নির্ভেজাল, দুর্নীতিমুক্ত সেবা পৌছে দিতে এসেছি- বিএমপি কমিশনার

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার) বলেছেন, ‘সভায় শীর্ষ কর্মকর্তা হিসেবে হয়তো আমাকে প্রধান অতিথি বলা হয়। তবে আমি নিজেকে কোন অতিথি হেসেবে নয়, দায়িত্ব নিয়ে এসেছি। আপনাদের চোখ দিয়ে দেখে নির্ভেজাল, দুর্নীতিমুক্ত সেবা পৌঁছে দিতে এসেছি। জনগণের সর্বশেষ আশ্রয়স্থল থানায় সেবার মান কেমন তা সরাসরি সবার সম্মুখে শুনে কিভাবে আরও আন্তরিক হয়ে জনগণকে সম্পৃক্ত করে পরিপূর্ণ সেবা পৌঁছে দেয়া যায় তা জানতেই দায়িত্ব ও দায়বদ্ধতা নিয়ে এসেছি।

তিনি বলেন, ‘বিট পুলিশিং হলো একটি নির্ভেজাল সেবা মাধ্যম। থানা হলো মূল সেবা কেন্দ্র। আমরা থানাকে ক্ষুদ্র ক্ষুদ্র এলাকায় ভাগ করে অফিসার নিয়োগ করেছি। তাঁরা স্থানীয়দের কাছের মানুষ হয়ে, ঘরের পুলিশ হয়ে, জনবান্ধব পুলিশ হয়ে দ্বারে দ্বারে ঘুরে সাধারণ মানুষের কথা শুনে মানবাধিকার সমুন্নত রেখে আপরাধ নিয়ন্ত্রণে কাজ করবে। জনগণ পুলিশ এক হয়ে কাজ করে দুষ্ট মদনে সোচ্চার হতে হবে। আমরা সকলেই আন্তরিক, দু’একজন ব্যতিক্রম থাকলে কোন ছাড় দেয়া হবে না।

রোববার কোতয়ালী মডেল থানা কর্তৃক আয়োজিত “ওপেন হাউজ ডে”তে প্রধান অতিথি’র বক্তৃতা দিতে গিয়ে উপস্থিত জনগণের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

এসময় বিএমপি কমিশনার আরও বলেন, ‘অনেকেই জানিয়েছেন, আমরা মাদক ছেড়ে দিয়েছি। কিন্তু সমাজ বলছে তারা অপরিবর্তিত। তাদের উদ্দেশ্য করে বলতে চাই, “মুখোশ পরে, ঢাল ব্যবহার করে শুধু মুখে ভালো হয়েছি বললেই হবে না, ভেতর থেকে ভালো হতে হবে। ভালোদের অবশ্যই আমরা সর্বাত্মক সহায়তা প্রদান করবো।

ওপেন হাউজ ডে’ তে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, বিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোকতার হোসেন- পিপিএম (সেবা)।

এছাড়াও বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী) মো. রাসেল, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মো. আ. হালিম, বিএমপি’র ট্রাফিক বিভাগের দক্ষিণ জোনের সহকারী পুলিম কমিশনার মো. মাসুদ রানা, সহকারী পুলিশ কমিশনার (নগর গোয়েন্দা শাখা) নরেশ কর্মকার, কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম- পিপিএম প্রমুখ।

মহামারি করোনা নিয়ে বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, ‘করোনা নিয়ে কোন অবহেলা নয়, আগের মতোই স্বাস্থ্য সুরক্ষা বিধি পালন করতে হবে। অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। জীবন বাঁচাতে মহামারীর প্রকোপ কমিয়ে আনতে আমরা আবার অভিযান শুরু করবো।

তিনি বলেন, ‘আগে কি ছিলো জানা নেই। আমরা অনৈতিক কর্মকাণ্ডে জিরো টরালেন্স নীতি নিয়ে একটি নতুন বরিশাল দেখতে চাই। কোথাও কোন অনৈতিক কর্মকাণ্ড চলছে কি-না তা আপনারা (জনগণ) আমাদের জানাবেন। পাশাপাশি জনগণের আন্তরিকতা ও তথ্যের ভিত্তিতে অপরাধ দমন করে একটি জনমুখী গণমুখী পুলিশিং এর মাধ্যমে নিরাপদ নগরী উপহার দেয়ার আশাবাদ ব্যক্ত করেন বিএমপি কমিশনার।

