স্বরূপকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

পিরোজপুরে নেছারাবাদ স্বরূপকাঠির উপজেলায় চাঁদকাঠিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফিরোজ শেখ নামে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রের মৃত্যু হয়েছে । সোমবার ১৪ সেপ্টেম্বর সকালে গুয়ারেখো ইউনিয়নের চাদকাঠী গ্রামের ৪ নং ওয়ার্ডে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

ফিরোজ শেখ মোঃ আলমগীর শেখের মেজ ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফিরোজ শেখ,বন্ধু জাহিদ খা এবং ছোট ভাই মোঃ হাসিব শেখ সোমবার সকালে মাছ ধরতে যান। ঘর থেকে বিদ্যুতের লাইন নিয়ে মোটর চালু করে পুকুরে পানি সেচের কাজ করছিলেন তারা।

এসময় শর্ট সার্কিট হয়ে মোটর স্পর্শ করা মাত্রই পুকুরে পড়ে যান ফিরোজ। তাৎক্ষণিক তাকে নেছারাবাদ থানা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয় হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।

ফিরোজ শেখ ঢাকায় বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের (ডিপ্লোমা) ১ম বর্ষের ছাত্র ছিলেন।

উজিরপুরে রাজস্ব বাজেটের আওতায় মাছের পোনা অবমুক্ত করা হয়

উজিরপুরে রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, ১৪ সেপ্টেম্বর সোমবার বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদের দীঘিতে মাছের পোনা অবমুক্তির সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু সাইদ, উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস,এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল, বামরাইল খামার ব্যবস্থাপক শংকর লাল গাইন, শিকারপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন প্রমূখ।

উপজেলায় ১৩টি স্পটে ১শত ৩৪ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

বরিশালে পারাবত-১১ লঞ্চের কেবিন থেকে নারীর মরদেহ উদ্ধার

বরিশাল নদীবন্দরে নোঙর করা পারাবত-১১ লঞ্চের ৩৯১ নং সিঙ্গেল কেবিন থেকে ৩৮ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে লঞ্চটির তৃতীয় তলার ওই কেবিন থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে পারাবত-১১ লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে রওনা দেয়। সোমবার ভোরে বরিশাল নদী বন্দরে লঞ্চটি নোঙর করলে সকলে নেমে যায়। পরে লঞ্চের স্টাফরা কেবিন চেক করতে যায়। তখন ৩৯১ নম্বর কেবিনে নারী যাত্রীর মরদেহ দেখতে পায় তারা। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

লঞ্চ সূত্রে জানা গেছে, ওই কেবিনটি একজন পুরুষের নামে নেয়া ছিল। আর কেবিনের টিকিটে দেয়া তথ্য অনুযায়ী মোবাইল নম্বরে ফোন করা হলে সেটি কুমিল্লার লাকসামে অবস্থানরত এক ব্যক্তি রিসিভ করেন। ফলে ভুয়া মোবাইল নম্বর দিয়ে কেবিনটি নেয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার শেষে সুরতহালে প্রাথমিকভাবে তেমন কিছু পরিলক্ষিত হয়নি। তবে দরজা খোলা থাকায় প্রাথমিকভাবে সন্দেহ হচ্ছে ওই নারীর সঙ্গে অন্য কেউ ছিলেন।

ওসি আরও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি মরদেহ বরিশাল কোতোয়ালি থানা পুলিশের জিম্মায় রয়েছে। মরদেহের ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

পটুয়াখালীতে অক্সিজেন কনসেনট্রাটর মেশিন হস্তান্তর

কোভিড-১৯/করোনা ভাইরাস সংক্রমনে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ২টি আধুনিক অক্সিজেন কনসেনট্রাটর মেশিন প্রদান করেন শামিমা হাসনাত।

তিনি সাবেক মহিলা সাংসদ মিসেস লুৎফুন নেছা ও পটুয়াখালী জেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধার একমাত্র কণ্যা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকা ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে নাভানা কোম্পানীর ২টি আধুনিক অক্সিজেন কনসেনট্রাটর মেশিন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী ও পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ আঃ মতিন এর কাছে হস্তান্তর করেন জেলা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতি ও ডাঃ আতিকুর রহমান সহ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার গন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগেও করোনা রোগীর চিকিৎসার জন্য নাভানা কোম্পানীর সাথে যোগাযোগ করে ৩টি ভেন্টিলেশন মেশিন, ৪টি অক্সিজেন কনসেনট্রাটর মেশিন, পিপিই, হ্যান্ড গ্লোভস, হেড ক্যাপ ও ডিজিটাল থার্মমিটার সহ বিভিন্ন সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী জেলা প্রশাসক এর মাধ্যমে স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করেছেন এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা।

জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এ্যাড. সুলতান আহমেদ মৃধা ও তার মেয়ে শামিমা হাসনাতকে ধন্যবাদ জানান এবং সাথে সাথে সমাজের বিত্তবানদের করোনা রোগীদের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান।

উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদককে অব্যাহতি

বরগুনার বেতাগী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এনামুল ইসলাম সাব্বিরকে দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় না থাকা ও দলীয় শৃংখলাভঙ্গ করার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। শনিবার বরগুনা জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয়।

বেতাগী উপজেলা ছাত্রলীগ সভাপতি বিএম আদনান খালিদ মিথুন বলেন, সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়ার চিঠি পেয়েছি, আমি অসুস্থতার কারণে অব্যাহতির কারণ জানতে পারিনি।

বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম গোলাম কবির ছাত্রলীগ সাধারণ সম্পাদকে অব্যাহতির বিষয় বলেন, আমরা রবিবার সন্ধায় উপজেলা আওয়ামী লীগের জরুরি সভায় এই ঘটনাকে কেন্দ্র করে যাতে দ্ব›দ্ব না হয় এ জন্য উপজেলা ছাত্রলীগকে সাময়িক ভাবে সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখার পরামর্শ দিয়েছি।

বরগুনা জেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আদনান অনিক বলেন, ছাত্রলীগের সাংগঠনিক কাজে দীর্ঘদিন অংশগ্রহনে নেই। একাধিকবার সক্রিয়ভাবে সাংগঠনিক দায়িত্ব পালনে তাগিদ দেয়া হলেও দায়িত্ব পালনে এগিয়ে না আসা এবং সাংগঠনিক শৃংখলা ভঙ্গের সুনির্দ্দিস্ট অভিযোগে তাকে অব্যাহতি দিয়ে ছাত্রলীগের ১ম যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ রায়কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

‘নারী পাচারে অভিযুক্ত সোহাগের অপকর্মে বরিশালের শিল্পীরা জড়িত নয়’

দুবাইয়ে নারী পাচারের অভিযোগে গ্রেফতার নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগের অপকর্মের সাথে বরিশালের শিল্পীরা জড়িত নয় বলে দাবি করা হয়েছে। সোমবার বেলা ১২টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে স্থানীয় নৃত্যশিল্পী মুরাদুজ্জামান খান অভিযোগ করেন, ঢাকায় নৃত্যশিল্পি সোহাগ গ্রেফতারের পর বরিশালের স্থানীয় একটি অনলাইন পোর্টালে তাকেসহ কয়েকজন শিল্পীকে জড়িয়ে উদ্দেশ্য প্রনোদিত সংবাদ প্রকাশ করে। ইভান শাহরিয়ার সোহাগ বরিশালের বাসিন্দা হওয়ায় তার সাথে বরিশালের সাংস্কৃতিক অঙ্গনের অনেকের সুসম্পর্ক এবং সখ্যতা থাকতে পারে। তবে তাই বলে সোহাগের কোন অন্যায় কাজের সাথে বরিশালের শিল্পীরা জড়িত নয় বলে দাবি করেন তিনি। অহেতুক হয়রানির হাত থেকে মুক্তি পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা।

এ সময় সাংস্কৃতিক অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন।

বরিশালে রোগী ধরা ৮ দালালকে কারাদণ্ড

গ্রামাঞ্চল থেকে বরিশাল নগরীতে ডাক্তার দেখাতে আসা সহজ-সরল রোগীরা দালালের খপ্পড়ে পড়ে সর্বশান্ত হচ্ছে প্রতিনিয়ত। নির্দিষ্ট ডাক্তার মারা গেছেন বা বিদেশ গেছেন এমন নানা কথা বলে রোগীদের অখ্যাত ডাক্তার ও নাম সর্বস্ব ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে তারা। শেষ পর্যন্ত আসল রোগের ডাক্তার দেখাতে না পেরে পরীক্ষার-নিরীক্ষার নামে সর্বস্ব খুইয়ে বিকাশে অর্থ এনেও বাড়ি ফিরতে হয় ভূক্তভোগী রোগীদের।

এমন পরিস্থিতিতে ভুক্তভোগীদের অভিযোগে সোমবার সকাল ১১টার দিকে নগরীর ডাক্তারপাড়া হিসেবে পরিচিত সদর রোডের বাটারগলি এলাকায় গোয়েন্দা পুলিশ এবং স্বাস্থ্য বিভাগের সহায়তায় অভিযান চালিয়ে রোগী ধরা ৮জন দালাল আটক করেছে ভ্রাম্যমান আদালত।

