও সামাজিক সুরক্ষা বিষয়ে দিনব্যাপী বিশেষায়িত প্রশিক্ষণ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়।

বরিশালে রাস্তাঘাট-ড্রেন-খাল সংস্কারের দাবিতে বাসদের সমাবেশ,মেয়র বরাবর স্মারকলিপি প্রদান

বরিশাল নগরীর ভাঙ্গা রাস্তাঘাট-ড্রেন-খাল সংস্কার, পুনর্বাসন ছাড়া রিক্সা, ইজিবাইক ও হকার উচ্ছেদ না করা এবং করোনাকালে রিক্সার লাইসেন্স নবায়ন ফি মওকুফের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। জেলা বাসদের পক্ষকালব্যাপী বিক্ষোভ কর্মসূচির সমাপনী দিনে মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বাসদ আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক, জেলা ছাত্রফ্রন্টের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন সিকদার, সোঁনারগাও টেক্সটাইল শ্রমিক ইউনিয়নের সংগঠক নুরুল হক, মহিলা ফোরামের নেত্রী শানু আক্তার সহ অন্যান্যরা।

বক্তারা বলেন, সিটি করপোরেশনের প্রধান কয়েকটি সড়ক ব্যতিত নগরীর ৯০ ভাগ সড়ক চলাচলের অনুপযোগী। খানাখন্দে ভরা সড়ক দিয়ে চলতে জনগনের নাভিশ্বাস উঠেছে। ড্রেন-খালগুলো দির্ঘদিনে সংস্কার না করায় সামান্য বৃস্টিতে নগরীতে জলাবদ্ধতা সৃস্টি হয়। বক্তারা সড়ক-ড্রেন-খাল দ্রুত সংস্কার এবং করোনাকালে রিক্সার মহাজনী লাইসেন্সের বকেয়া নবায়ন ফি মওকুফ করে দেয়ার দাবি জানান।

সমাবেশ শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন পরে। পরে তারা সিটি করপোরেশনের সচিব মো. ইবাদত হোসেনের মাধ্যমে সিটি মেয়র বরাবর দাবী সংবলিত একটি স্মারকলিপি দেন।

জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ : রেঞ্জ ডিআইজি

জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, কোনভাবেই জঙ্গিদের মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। পাশাপাশি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছে পুলিশ। পুলিশকে সব ধরণের তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান ডিআইজি। মঙ্গলবার সকাল ১১টায় ঝালকাঠি শহরের স্টেশন রোডে বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিআইজি বলেন, ঝালকাঠিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবসময়ই ভাল থাকে। এখানের বাসিন্দারা পুলিশের কাছে সহযোগিতা করে। তাই আমি প্রথমেই ঝালকাঠি দিয়ে সব অনুষ্ঠানের সূচনা করে থাকি। এ সুনাম ধরে রাখতে হবে। এখানের সংসদ সদস্য আমির হোসেন আমু একজন গুণী মানুষ। তিনি দেশের প্রবীণ রাজনীতিবিদ। এ বয়সেও তিনি মানুষের সেবা করে যাচ্ছেন, এটা ঝালকাঠিবাসীর সৌভাগ্য।
ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, পৌর মেয়র ও আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদার, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি পিপি আবদুল মান্নান রসুল ও প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত। সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

পিরোজপুরে করোনা আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান (৭০)। তিনি উপজেলার সদর ইউনিয়নের কেউন্দিয়া গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদের পুত্র।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় রাজধানীর উত্তরায় অবস্থিত হাইকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে তাজুল ইসলাম মনির ।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান জানান, মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান গত ২৬ আগস্ট করোনা পজিটিভ হন। এরপর পরিবারের পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়।

মোস্তাফিজুর রহমান পিরোজপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি ছিলেন। তার পিতা আব্দুল মাজেদও একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি সম্মুখযুদ্ধে শহীদ হন।

বরিশালে ছাঁদের টবে গাঁজা চাষ

দালানের ছাঁদের টবে গাঁজা চাষ করার অপরাধে বরিশালের গৌরনদী পৌর এলাকার কাসেমাবাদ মহল্লা থেকে গাঁজা গাছসহ চাষী সাইফুল মোল্লা (৩০) নামের একজন গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সাইফুল ওই মহল্লার ছাদের মোল্লার পুত্র। এঘটনায় গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী গৌরনদী মডেল থানার এসআই আব্দুল গাফ্ফার জানান, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আসাদুল ইসলাম, হুমায়ুন কবির, পিনাকীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে কাসেমাবাদ গ্রামে অভিযান চালিয়ে একটি দালানের ছাঁদে টব লাগানো তিন ফুট গাঁজা গাছ উদ্ধার করা হয়। এসময় গাঁজা চাষী সাইফুল মোল্লাকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, মঙ্গলবার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।