বরিশালে পাট শিল্প ও পাট চাষীদের রক্ষায় সংহতি সমাবেশ অনুষ্ঠিত

রাষ্ট্রয়াত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল কর, পিপিজি (বা লিজ নয়, রাষ্ট্রীয় উদ্যেগে আধুনিকায়ন করে পাটকল চলিু করা সহ শ্রমিকদের ৬ সপ্তাহের হাজিরা বেতন,ঈদ বোনাস সহ সকল বকেয়া পাওয়ানা অবিলম্বে প্রদান করার দিন দফা দাবী আদায়ের লক্ষে পাট শিল্প ও পাট চাষী রক্ষায় এক সংহতি সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখা।

আজ রোববার (১৩ই) সেপ্টেম্বর সকাল ১১টায় নগরীর প্রাণ কেন্দ্র সদররোডে এ কর্মসূচি পালিত হয়।

বরিশাল জেলা কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে সংহতি সমাবেশে বক্তব্য রাখেন দেওয়ান আঃ রসিদ নিলু, ইমরান হাবীব রুমন,অধ্যাপক জলিলুর রহমান,অধ্যাপক শাহ আজিজুর রহমান, জিকে মুকুল, আরিফুর রহমান মিরাজ, শ্রমিক নেতা শহিদুল ইসলাম ও নরুল হক নুরু প্রমুখ।

বরিশালে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি

বরিশালে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন নগরীর ৫টি পয়েন্টে ট্রাকে করে সয়াবিন তেল, চিনি, ডাল ও পিঁয়াজ বিক্রি করবে টিসিবি’র ডিলাররা।

এছাড়া প্রতিদিন জেলা শহরে ২জন ডিলার এবং ৫টি করে উপজেলায় ১জন করে ডিলার টিসিবি পণ্য বিক্রি করবেন। বাজারের চেয়ে তুলনামূলক কম দামে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন টিসিবি কর্মকর্তারা।

নিত্যপণ্যের উর্ধ্বগতি রোধে সারা দেশের মতো বরিশালেও রবিবার থেকে শুরু হয়েছে নির্ধারিত মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম।
সকালে নির্ধারিত ডিলাররা ব্যাংকে টাকা জমা দেয়ার পর নগরীর টিসিবি’র গোডাউন থেকে পিঁয়াজ, সয়াবিন, মসুর ডাল ও চিনি উত্তোলন করে। পরে তারা বিভিন্ন পয়েন্টে ট্রাকে এসব পণ্য বিক্রি শুরু করেন।

বাজারে ৫০ টাকা কেজি দরের পিঁয়াজ টিসিবি ডিলারের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে কিনতে পেরে খুশি ক্রেতারা। এছাড়া বাজারের চেয়ে কম মূল্যে প্রতি লিটার সয়াবিন ৮০ টাকা, চিনি প্রতি কেজি ৫০ টাকা এবং ৫০ টাকা কেজি দরে মসুর ডাল কিনতে পেরে স্বাচ্ছন্দ রোধ করেন তারা। পণ্যের গুণগত মানেও সন্তুষ্ট তারা। এই কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন ক্রেতারা।

টিসিবি বরিশাল অফিস প্রধান আয়শা বেগম জানান, বরিশাল বিভাগের ৬ জেলা ও মহানগরে টিসিবি’র মোট ১৮২ জন ডিলার রয়েছে। প্রতিদিন নগরীর ৫টি পয়েন্টে ট্রাকে করে সয়াবিন তেল, চিনি, ডাল ও পিঁয়াজ বিক্রি করছে টিসিবি’র ডিলাররা। এছাড়া প্রতিদিন জেলা শহরে ২জন ডিলার এবং ৫টি করে উপজেলায় ১জন করে ডিলার টিসিবি পণ্য বিক্রি করবেন। পর্যায়ক্রমে সব উপজেলায় সব ডিলাররা পণ্য বিক্রি করতে পারবেন। বিক্রির জন্য প্রচুর পণ্য মজুদ রয়েছে। আগামী পহেলা অক্টোবর পর্যন্ত পণ্য বিক্রির নির্দেশনা আছে বলে তিনি জানান।

ঝালকাঠিতে বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগ

ঝালকাঠিতে বাবার বিরুদ্ধে মেয়েকে (১২) ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। আজ রোববার দুপুরে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মেয়েটির মা এ মামলা করেন।

আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. শহীদুল্লাহ বরিশাল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) চার সপ্তাহের মধ্যে অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, জেলার সদর উপজেলার মামুন হাওলাদারের স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যান। স্বামী তাঁর দুই মেয়েকে নিয়ে বাড়িতে থাকেন। গত ২৭ আগস্ট রাতে বড় মেয়েকে (১২) ঘুমের মধ্যে ধর্ষণচেষ্টা করেন মামুন। পাশে ঘুমানো ছোট মেয়েটি ঘটনা দেখে চিৎকার করলে বড় মেয়ের ঘুম ভেঙে যায়। পরের দিন সকালে বিষয়টি মেয়েটি তাঁর মাকে জানায়। মামুন কাউকে না বলার জন্য হুমকি দেয়। এরপর রাতে তিনি ঘর থেকে স্ত্রীর বিদেশ থেকে চাকরির জমানো সাড়ে তিন লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।