আটককৃতরা হলো আলমগীর হোসেন, মাহবুব হাওলাদার, মো. মাসুম, হানিফ হাওলাদার, আনোয়ার হোসেন, শাহীন মৃধা, জামাল হোসেন এবং আনোয়ার হোসেন-২।

অভিযানে নেতৃত্বদানকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরূপম মজুমদার জানান, অভিযুক্তরা সহজ-সরল রোগীদের বড় ডাক্তার দেখানো ও পরীক্ষা-নিরীক্ষার নামে প্রতারনার ফাঁদে ফেলে তাদের অর্থ হাতিয়ে নেয়। তাদের একটি বড় চক্র রয়েছে। দীর্ঘদিন ধরে তারা রোগীদের সাথে এই প্রতারনা করে আসছিল। অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ৮জন রোগীর দালালকে আটক করেন তারা। পরে তাদের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

দন্ড ঘোষনার পর তাদের কারাগারে প্রেরন করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরূপম মজুমদার।

ছোট ইমারতে ৩০, বড় স্থাপনায় ৪৫ দিনে নকশা অনুমোদন

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মাস্টার প্ল্যান বাস্তবায়ন ও পরিকল্পিত নগর গড়ার লক্ষ্যে ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ এর বদলে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০০৬ অনুযায়ী দাখিলকৃত নকশা অনুমোদন কার্যক্রম জোরেশোরে শুরু হয়েছে।

বরিশাল সিটি কর্পোরেশনের প্ল্যান অনুমোদন কমিটির সর্বশেষ সভায় নতুন বিধিমালা অনুযায়ী নকশা অনুমোদন দেওয়া হয়।

কমিটির সভাপতি ও বরিশাল সিটি কর্পোরেশনের সচিব মো. ইবাদত হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার বরাত দিয়ে জানানো হয়, ইতোপূর্বে অনুষ্ঠিত বিসিসির সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বরিশাল সিটি কর্পোরেশনে দাখিলকৃত সকল নকশা (প্ল্যান) ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ এর বদলে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০০৬ অনুযায়ী প্রস্তুত করে বরিশাল সিটি কর্পোরেশনে দাখিল করতে হবে।

সেই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর নতুন বিধিমালা অনুসরণ করে অল্প সময়ের মধ্যেই মোট ৩০টি আবেদন কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখায় জমা হয়। প্ল্যান কমিটির সভায় আবেদনগুলো উপস্থাপিত হলে যাচাই-বাছাই শেষে ২৫টি নকশা অনুমোদন দেওয়া হয়েছে।

বরিশাল সিটি কপোরেশনের প্ল্যান অনুমোদন কমিটির সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় নকশা অনুমোদন দিয়ে আশা প্রকাশ করে বলা হয়, এখন থেকে প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলে ছোট পরিসরের ইমারত নির্মাণের ক্ষেত্রে যাচাই-বাছাই শেষে মাত্র ৩০ দিনের মধ্যে এবং বড় স্থাপনার ক্ষেত্রে ৪৫ দিনের মধ্যে নকশার অনুমোদন দেওয়া হবে। এর ফলে নতুন বিধিমালা অনুসরণ করে নকশা অনুমোদন নিতে গ্রাহকদের দীর্ঘসূত্রিতার অবসান ঘটবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রবর্তনের সিদ্ধান্ত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামে বরিশাল বিশ্ববিদ্যালয়ে “বঙ্গবন্ধু চেয়ার” প্রবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রবিবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৬৭ তম সভায় সর্বসম্মতি ক্রমে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

সভায় বিশ্ববিদ্যালয়ে “বঙ্গবন্ধু চেয়ার” প্রবর্তনের নিমিত্তে এর জন্য নীতিমালা প্রনয়নে ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন কে আহবায়ক। বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার ও বরিশাল বিশ্ববিদ্যালয়’র আইন বিভাগের সহকারি অধ্যাপক সুপ্রভাত হালদার কে সদস্য। এছাড়া সদস্য সচিব হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন নাম ঘোষনা করা হয়।

সভায় বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জীবন, কর্ম, রাজনৈতিক দর্শন, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন বিষয়ক গবেষনা ও একাডেমিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষে এ উদ্যোগ গ্রহন করা হয়। এছাড়া সভায় চলমান মুজিব বর্ষের মধ্যেই ববিতে বঙ্গবন্ধু চেয়ার এর কার্যক্রম শুরুর আশাবাদ ব্যক্ত করা হয়।