বাদীর আইনজীবী বনি আমিন বাকলাই জানান, স্ত্রী ও তিন সন্তান রেখে দ্বিতীয় বিয়ে করেন মামুন হাওলাদার। এ অবস্থায় সংসারের খরচ জোগাতে বিদেশ যান প্রথম স্ত্রী। সন্তানরা বাবার কাছেই থাকত। করোনার মধ্যে বিদেশ থেকে দেশে আসেন প্রথম স্ত্রী। খবর পেয়ে মামুন তাঁর সঙ্গে যোগাযোগ শুরু করেন। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্প্রতি তাঁর সম্পর্ক ভালো যাচ্ছিল না। তাই প্রথম স্ত্রী ও সন্তানদের নিজের বাড়িতে নিয়ে যান মামুন।

স্ত্রী ও মেয়েদের রেখে বাবার বাড়িতে বেড়াতে গেলে মামুন তাঁর বড় মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগে জানা যায়।

‘সিরিয়াল রেপিস্ট’ বরগুনার মনির র‌্যাবের হাতে আটক

স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীদের সঙ্গে প্রথমে মোবাইল ফোনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতেন মনির। ঘনিষ্ঠতা বাড়তেই ফেসবুক, ইমু, হোয়াটঅ্যাপসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে তাদের আপত্তিকর ছবি নেওয়ার পর সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একাধিক নারীকে ধর্ষণ করে আসছিলেন তিনি।

পাশাপাশি তাদের ছবি, ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকাও নিতেন সৈয়দ মনির হোসাইন (৩৪)।

ধর্ষণের শিকার ভুক্তভোগী একাধিক নারীর অভিযোগের ভিত্তিতে শনিবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুরের দারুস সালাম থানাধীন বাংলা কলেজের সামনে থেকে সৈয়দ মনির হোসাইন ওরফে মশিউর ওরফে মইনুল ইসলাম (৩৪) নামের ‘সিরিয়াল রেপিস্ট’কে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। মনিরের গ্রামের বাড়ি বরগুনা।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৪ এর অপারেশন অফিসার (এএসপি) মো. জিয়াউর রহমান চৌধুরী বাংলানিউজকে জানান, ধর্ষণের অভিযোগে আটক মনির হোসাইন ভুক্তভোগী এক নারীকে বিগত ৮ মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপে তার আপত্তিকর ছবি সংগ্রহ করে। এরপর তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক অবৈধ সম্পর্ক স্থাপন করে। এছাড়াও তার ছবি, অডিও-ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ারও হুমকি দিয়ে টাকা দাবি করে আসছিলো। এছাড়া একই পন্থায় একাধিক নারীকে ধর্ষণ করে আসছিলেন তিনি।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, আসামি মনির পেশায় একজন স্যানিটারি মেকানিক। তাকে জিজ্ঞাসাবাদ ও তথ্য পর্যালোচনা করে দেখা যায়, সে এর আগেও এমন অনেক নারীকে ধর্ষণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে। এসব কাজের জন্য সে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নারীদের মোবাইল ফোন নম্বর সংগ্রহ করতেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে।

আটক আসামি মনিরের বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ঝালকাঠিতে যৌতুকের মামলায় কলেজশিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে ৫ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে করা মামলায় মো. আল-আমিন মাঝি নামে সরকারি কলেজের গণিতের শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এইচ এম ইমরানুর রহমান এ আদেশ দেন।

যৌতুক দাবির অভিযোগে এক তরুণীর মা রোববার দুপুরে ঝালকাঠির আদালতে হাজির হয়ে মামলা করেন। আদালত ওই শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

শিক্ষক আল-অমিনের বাড়ি নলছিটি উপজেলার রানাপাশা গ্রামে। ৪ বছর আগে তিনি ঝালকাঠি সরকারি মহিলা কলেজে প্রভাষক পদে যোগ দেন।

যৌতুক দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি আদালতে আত্মসমর্পণ করে এ মামলায় লড়াই করব।
আল আমিন মাঝি, কলেজশিক্ষক
মামলার বিবরণে জানা যায়, ঝালকাঠি সরকারি মহিলা কলেজ থেকে ২০১৮ সালে এইচএসসি পাস করা তরুণীকে বিয়ে করেন আল আমিন। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই শ্বশুরবাড়ির কাছে ৫ লাখ টাকা যৌতুক চান তিনি। টাকা না দিলে স্ত্রীকে আর নিজের কাছে নেবেন না বলেও হুমকি দেন প্রভাষক আল আমিন।

বাদীর আইনজীবী আক্কাস সিকদার বলেন, আদালত অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মামলা দায়েরের সময় ওই তরুণী আদালতে উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে আল আমিন মাঝির ভাষ্য, ‘যৌতুক দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি আদালতে আত্মসমর্পণ করে এ মামলায় লড়াই করব।’

পটুয়াখালীতে ২ কেজি গাঁজাসহ কলেজছাত্র আটক

পটুয়াখালীর দুমকিতে দুই কেজি গাঁজাসহ মো. জুয়েল গাজী (২০) নামের এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার পাগলার মোড় ইউনিভার্সিটি স্কয়ার থেকে তাকে আটক করা হয়।

জুয়েল পুকুরজানা ইসহাক আলী জোমাদ্দার কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, প্রথমে জুয়েলের গতিবিধি দেখে সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার সঙ্গে থাকা কলেজব্যাগ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়।

জুয়েলের গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার শিয়ালী ইউনিয়নে। তার বাবার নাম নুরুজ্জামান গাজী।

এ ব্যাপারে দুমকি থানায় একটি মামলা দায়ের হয়েছে।

দুমকি থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলায় গ্রেফতার করে তাকে কোর্টে চালান দেয়া হবে।

বরিশাল বিভাগের নতুন ১৬ জনের করোনা শনাক্ত

বরিশাল বিভাগের ছয় জেলায় এ পর্যন্ত মোট সাত হাজার ৯৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া সুস্থ হয়েছেন ছয় হাজার ৬৩৬ জন। মৃত্যু হয়েছে ১৬৬ জনের।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ছয় জেলায় ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আর গেল ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলায় ৪০ জন রোগী সুস্থ হয়েছেন।

এদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট ৩৫ হাজার ৬৪ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। যারমধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ২৭ হাজার ২৬৬ জনকে। এরমধ্যে ২৫ হাজার ৩০০ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে ৭ হাজার ৭৯৮ জন রয়েছেন। এ পর্যন্ত ৬ হাজার ৮০৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এর বাইরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা পাওয়া রোগীর সংখ্যা ২ হাজার ৮৪৭ জন। এরইমধ্যে ২ হাজার ৩৯০ জনকে ছাড়পত্রও দেওয়া হয়েছে।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ৩ হাজার ৩৩৬ জন, পটুয়াখালীতে ১ হাজার ৩৬০ জন, ভোলায় ৬৯৮ জন, পিরোজপুরে ১ হাজার ২৪ জন, বরগুনায় ৮৮৮ জন ও ঝালকাঠিতে ৬৭৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যারমধ্যে গোটা বিভাগে ৬ হাজার ৬৩৫ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়েছেন। যাদের এরইমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এছাড়া মৃত্যু হওয়া করোনা পজিটিভ ১৬৬ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ৬৬জন, পটুয়াখালীতে ৩৭ জন, ঝালকাঠিতে ১৬ জন, বরগুনায় ১৯ জন, পিরোজপুরে ২২ জন ও ভোলায় ৬ জন রয়েছেন।

বরিশাল সহ দক্ষিণাঞ্চলে রুপালী ইলিশে মোকাম সয়লাব

গভীর সাগরে গত এক সপ্তাহ থেকে ঝাঁকে ঝাঁকে ধরা পরছে রুপালী ইলিশ। প্রতিদিন হাজার হাজার মণ ইলিশ নিয়ে শত শত ট্রলার আসছে বরিশাল, পটুয়াখালী ও বরগুনার মোকামে। ফলে সাগরের ইলিশে সয়লাব হয়ে গেছে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের মোকামগুলো।

বরিশাল নগরীর পোর্টরোডের বেসরকারি মৎস্য অবতরণ কেন্দ্র গিয়ে দেখা গেছে, ইলিশের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পূর্বের চেয়ে মোকামে পাইকারী দাম কমতে শুরু করেছে। এছাড়া ইলিশের সরবরাহ বেড়ে যাওয়ায় কর্মচাঞ্চল্যতা বেড়ে গেছে জেলে, ব্যবসায়ী, আড়তদারসহ সশ্লিষ্টদের।

ব্যবসায়ীরা জানান, ইলিশ রপ্তানির সুবিধা থাকলে মোকামে আমদানি হওয়া ইলিশ সংরক্ষণে বেগ পেতে হতোনা। তাদের মতে, শুধু সাগরের ইলিশেই এখন চাহিদার ওপরে আমদানি হয়েছে।

তারা আরও জানান, গতবছর এ সময়ে আটশ’ থেকে এক হাজার মণ ইলিশ মাছ এসেছে নগরীর পোর্টরোডের বেসরকারি মৎস্য অবতরণ কেন্দ্রে। সেখানে গত এক সপ্তাহ থেকে প্রতিদিন গড়ে তিন থেকে সাড়ে তিন হাজার মণ ইলিশ আসছে এ মোকামে। এরমধ্যে একদিনেই এ মোকামে ছয়শ’ মন ইলিশ এসেছে।

আর এ কারণেই মোকামগুলোতে সাগরের ইলিশের দরপতন হতে শুরু করলেও বরিশালের খুচরা বাজারে তার কোন প্রভাব পরেনি।

প্রতিদিন সাগর থেকে জেলেরা ট্রলারভর্তি করে ইলিশ মাছ নিয়ে বরিশাল ও দক্ষিণাঞ্চলের ইলিশ মোকামে ফেরার কারণে জেলেদের হাক ডাকে মুখর হয়ে উঠেছে এসব মোকামগুলো। সাগরে প্রচুর ইলিশ ধরা পরায় জেলেদের পাশাপাশি হাসি ফুটেছে ট্রলার মালিক ও আড়ৎদারদের মুখেও। সাগর থেকে আসা প্রতিটি ফিশিংবোটের ইলিশ বিক্রি হচ্ছে তিন থেকে চার লাখ টাকা।

বরিশাল নগরীর পোর্ট রোডের মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা গেছে, মাছ ধরার ট্রলার ভর্তি ইলিশ নিয়ে পারে ভিড়ছেন জেলেরা। মাছ ভর্তি ট্রলার পাড়ে ভেড়ার সাথে সাথে শুরু হয় জেলেদের হাঁক ডাক। তারপর চলে বিকিকিনি। ভোজন রসিকরাও ভোরে চলে আসেন মৎস্য অবতরণ কেন্দ্রে। খুচরা বাজারে ইলিশের দাম একটু বেশি হলেও পছন্দের মাছটি ক্রয় করে বাড়ি ফিরছেন শৌখিন ক্রেতারা।

সূত্রমতে, সবেমাত্র রুপালি ইলিশের দেখা শুরু হলেও করোনার চাঁপে দিশেহারা সাধারণ মানুষ এখনও ইলিশের স্বাদ গ্রহণ করতে পারেননি। পাইকারী মোকামে ইলিশের দাম আগের তুলনায় অনেকটা কম হলেও এখনও খুচরা বাজারে তার কোন প্রভাব পরেনি।

অথচ ইতোমধ্যে ইলিশ নিয়ে গভীর ষড়যন্ত্রে নেমেছে শক্তিশালী একটি ব্যবসায়ী সিন্ডিকেট চক্র। তারা অতিমুনাফার লোভে ইলিশ রপ্তানির ফন্দি এটেছে। ইতোমধ্যে ওই সিন্ডিকেটের সদস্যরা নানা সেক্টরে লবিং ও তদবির শুরু করেছেন। তবে এই মুহুর্তে ইলিশ রপ্তানির কোনো প্রস্তাব দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে বিভাগীয় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।

সূত্রে আরও জানা গেছে, হঠাৎ ইলিশের আমদানি বেড়ে যাওয়ায় পাইকারী বাজারে দরপতন হতে শুরু করলেও তীব্র বরফ ও জ্বালানি সংকটে পরেছেন আড়তদার ও জেলেরা। ইলিশ সংরক্ষণের জন্য প্রয়োজনের অর্ধেক বরফও পাওয়া যাচ্ছেনা। যাওবা পাওয়া যাচ্ছে তা পূর্বের প্রতি ক্যান বরফ ১২০ টাকা দামের স্থলে বর্তমানে ৩৫০ টাকায় ক্রয় করতে হচ্ছে।

অপরদিকে অভ্যন্তরীণ নদীর ইলিশের আমদানি কম থাকায় সেগুলোর দাম এখনও কিছুটা বেশি। যদিও কয়েকদিন পরে নদীতেও প্রচুর ইলিশ পাওয়া যাবে এবং এর ধারাবাহিকতা ডিমওয়ালা ইলিশ শিকারে নিষেধাজ্ঞার আগ পর্যন্ত থাকবে বলে জানিয়েছেন মৎস্য দফতরের বিভাগীয় উপ-পরিচালক মোঃ আনিছুর রহমান।

বরিশাল জেলা মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নীরব হোসেন টুটুল বলেন, গত এক সপ্তাহ ধরে নগরীর পোর্ট রোডের মৎস্য অবতরণ কেন্দ্রে এতো পরিমাণ ইলিশ আসছে, যে এখন রাখার জায়গা নেই। দিন যতো সামনে এগোচ্ছে ততো বেশি ইলিশ আসছে এ মোকামে। এখানে ইলিশ সংরক্ষণের জন্যও নেই কোন হিমাগার।

আড়তাদার নাসির উদ্দিন জানান, বুধবার দেড় কেজি সাইজের প্রতি মণ ইলিশ ৩৫ হাজার টাকা, ১ কেজি ২শ’ গ্রাম সাইজের প্রতি মণ ৩০ হাজার টাকা, কেজি সাইজের প্রতি মণ ২৭ হাজার টাকা, রপ্তানিযোগ্য এলসি সাইজ (৬শ’ থেকে ৯শ’ গ্রাম) ২০ হাজার টাকা, ভেলকা (৪শ’ থেকে ৫শ’ গ্রাম) সাইজ প্রতি মণ ১৪ হাজার টাকা এবং গোটলা সাইজের ইলিশ প্রতি মণ বিক্রি হয়েছে ৯ হাজার টাকা মণ দরে। এতো কম দামে পাইকারী বাজারে ইলিশ বিক্রি করা হলেও খুচরা বাজারে এরকোন প্রভাব পরেনি বলে জানিয়েছেন ক্রেতা তানভির আহম্মেদ । এখনও খুচরা বাজারে কেজি সাইজের প্রতিকেজি ইলিশ নয়শ’ টাকা দরে বিক্রি হচ্ছে।

বরিশাল সহ দক্ষিণাঞ্চলের মোকামগুলোতে গত জুলাই মাসে ইলিশ বেচাকেনার হিসেব অনুযায়ী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, এ অঞ্চলের নদ-নদী ও সাগরে বিগত চার বছরের জুলাই মাসের তুলনায় চলতি বছরের গত জুলাই মাসে রেকর্ড পরিমাণ ইলিশ ধরা পরেছে।

সূত্রমতে, দেশে মোট ইলিশের ৬৬ শতাংশ আহরিত হয় বরিশাল তথা দক্ষিণাঞ্চলের নদ-নদী ও সংলগ্ন সাগর থেকে। ২০১৬ ও ২০১৭ সালের ইলিশ মৌসুমে দক্ষিণাঞ্চলের নদ-নদীতে রেকর্ড পরিমাণ ইলিশ পাওয়া গিয়েছিলো। ২০১৮ সাল যার পরিমাণ কিছুটা কম হয়। ২০১৯ সালের জুলাই মাসের চেয়ে এবার মৌসুমের প্রথম মাসেই (জুলাই) ৬ হাজার ২৭৯ টন বেশি ইলিশ ধরা পরেছে।

বিভাগীয় মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের গত জুলাই মাসে বরিশাল বিভাগের ছয় জেলায় মোট ইলিশ পাওয়া গেছে ১৮ হাজার ৬৫ টন। ২০১৯ সালের জুলাইতে যার পরিমাণ ছিলো ১১ হাজার ৭৮৬ টন। ২০১৮ সালের জুলাইতে ১০ হাজার ৬০০ টন ইলিশ পাওয়া গিয়েছিল।

এর আগে ২০১৭ সালের জুলাই মাসে ১৩ হাজার ৫৭৪ টন এবং ২০১৬ সালের জুলাইতে ১৬ হাজার ৭৭৫ টন ইলিশ আহরিত হয়েছিল। ওই দুইবছর দেশে ইলিশ উৎপাদনে রেকর্ড হলেও পূর্বের সকল রেকর্ড অতিক্রম করে চলতি বছরের জুলাই মাসে ১৮ হাজার ৬৫ টন ইলিশ পাওয়া গেছে।

বরিশালের খুচরা বাজারে ইলিশের আমদানি কম থাকার সত্যতা স্বীকার করে জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, ঢাকার বাজারে যে পরিমাণ ইলিশ পাওয়া যায়, তার চেয়ে কম বরিশালের বাজারে।

কারণ হিসেবে তিনি বলেন, আগে দক্ষিণাঞ্চলে মোকাম ছিল মাত্র তিনটি যথাক্রমে বরিশাল নগরীর পোর্টরোড, বরগুনার পাথরঘাটা এবং পটুয়াখালীর আলিপুর-মহিপুর। বর্তমানে বিভিন্ন নদীর তীরে অঘোষিত ইলিশ মোকাম হওয়ায় সেখান থেকে ইলিশ সরাসরি ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় চলে যাচ্ছে। যার প্রভাব পরছে বরিশালের বাজারে।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের নানামুখী উদ্যোগের কারণে দেশে ইলিশের উৎপাদন গত কয়েক বছর ধরে বৃদ্ধি পেয়েছে। যার ফলে ২০১৮-১৯ অর্থবছরে মোট ইলিশ আহরিত হয়েছে ৫ লাখ ১৭ হাজার ১৮৮ মেট্রিক টন। এরমধ্যে বরিশাল বিভাগ থেকেই আহরিত হয়েছে ৩ লাখ ৩২ হাজার ২৫ মেট্রিক টন।

এর আগের অর্থবছরে (২০১৭-১৮) দেশে আহরিত মোট ইলিশের পরিমাণ ছিল ৪ লাখ ৯৬ হাজার ৪১৭ মেট্রিক টন। যারমধ্যে বরিশাল থেকে আহরিত হয়েছে ৩ লাখ ২৪ হাজার ২৯৭ মেট্রিক টন।

যা দেশে মোট উৎপাদনের প্রায় ৬৬ শতাংশ। ২০১৮-১৯ অর্থবছরে দেশে ইলিশ আহরণের পরিমাণ আগের বছরের চেয়ে ৪ দশমিক ১৯ শতাংশ বৃদ্ধি পাওয়ায় বরিশালেও প্রায় ৮ হাজার মেট্রিক টন বৃদ্ধি পায়।

চলতি অর্থবছরে দেশে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে ৫ লাখ ৩৩ হাজার মেট্রিক টন। এরমধ্যে বরিশাল বিভাগে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন। যা মোট উৎপাদনের ৬৬ শতাংশ।

এ ব্যাপারে মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার বলেন, সামনে আরও প্রায় দুই মাস ইলিশ ধরার মৌসুম রয়েছে। প্রকৃতির নিয়ম অনুযায়ী সাগরে সৃষ্ট অতিজোয়ার সৃষ্টি হলে বেশি পরিমাণ ইলিশ অভ্যন্তরীণ নদ-নদীতে প্রবেশ করবে। তখন নদীতেও ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পরবে।

ইলিশের মোকামে বরফ ও জ্বালানি সংকট ॥ গভীর সাগরে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পরায় প্রতিদিন হাজার হাজার মণ ইলিশ নিয়ে শত শত ট্রলার আসছে বরিশাল, পটুয়াখালী ও বরগুনার মোকামে। হঠাৎ ইলিশের আমদানি বেড়ে যাওয়ায় দরপতনের পাশাপাশি তীব্র বরফ ও জ্বালানি সংকটে পরেছেন আড়তদার ও জেলেরা।

ইলিশ সংরক্ষণের জন্য প্রয়োজনের অর্ধেক বরফও পাওয়া যাচ্ছেনা। পূর্বের প্রতি ক্যান ১২০ টাকা দামের বরফ বর্তমানে ৩৫০ টাকায় ক্রয় করতে হচ্ছে। পাশাপাশি ডিজেলের সরবরাহ কম থাকায় সাগর থেকে ফিরে আসা ট্রলারগুলো মোকামে মাছ রেখে ডিজেল সংকটের কারণে পুনরায় ইলিশ শিকারের জন্য সাগরে যেতে পারছে না। পটুয়াখালী, মহিপুর এবং বরগুনার পাথরঘাটায় তীব্র ডিজেল সংকট রয়েছে বলে জানিয়েছেন সেখানকার জ্বালানি ব্যবসায়ীরা। পাথরঘাটার জ্বালানি ব্যবসায়ী এনামুল হোসেন জানান, সেখানে ডিজেল নেই। তাই শতাধিক ট্রলার সাগরে যেতে পারছেনা।

বরিশাল ইলিশ মোকামের আড়তদার জহির সিকদার বলেন, ইলিশের সরবরাহ বেড়ে যাওয়ার বরিশালে তীব্র বরফ সংকট শুরু হয়েছে। তাই দামও বেড়েছে। এখানে প্রতিদিন ৭ হাজার ক্যান বরফের প্রয়োজন। কিন্ত তার অর্ধেকও এখানে উৎপাদন হয়না। তাই খুলনা থেকে বেশি দামে তাদের বরফ আনতে হচ্ছে।

ফিশিংবোটের ওপর নির্ভর করে দাম ॥ মাছ ধরার নৌকা বা ফিশিংবোটের আমদানির ওপর নির্ভর করেই বরিশাল নগরীর পোর্ট রোড মোকামে ইলিশের দাম কমছে ও বাড়ছে। যেদিন ৪০ থেকে ৫০টি বোট ইলিশের মোকামে আসে, সেদিন দাম কমে।

আর যেদিন ১৫ থেকে ২০টি বোট ঘাটে ভেড়ে সেদিন দাম বাড়ে। গত এক সপ্তাহ ধরে ইলিশবাহী ফিশিংবোট বেশি আসায় ইলিশের দাম তুলনামূলকভাবে কমেছে বলে জানিয়েছেন পোর্ট রোডের ইলিশ মোকামে কর্মরত শ্রমিকরা। তারা আরও জানান, ইলিশবাহী ফিশিংবোট থেকে ইলিশ তুলে এনে ফেলা হচ্ছে প্রতিটি আড়তের সামনে।

আড়ত থেকে তা বরিশাল জেলার খুচরা বাজার থেকে শুরু করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।

পোর্ট রোডের আড়তদার জহির সিকদার বলেন, ইলিশ নিধনে সরকারের সময়োপযোগি কঠোর সিদ্ধান্তের কারণে মৌসুমে সাগরে জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পরছে। তিনি আরও বলেন, ইলিশের প্রজনন বৃদ্ধি করতে সরকারের নেয়া পদক্ষেপগুলো মাঠপর্যায়ে কঠোরভাবে প্রয়োগ করা হলে আগামীতে ইলিশের প্রজনন আরও বৃদ্ধি পাবে।

গভীর সমুদ্র থেকে ফিরে আসা ট্রলারের মাঝি মকবুল হোসেন বলেন, সাগরে এখনও প্রচুর পরিমাণে ইলিশ মাছ আছে। তিনি আরও বলেন, আমাদের দেশে ৬৫ দিন ইলিশ আহরনে নিষেধাজ্ঞা দেওয়ার সুযোগে ভারতীয় ট্রলারগুলো বাংলাদেশের সীমানায় এসে মাছ ধরেছে। তাই ভারতের সাথে মিল রেখে একসাথে নিষেধাজ্ঞা দেয়া হলে আমরা আরও বেশি মাছ ধরতে পারবো।

বর্তমানে নদীর রুপালি ইলিশ ধরা না পরার কারণ হিসেবে জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, ডিম পাড়ার সময় ইলিশ নদীতে প্রবেশ করে। এখনও সেই সময় হয়নি। সময় হলেই ইলিশ নদীতে প্রবেশ করবে।

বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, ইলিশ রক্ষায় সরকারের যেসব কার্যক্রম চালু রয়েছে, তা মাঠপর্যায়ে কঠোরভাবে পালন করায় এখন ইলিশের প্রজনন প্রতিবছরই বাড়ছে। এর সুফল হিসেবে নগরীর পোর্ট রোডসহ অন্যান্য মোকামগুলোতে ইলিশে সয়লাব হয়েছে।

অতি মুনাফালোভিদের ষড়যন্ত্র ॥ ইলিশ বিক্রেতা একাধিক ক্ষুদ্র ব্যসায়ীররা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দীর্ঘদিন থেকে কতিপয় প্রভাবশালী মৎস্য ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট অবৈধপন্থায় পার্শ্ববর্তী দেশে ইলিশ পাচার করে আসছে। এখন তারা অতি মুনাফারলোভে সরকারের কাছে ইলিশ বিদেশে পাঠানোর বৈধতা চায়। এজন্য রপ্তানি সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা বিভিন্নস্থানে লবিংও শুরু করেছেন।

কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) বরিশালের সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত বলেন, ইলিশ শুধু ধরা শুরু হয়েছে। এখনও খুচরা বাজারে যে দর চলছে, তা সাধারণ মানুষের কেনার সামর্থ্যের মধ্যে পৌঁছায়নি। সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলার সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন শিবলু বলেন, ব্যবসায়ীদের একটি সিন্ডিকেটে ইলিশ জনগণের মুখ থেকে কেড়ে নেওয়ার পাঁয়তারা করছেন। যেখানে প্রান্তিক জনগোষ্ঠী এখনও ইলিশের স্বাদ নিতে পারেননি, সেখানে কী করে রপ্তানির প্রশ্ন আসে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জ্যোতির্ময় বিশ্বাস বলেন, দেশের চাহিদা মিটানোর পর উদ্বৃত্ত থাকলে ইলিশ রপ্তানির কথা ভাবতে হবে। কিন্তু বহুদিন ইলিশ ধরা বন্ধের পর এখনই যদি রপ্তানি করা হয়, তবে সাধারণ মানুষ বঞ্চিত হবেন।

মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার বলেন, ইলিশ রপ্তানি সরকারের নীতি নির্ধারকদের ব্যাপার। তবে তড়িঘড়ি করে এটি করা যাবেনা। তিনি আরও বলেন, সরকার সারাবছর ইলিশ পাওয়ার জন্য নানা পদক্ষেপ নিয়েছে। খুচরা বাজারে ইলিশের দাম আরও সহনীয় হতে হবে। তখন হয়তো জনগনের চাহিদা মিটিয়ে মৎস্য অধিদপ্তর ইলিশ রপ্তানির প্রস্তাব করতে পারে।